সম্বাদ কৌমুদী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
'''সম্বাদ কৌমুদী''' [[ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়|ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের]] সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল [[১৮২১]] সালের ৪ঠা ডিসেম্বর।<ref>বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর, আইএসবিএন:৯৮৪-৩২-৩২১৭-৮, পৃষ্ঠা:৫১৫</ref> সম্বাদ কৌমুদীর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন [[রাজা রামমোহন রায়]] এবং প্রকাশক ছিলেন তাঁরাচাদতারাচাদ দত্ত। [[১৮৩৪]] সাল পর্যন্ত পত্রিকাটি প্রকাশিত হয়েছিল।
 
মুলত সামাজিক ও হিন্দুধর্মীয় রক্ষণশীলতার বিরুদ্ধে উদার মনোভাব নিয়ে পত্রিকাটি লেখনী ধারণ করেছিল। তদানীন্তন হিন্দু সমাজের কুসংস্কারগুলো দূর করার জন্য সংস্কারের পক্ষে জনমত গড়ে তোলায় ‘সংবাদ কৌমুদী’ বিশেষ ভূমিকা পালন করেছে। সম্পাদক [[ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়]] পরবর্তীতে রাজা রামমোহনের সাথে মত-পার্থক্যে জড়িয়ে পত্রিকাটির সম্পাদনা থেকে চলে যান এবং পরবর্তীতে [[১৮২২]] সালের ৫ই মে [[সমাচার চন্দ্রিকা]] পত্রিকা প্রতিষ্ঠা করেন। এছাড়াও ব্রিটিশ সরকার সেসময়কার সংবাদপত্রগুলোর উপর সেন্সরশিফ আরোপ করার পর রামমোহন রায় পত্রিকাটি বন্ধ করে দেন।