মানস জাতীয় উদ্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১০ নং লাইন:
| location = [[অসম]], [[ভারত]]
| nearest_city = [[বরপেটা রোড]]
| coordinates = {{coordস্থানাঙ্ক|26|43|N|90|56|E|format=dms|display=inline,title}}
| area = ৯৫০ বর্গ কি.মি.
| established = ১৯৯০
৩১ নং লাইন:
| website = http://www.manasassam.org
}}
'''মানস জাতীয় উদ্যান''' ({{lang-en|Manas National Park}}) [[আসাম|আসামের]] এক অন্যতম রাষ্ট্রীয় উদ্যান, [[ইউনেস্কো]]র দ্বারা স্বীকৃত প্রাকৃতিক [[বিশ্ব ঐতিহ্যবাহী স্থান]] (World Heritage site), ব্যাঘ্র প্রকল্প সংরক্ষিত বনাঞ্চল (Project Tiger Reserve), হাতি সংরক্ষিত বনাঞ্চল (Elephant Reserve), তথা বায়োস্ফিয়ার রিজার্ভ (Biosphere Reserve)৷ এটি [[গুয়াহাটি]] থেকে প্রায় ১৭৬ কিলোমিটার নিকটে [[বরপেটা জেলা]]র উত্তরাঞ্চলে, ভূটান পর্বতের পাদদেশে অবস্থিত। উত্তরে [[মানস নদী]] তথা ভূটান রাজ্য, দক্ষিণে বাঁহবাড়ি, পালসিগুরি এবং কাটাঝাড় গাঁও, পশ্চিমে সোণকোষ নদী থেকে পূর্বে ধনশিরি নদী পর্যন্ত এই রাষ্ট্রীয় উদ্যানটি বিস্তৃত।। এই জাতীয় উদ্যান ভূটানের রয়েল মানস রাষ্ট্রীয় উদ্যানের সাথে সংলগ্ন হয়ে রয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.panda.org/who_we_are/wwf_offices/bhutan/projects/index.cfm?uProjectID=BT0010 |শিরোনাম=WWF - Royal Manas National Park, Bhutan |প্রকাশক=Panda.org |তারিখ= |সংগ্রহের-তারিখ=2013-03-22}}</ref> মানস জাতীয় উদ্যান অধোক্রান্তীয় মণ্ডলের অন্তর্ভুক্ত এবং এর জলবায়ু ক্রান্তীয় ধরণের।ধরনের। এই জাতীয় উদ্যান অনেক বিপন্ন তথা লুপ্ত-প্রায় বন্যপ্রাণী যেমন (Pygmy Hog), সোনালী বানরের (Golden Langur) আদি বাসস্থান হিসাবে খ্যাত। বুনো মহিষের (Wild Water Buffalo) অন্যতম প্রধান আশ্রয়স্থল হিসাবেও মানস জাতীয় উদ্যানের খ্যাতি আছে।<ref>Choudhury, A.U.(2010)The vanishing herds : the wild water buffalo. Gibbon Books, Rhino Foundation, CEPF & COA, Taiwan, Guwahati, India</ref>
 
==নামের উৎস==
ব্রহ্মপুত্র নদের উপনদী মানস এই উদ্যানের মাঝখানে দিয়ে বয়ে যাওয়ার জন্য উদ্যানটির নাম মানস রাষ্ট্রীয় উদ্যান হয়েছে।
==ইতিহাস==
পূর্বে মানস উদ্যানকে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে গন্য করা হত। ১৯২৮ সনের ১ অক্টোবরে বন্যপ্রানী অভয়ারন্যের মর্যদা দেওয়া হয়। এই বনাঞ্চলটি গৌরিপুরের রাজা শিকার স্থল হিসেবেও ব্যবহার করিতেন। ১৯৭৩ সনে এখানে ব্যাঘ্র প্রকল্প আরম্ভ করা হয়। ১৯৮৫ সনে ইউনেসকো মানস রাষ্ট্রীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষনাঘোষণা করে ও ১৯৯৫ সনে রাষ্ট্রীয় উদ্যানের মর্যদা প্রদান করা হয়।
 
== তথ্যসূত্র ==