বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
২২৩ নং লাইন:
আশিক শাওন ভাই, [[কুরআনের সমালোচনা ও খণ্ডন]] পাতায় আপনি কোন নীতিমালা অনুসারে অসীম সময়ের জন্য সম্পূর্ণ সুরক্ষার আওতায় এনেছেন সেটি বোধগম্য নয়। অনুগ্রহ করে আপনি কী আপনি জানাবেন ঠিক কী কারণে আপনি এমনটি করেছেন? — [[User:Wikitanvir|তানভির]] • ১৩:৩৬, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
:নিবন্ধটিতে প্রচুর সম্পাদনা যুদ্ধ চলছিলো বেশ কিছুদিন ধরে এবং একই সাথে তাতে অনেকগুলো ট্যাগ থাকার পরও সম্পাদকেরা সেদিকে কোনো নজর দিচ্ছিলেন না। এমন কী - নিবন্ধটিতে ইংরেজি অনুবাদের অনেক তথ্যই এড়িয়ে যাওয়া হয়েছে যেখানে তথ্যসূত্র পর্যন্ত দেয়া ছিলো। এসব বিভিন্ন কারণ প্রশাসকদের উপর এর দায়িত্ব এনেছিলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে এধরণের নিবন্ধে সুরক্ষা খুবই জরুরী। - [[ব্যবহারকারী:Ashiq Shawon|Ashiq Shawon]] ([[ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon#top|আলাপ]]) ১৭:৫৫, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
 
হ্যাঁ, সুরক্ষা জরুরী, কিন্তু অসীম সময়ের জন্য ফুল প্রটেকশন নয়! আপনার ব্যাখ্যা কোনোভাবেই উইকিপিডিয়ার নীতিমালার সাথে যায় না। অসীম মেয়াদে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করার মতো কোনো অবস্থা সেখানে তৈরি হয়নি। সম্পূর্ণ সুরক্ষিত করে আপনি শুধু প্রশাসকদের ওপর নিবন্ধের উন্নয়নের দায়িত্ব দিতে পারেন না। এমন কথা নীতিমালার কোথাও বলা নেই। আপনি এক দিনের জন্য এমনটি করতে পারতেন, সম্পাদনা যুদ্ধে জড়িতদের সাবধান করতে বা না শুনলে তাদেরকে বাধা দিতে পারতেন। সম্পাদনা যেনো প্রকাশিত না হয় সেজন্য রিভিউ সেটিংস দিতে পারতে (যা আমি সুরক্ষা উঠিয়ে করেছি)। বলার জন্য দুঃখিত তবে আপনি যেটি করেছেন এটি প্রশাসকত্ব টুলের অপব্যবহার। আশা করছি প্রশাসক হিসেবে আপনি এই টুলগুলো দায়িত্বশীল এবং (অত্যন্ত জরুরীভাবে) উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে ব্যবহার করবেন, নিজের ইচ্ছা বা বাংলাদেশের প্রেক্ষাপটে নয়। ধন্যবাদ। — [[User:Wikitanvir|তানভির]] • ১৮:০৭, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)