১,৯৬,০১৪টি
সম্পাদনা
আফতাবুজ্জামান (আলোচনা | অবদান) অ (আফতাবুজ্জামান জর্ডান শিক্ষা ব্যবস্থা কে জর্ডানের শিক্ষাব্যবস্থা শিরোনামে স্থানান্তর করেছেন) |
|||
[[জর্ডান]] নিজের উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য গর্ব করে থাকে । জর্ডানের উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার পর থেকে জর্ডানের সংস্কৃতিতে মূল্য বিবেচনা করা হয় । জর্ডান মুসলিম দেশগুলোর সংগঠন [[অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন]] (ওআইসি) সদস্যভুক্ত ৫৭ রাষ্ট্রগুলোর মধ্যে গবেষণা ও উন্নয়নে গবেষকদের সর্বোচ্চ অনুপাত রয়েছে । জর্ডানে প্রতি ১ মিলিয়নে মধ্যে ৮০৬০ গবেষকের রয়েছেন, যেখানে ইইউ-এর গড় ৬৪৯৪ এবং বিশ্বের মাথাপিছু গড় ২৫৩২ থেকে অনেক বেশি । জর্ডান তার সর্বজনীন b-এর উচ্চতর অনুপাত প্রদান করে ।
জর্ডান বিশ্বের অধিকাংশ দেশের চেয়ে শিক্ষার জন্য দেশের সর্বজনীন বাজেটের উচ্চতর অনুপাত প্রদান করে থাকে । 2003 সালে শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ ছিল মোট সরকারি ব্যয়ের 6.4 শতাংশ; একই বছরে শিক্ষা ব্যয় ছিল জিডিপির 13.5 শতাংশ । জর্ডানের সাক্ষরতার হার প্রায় ৯৭.৯% যা ২০১২ সালে বিশ্বে সবচেয়ে , যা ২০১৫ শতাংশে 98.01% পর্যন্ত বেড়ে যায়, এবং আশা করা যায় 2020 সালে ১০০% পর্যন্ত পৌঁছাবে । ২০০৭ সালে ছেলে এবং মেয়েদের জন্য প্রাথমিক স্থূল তালিকাভুক্তির অনুপাত ১০০ ভাগ। ২০১৩ সালের হিসেব অনুযায়ী প্রাথমিক থেকে মাধ্যমিকে উর্ত্তীন্ন হওয়ার অনুপাত ৯৮.৭৯ %. মাধ্যমিকের ছাত্রদের মধ্যে ৮৫ শতাংশ উচ্চতর শিক্ষা
==শিক্ষা - ব্যবস্থাপনা পদ্ধতি==
|