ডেভিড হটন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জিত রূপ!
২৯ নং লাইন:
| lastodiagainst = নিউজিল্যান্ড
 
| club1 = [[Mashonalandম্যাশোনাল্যান্ড cricketক্রিকেট teamদল|ম্যাশোনাল্যান্ড]]
| year1 = ১৯৯৩–১৯৯৮
|
৯১ নং লাইন:
}}
 
'''ডেভিড লড হটন''' ({{lang-en|David Houghton}}; [[জন্ম]]: [[২৩ জুন]], [[১৯৫৭]]) বুলাওয়েতে জন্মগ্রহণকারী [[জিম্বাবুয়ে|জিম্বাবুয়ের]] প্রথিতযশা ও সাবেক আন্তর্জাতিক [[ক্রিকেট|ক্রিকেটার]]। [[জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল|জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের]] সদস্য হিসেবে [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] অংশ নিয়েছেন তিনি। পাশাপাশি জিম্বাবুয়ে দলের [[জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা|অধিনায়কের]] দায়িত্বে ছিলেন।
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে [[Mashonalandম্যাশোনাল্যান্ড cricketক্রিকেট teamদল|ম্যাশোনাল্যান্ডের]] প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ [[উইকেট-রক্ষক]] হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ ব্রেক বোলিং করতে পারতেন '''ডেভ হটন''' নামে পরিচিত '''ডেভিড হটন'''।
 
== খেলোয়াড়ী জীবন ==
৯৯ নং লাইন:
 
== ক্রিকেট বিশ্বকাপ ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে ৬৩টি [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] অংশগ্রহণ করেছেন ডেভিড হটন। ইংল্যান্ডে অনুষ্ঠিত [[১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ|১৯৮৩]] সালের ক্রিকেট বিশ্বকাপের তৃতীয় আসরে জিম্বাবুয়ে দলের সদস্যরূপে অংশ নেন। ৯ জুন, ১৯৮৩ তারিখে নটিংহামে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে ওডিআইয়ে প্রথমবারের মতো খেলতে নামেন। [[Ali Shah|আলী শাহ]], [[Grant Paterson|গ্র্যান্ট প্যাটারসন]], [[অ্যান্ডি পাইক্রফট]], [[জ্যাক হেরন]], [[ডানকান ফ্লেচার]], [[কেভিন কারেন]], ইয়ান বুচার্ট, [[পিটার রসন]], [[জন ট্রাইকোস]] ও [[Vinceভিন্স Hoggহগ|ভিন্স হগের]] সাথে একযোগে ওডিআই অভিষেক ঘটে তার।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.cricinfo.com/ci/engine/match/65066.html|শিরোনাম= prudential world cup, 1983: Scorecard of third ODI, Australia vs Zimababwe|প্রকাশক=Cricinfo|সংগ্রহের-তারিখ=July 12, 2019}}</ref> ৫ অক্টোবর, ১৯৯৭ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন তিনি।
 
[[১৯৮৭ ক্রিকেট বিশ্বকাপ|১৯৮৭]] সালের রিলায়েন্স বিশ্বকাপ ক্রিকেটে ১৩৭ বলে ১৪২ রান করেছিলেন। গ্রুপ-পর্বে [[নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল|নিউজিল্যান্ডের]] বিরুদ্ধে অনুষ্ঠিত ঐ খেলায় তিনি ১৩টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন।<ref>[http://www.espncricinfo.com/ci/engine/match/65094.html Reliance World Cup - 4th match, Group A]</ref> তার এ অবিস্মরণীয় ইনিংস খেলা স্বত্ত্বেও তৎকালীন সহযোগী সদস্য দেশ জিম্বাবুয়ে [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যদের তালিকা|টেস্টভূক্ত]] নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৩ রানের ব্যবধানে পরাজিত হয়েছিল। তার এ রানটি সহযোগী সদস্য দেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। এসময়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ৮ম উইকেট জুটিতে [[ইয়ান বুচার্ট|ইয়ান বুচার্টকে]] সাথে নিয়ে সর্বোচ্চ ১১৭ রানের নতুন রেকর্ড গড়েন। ১০ অক্টোবর, ১৯৮৭ তারিখে ডেকানের হায়দ্রাবাদে বিশ্বকাপের চতুর্থ খেলায় তারা এ রেকর্ড গড়েছিলেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://stats.espncricinfo.com/ci/engine/records/fow/highest_partnerships_by_wicket.html?id=12;type=trophy|শিরোনাম=Cricket Records {{!}} Records {{!}} World Cup {{!}} Highest partnerships by wicket {{!}} ESPN Cricinfo|কর্ম=Cricinfo|সংগ্রহের-তারিখ=2017-04-28}}</ref><ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www.espncricinfo.com/ci/engine/match/65094.html|শিরোনাম=4th Match: New Zealand v Zimbabwe at Hyderabad (Deccan), Oct 10, 1987 {{!}} Cricket Scorecard {{!}} ESPN Cricinfo|কর্ম=Cricinfo|সংগ্রহের-তারিখ=2017-04-28}}</ref>
১০৬ নং লাইন:
 
== টেস্ট ক্রিকেট ==
[[১৯৯২-৯৩ ভারত ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর|১৯৯২-৯৩]] মৌসুমে ভারত ক্রিকেট দল [[মোহাম্মদ আজহারউদ্দীন|মোহাম্মদ আজহারউদ্দীনের]] নেতৃত্বে জিম্বাবুয়ে সফর করে। এ সফরে স্বাগতিক জিম্বাবুয়ে দল তার অধিনায়কত্বে তাদের ইতিহাসের প্রথম টেস্টে ভারতের মোকাবেলা করে। ১৮ অক্টোবর, ১৯৯২ তারিখে [[হারারে স্পোর্টস ক্লাব|হারারে স্পোর্টস ক্লাবে]] অনুষ্ঠিত একমাত্র টেস্টটিতে জিম্বাবুয়ে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ৪৫৬ রান তুলে তার দল। [[টেস্ট ক্রিকেট অভিষেকে শতরানের তালিকা|অভিষেক টেস্টেই সেঞ্চুরি করার কৃতিত্ব প্রদর্শন]] করেন তিনি। প্রথম ইনিংসে ডেভিড হটন ৩২২ বল মোকাবেলান্তে ১২১ রান তুলেন। ঐ খেলাটি [[ফলাফল (ক্রিকেট)|ড্রয়ে]] পরিণত হয়েছিল।
 
== অবসর ==