আলাপ:বুখারেস্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
১১ নং লাইন:
 
:{{মন্তব্য}} {{প্রত্যুত্তর|কায়সার আহমাদ}} আমি আপনার চিন্তাধারাটি বুঝতে পারছি, তবে [[en:WP:ATD|নীতিমালা]] অনুসারে “যদি সম্পাদনার মাধ্যমে কোনো পাতার উন্নয়ন ঘটানো সম্ভব তা করা উচিত”। সে দিক থেকে আপনার চিন্তাটি নৈতিকভাবে সিদ্ধ নয়। দুঃখজনক হলেও, আমার ব্যক্তিগত মতে ব্যাপারটি নেতিবাচক। আমি আমার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি। তবে এটি স্বীকার করছি যে, আপনি এমনটি চাইতেই পারেন। — [[User:Wikitanvir|তানভির]] • ১২:৫৮, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
::বুঝতে পারলাম। আমার মতে ১-২ লাইনের কোনও ছোট নিবন্ধ শুরু করাতে কৃতিত্বের তেমন কিছু নেই। বুখারেস্ট নিবন্ধ কে সৃষ্টি বা শুরু করেছিল, সেটা তেমন কিছু না। অন্য অনেকের মত আমি নিজেও উইকির শৈশবে এরকম অনেক ছোট নিবন্ধ শুরু করেছি ও পরে এগুলি আমি ও আরও কেউ কেউ এগুলির পরিবর্ধন করেছি। হয়ত কিছু এখনও ছোট হিসেবেই পড়ে আছে। তাই বলে এগুলি শুরু করে আমি এমন আহামরি কোনও কৃতিত্বের কাজ করেছি বলে মনে করি না। আর উইকির দর্শনই হল এক ধরনের দশে মিলে করি কাজ জাতীয় সম্পাদনা পদ্ধতি, যা চির-অসমাপ্ত, চির-উন্নতিশীল। মানে কে শুরু করল, সেটা খুব গুরুত্বপূর্ণ কিছু না। সবাই মিলে ক্রমাগত উন্নতি করাটাই আসল। --[[User:Zaheen|অর্ণব]] ([[User talk:Zaheen|আলাপ]] | [[বিশেষ:Contributions/Zaheen|অবদান]]) ১৩:২৪, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
"বুখারেস্ট" পাতায় ফেরত যান।