মাইকেল ক্রেমার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন
২৫ নং লাইন:
| repec_id = pkr20
}}
'''মাইকেল রবার্ট ক্রেমার''' ({{Lang-en|Michael Robert Kremer}}; জন্ম ১২ নভেম্বর ১৯৬৪)<ref>''U.S. Public Records Index'' Vol 1 & 2 (Provo, UT: Ancestry.com Operations, Inc.), 2010.</ref> হলেন একজন আমেরিকানমার্কিন অর্থনীতিবিদ। বর্তমানে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডেভেলপিং সোসাইটি বিভাগের গেটস অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন। তিনি তার সফলতার জন্য অসংখ্য পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি ২০১৯ সালে [[অভিজিৎ ব্যানার্জি]], [[এস্তের দুফ্লো]] এর সাথে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=https://www.theguardian.com/business/live/2019/oct/14/nobel-prize-in-economic-sciences-2019-sveriges-riksbank-live-updates|শিরোনাম=Nobel Prize in Economics won by Banerjee, Duflo and Kremer - live updates|শেষাংশ=Wearden|প্রথমাংশ=Graeme|তারিখ=2019-10-14|কর্ম=The Guardian|সংগ্রহের-তারিখ=2019-10-14|ভাষা=en-GB|issn=0261-3077}}</ref> তিনি আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস এর একজন ফেলো এবং ১৯৯৭ সালে ম্যাকআর্থার ফেলোশিপ এর একজন অভ্যর্থনাকারীও ছিলেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.macfound.org/fellows/556/|শিরোনাম=MacArthur Foundation|ওয়েবসাইট=www.macfound.org|ভাষা=en|সংগ্রহের-তারিখ=2018-07-23}}</ref> এছাড়াও তিনি প্রেসিডেন্সিয়াল ফ্যাকাল্টির ফেলোশিপ এবং [[ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম]] কর্তৃক ইয়ং গ্লোবাল লিডার নির্বাচিত হন। এছাড়াও তিনি ইনোভেশন ফর পোভার্টি একশান এর একজন গবেষণাবিষয়ক সদস্য।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.givingwhatwecan.org/about-us/members/|শিরোনাম=Members|ওয়েবসাইট=www.givingwhatwecan.org}}</ref> ক্রেমার [[ওয়ার্ল্ডটিচ]] এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, যেটি হার্ভার্ড ভিত্তিক একটি সংস্থা যেখানে কলেজ ও সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীবৃন্দ স্বেচ্ছাসেবক শিক্ষক হিসেবে বিশ্বের উন্নত দেশের জন্য সারাবছর বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করে থাকে।
তিনি "ক্রেমার্স ও-রিং থিওরি অব ইকোনমিক ডেভেলপমেন্ট" নামে একটি তত্ত্ব তৈরি করেছেন।
ক্রেমার ২০১০ সালে আন্তর্জাতিক গ্রোথ সেন্টারে তিনি ফিল্ড অব হিউম্যান ক্যাপিটাল নামে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।