|
|
== টেরাম কাংরি- ১ ==
টেরাম কাংরি তথা [[সিয়াচেন মুজতাঘ]] পর্বতশ্রেণীর সর্বোচ্চ শিখর হল টেরাম কাংরি- ১ (উচ্চতা - ৭৪৬২ মিটার <small>[[সর্বোচ্চ পর্বত শৃঙ্গসমূহের তালিকা|উচ্চতায় ৫৬তম]]</small>) । এই শৃঙ্গটি [[চীন]] ও [[সিয়াচেন হিমবাহ]] অঞ্চলের সীমান্তে অবস্থিত। এর উত্তর-পূর্ব দিকে [[চীন]] দ্বারা অধিকৃত অঞ্চল ও দক্ষিণ-পশ্চিম দিকে [[ভারত]] দ্বারা অধিকৃত [[সিয়াচেন হিমবাহ]]। ১৯৭৫ খৃষ্টাব্দেরখ্রিষ্টাব্দের ১০ই আগস্ট কাতায়ামার নেতৃত্বে এক জাপানি পর্বতারোহী দল এই শৃঙ্গটি প্রথম আরোহণ করেন। এই দলটি [[পাকিস্তান সরকার|পাকিস্তান সরকারের]] কাছ থেকে অনুমতিপত্র জোগাড় করে [[বাইলাফন্ড গিরিবর্ত্ম]] হয়ে প্রথমে টেরাম কাংরি- ২ পর্বতের দক্ষিণ পশ্চিম শৈলশিরা ধরে আরোহণ করে টেরাম কাংরি- ১ পর্বতের পূর্ব শৈলশিরার পথ ধরে শৃনে আরোহণ করেন।
== টেরাম কাংরি- ২ ==
কাতায়ামার নেতৃত্বে যে জাপানি পর্বতারোহী দল টেরাম কাংরি- ১ শৃঙ্গে প্রথম আরোহণএকরেছিলেন, তাঁরাইতারাই ১৯৭৫ খৃষ্টাব্দেরখ্রিষ্টাব্দের ১২ই আগস্ট টেরাম কাংরি- ২ (উচ্চতা - ৭,৪০৭ মিটার) শৃঙ্গে প্রথম আরোহণ করেন । ১৯৭৮ খ্রিষ্টাব্দে [[ভারতীয় সেনাবাহিনী]]র [[হাই অল্টিচিউড ওয়ারফেয়ার স্কুল|হাই অল্টিচিউড ওয়ারফেয়ার স্কুলের]] কমান্ডিং অফিসার কর্ণেল [[নরেন্দ্র কুমার]] সিয়াচেন অঞ্চলে টেরাম কাংরি-২ পর্বতশৃঙ্গে সেনা পর্বতারোহণ অভিযান করেন। এই অভিযানের দ্বারা [[ভারত]] প্রথম [[সিয়াচেন হিমবাহ]] অঞ্চলে তাঁদেরতাদের দাবী প্রতিষ্ঠার চেষ্টা করে। <ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://outsideonline.com/outside/features/200302/200302_siachen_1.html |শিরোনাম=Outside magazine article about Siachen battleground |প্রকাশক=Outsideonline.com |তারিখ= |সংগ্রহের-তারিখ=2011-04-15}}</ref>
== টেরাম কাংরি-৩ ==
|