সতী (দেবী): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২১ নং লাইন:
'''দাক্ষায়ণী''' ([[সংস্কৃত]]: दाक्षायणी) বা '''সতী''' ([[সংস্কৃত]]: सती) [[হিন্দুধর্ম|হিন্দুধর্মে]] বৈবাহিক সুখ ও দীর্ঘ দাম্পত্যজীবনের দেবী। হিন্দুনারীরা সাধারণত স্বামীর দীর্ঘায়ু কামনায় সতীর পূজা করে থাকেন। সতী [[দেবী]] আদ্যাশক্তি মহামায়ার এক রূপ। তিনি ছিলেন [[শিব|শিবের]] প্রথমা স্ত্রী। হিন্দু পুরাণ অনুসারে তিনি তপস্বীর জীবনযাত্রা থেকে শিবকে বের করে আনেন এবং গৃহী করেন।<ref>Hindu Goddesses: Visions of the Divine Feminine in the Hindu Religious Tradition By DAVID. KINSLEY p.38</ref> দক্ষযজ্ঞের সময় পিতা দক্ষ প্রজাপতি কর্তৃক স্বামীর অসম্মান সহ্য করতে না পেরে তিনি প্রাণত্যাগ করেন। পরে [[হিমালয়|হিমালয়ের]] গৃহে কন্যা [[পার্বতী]]র রূপে জন্ম নিয়ে পুনরায় শিবকে বিবাহ করেন।
 
দাক্ষায়ণীর অপরাপর নামগুলি হল '''উমা''', '''অপর্ণা''', '''শিবকামিনী''' ইত্যাদি। [[ললিতা সহস্রনাম]] স্তোত্রে তাঁরতার এক সহস্র নাম লিখিত হয়েছে।
 
সতীর আত্মত্যাগের অনুকরণে হিন্দুধর্মে [[সতীদাহ প্রথা]] প্রবর্তিত হয়েছিল। এই প্রথানুসারে স্বামীর মৃত্যুর পর হিন্দু বিধবারা স্বামীর চিতায় আরোহণ করে প্রাণ বিসর্জন দিতেন।<ref>Hindu Goddesses: Visions of the Divine Feminine in the Hindu Religious Tradition By DAVID. KINSLEY p.35</ref>
 
==পৌরাণিক কাহিনি==
ব্রহ্মাপুরাণ অনুযায়ী, প্রজা সৃষ্টির অভিপ্রায়ে সৃষ্টিকর্তা [[ব্রহ্মা]] ধর্ম, রুদ্র, মনু, সনক ভৃগু প্রমুখ কয়েকজন মানসপুত্রের সৃষ্টি করেন। তাঁরতার দক্ষিণ অঙ্গ থেকে উৎপত্তি হয়েছিল প্রজাপতি দক্ষের। দক্ষের কনিষ্ঠা কন্যারূপে জন্মগ্রহণ করেন দেবী সতী, যিনি পতিরূপে গ্রহণ করেছিলেন দেবাদিদেব [[মহাদেব]]কে।
 
মহাদেবের প্রতি প্রজাপতি দক্ষ ছিলেন অত্যন্ত বিরূপ। ভৃগু ঋষি এবং অন্যান্য প্রজাপতি কর্তৃক অনুষ্ঠিত মহাযজ্ঞে একমাত্র শিব ও ব্রহ্মা ছাড়া অন্য দেবতারা প্রজাপতি দক্ষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেছিলেন; এর ফলে মহাদেবের উপর ক্রুদ্ধ হয়ে প্রজাপতি দক্ষ এই অভিসম্পাত দেন যে, শিব অন্যান্য দেবতার মতো যজ্ঞভাগের অধিকারী হবেন না।