নেপাল জাতীয় ক্রিকেট দল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩৪ নং লাইন:
 
== ইতিহাস ==
[[Rana dynasty|রাণা রাজবংশের]] আমলে নেপালে ক্রিকেট খেলার সূচনা ঘটে। ১৯২০-এর দশকে [[ইংল্যান্ড|ইংল্যান্ডে]] পড়াশোনা শেষে তাঁরাতারা দেশে ফিরে ক্রিকেট খেলার ন্যায় রাজকীয় [[ক্রীড়া|ক্রীড়ার]] প্রচলন ঘটায়। কেবলমাত্র অভিজাত সম্প্রদায়ের মাঝেই এ খেলা সীমাবদ্ধ রাখা হতো। ১৯৪৬ সালে নেপাল ক্রিকেট সংস্থা গঠিত হয়।<ref name="EWC" /> ১৯৫১ সালে নেপালী জনগণ রাণা পরিবারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করলে ক্রিকেট খেলা সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে। ১৯৬১ সালে নেপাল ক্রিকেট সংস্থা (সিএএন) জাতীয় ক্রীড়া সংস্থার অংশ হয়। এরফলে ক্রিকেটকে সমগ্র নেপালে ছড়িয়ে দেয়ার উদ্যোগী ভূমিকা নেয়া হয়। কিন্তু ১৯৮০-এর দশক পর্যন্ত [[রাজধানী]] [[কাঠমান্ডু]] এলাকাতেই সীমাবদ্ধ ছিল।<ref name="EWC" />
 
== আইসিসি সদস্যপদ ==
যোগাযোগ ও পরিবহন ব্যবস্থাপনার অবকাঠামো উন্নয়নের ফলে কাঠমান্ডুর বাইরে ১৯৮০-এর দশকে<ref name="EWC" /> ক্রিকেট খেলাকে বিস্তৃত করা হয়। ১৯৮৮ সালে নেপাল আইসিসি’র অন্যতম অনুমোদনপ্রাপ্ত সদস্য হিসেবে স্বীকৃতি পায়। ১৯৯০-এর শুরুতে আঞ্চলিক ও জেলা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বড় ধরণেরধরনের পরিকল্পনা নেয়া হয়। এছাড়াও বিদ্যালয়গুলোতে ক্রিকেটের প্রসারে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হয়।<ref name="EWC" />
 
১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ক্রিকেটের প্রতি আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এবং দলীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগের শৈথিল্যসহ আরও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবী জানানো হয়। এ প্রেক্ষিতে ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃপক্ষ নেপালকে সহযোগী সদস্যপদে অন্তর্ভুক্ত করা হয়।<ref name="CAP" /> একই বছর [[কুয়ালালামপুর|কুয়ালালামপুরে]] অনুষ্ঠিত এসিসি ট্রফি প্রতিযোগিতায় প্রথমবারের মতো জাতীয় দল অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডে ছয় দলের মধ্যে চতুর্থ স্থান দখল করে। [[ব্রুনাই জাতীয় ক্রিকেট দল|ব্রুনাই]] এবং [[জাপান জাতীয় ক্রিকেট দল|জাপান]] তাদের কাছে পরাজিত হয়।<ref name="ACC96">[http://www.cricketeurope4.net/CRICKETEUROPE/DATABASE/1996/TOURNAMENTS/ACCTROPHY/about.shtml 1996 ACC Trophy] at CricketEurope</ref>
৫১ নং লাইন:
== খেলোয়াড় ==
 
নিম্নোক্ত তালিকাটি নেপাল ক্রিকেট এসোসিয়েশনের সাথে ২০১৫ সালে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের একটি তালিকা। <ref name="Nepal confirm central contracts for players">{{citeসংবাদ newsউদ্ধৃতি |urlইউআরএল=http://www.espncricinfo.com/nepal/content/story/817675.html |titleশিরোনাম=Nepal confirm central contracts for players |publisherপ্রকাশক=ESPNcricinfo |accessdateসংগ্রহের-তারিখ=7 January 2015}}</ref>
 
এই তালিকাটিতে বিগত ১২ মাস যাবৎ নেপালের হয়ে খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকাটি ২০ জানুয়ারী ২০১৯ পর্যন্ত সঠিক।
৬৬ নং লাইন:
! ঘরোয়া দল
! চু/স্ত
! খেলার ধরণধরন
! শা/নং
|-