কুবের: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৬ নং লাইন:
}}
 
'''কুবের''' ({{lang-sa|कुबेर}}) বা কুবেরন হলেন ধনৈশ্বর্যের দেবতা এবং [[হিন্দু পুরাণ]] অনুসারে অর্ধদৈব [[যক্ষ]]দের ঈশ্বরসম রাজা৷<ref>{{citeবই bookউদ্ধৃতি|urlইউআরএল=https://books.google.com/books?id=qmUssUXUFFYC&pg=PA359 |titleশিরোনাম=The Poems of Sūradāsa|publisherপ্রকাশক=Abhinav publications|yearবছর=1999}}</ref> তিনি [[দিকপাল]] হিসাবে বিবেচিত হন এবং [[উত্তর দিক|উত্তর]]দিকের অধিষ্ঠাতা হিসাবে পূজিত হন৷ এছাড়া তিনি [[লোকপাল]] তথা জগতের সংরক্ষক হিসাবেও পূজিত হন৷ বিভিন্ন পৌরাণিক পুস্তকগুলি থেকে কুবেরকে একাধিক অর্ধদৈব শক্তির সংমিশ্রণ ও বিশ্বের সমস্ত ঐশ্বর্যের মালিক হিসাবে গণ্য করার উচ্চ প্রসংশনীয় বর্ণনা পাওয়া যায়৷ প্রায়শই কুবেরমূর্তি অলঙ্কারসজ্জিত স্থূলকায় দেহস্বরূপ ও একটি মুদ্রাপাত্র ও গদা নিয়ে থাকতে দেখা যায়৷
 
প্রাথমিকভাবে [[বেদ|বৈদিক]] যুগে উল্লিখিত অসুরকুলের একজন অন্যতম প্রধান চরিত্র হিসাবে কুবেরর কথা থাকলেও [[পুরাণ|পৌরাণিক]] যুগে ও হিন্দু [[মহাকাব্য]] রচনকালে তিনিই হয়ে ওঠেন ধন[[দেব]]তা৷ বিভিন্ন লিখিত প্রমাণ ও পুরাণে কুবেরকে [[স্বর্ণলঙ্কা|লঙ্কার]] রাজা হিসাবে বর্ণিত করা হয়, কিন্তু তিনি তার বৈমাত্রেয় ভ্রাতা [[রাবণ|রাবণের]] দ্বারা লঙ্কাপুরী থেকে বিতাড়িত হন৷ পরবর্তীকালে তিনি [[অলকাপুরী]]তে নিজের রাজত্ব স্থাপন করেন, যা বর্তমান [[শ্রীলঙ্কা]]র সিগিরিয়া অঞ্চলে অবস্থিত৷ বিভিন্ন ধর্মীয় পুস্তকে কুবেরর ধনৈশ্বর্য ও তার আড়ম্বরের কথা উল্লেখ করা রয়েছে৷
২৩ নং লাইন:
 
==কুবেরমূর্তি চিত্রশিল্প==
কুবেরকে মূলত বামনরূপে পদ্মপাতার বর্ণযুক্ত ও ভুঁড়িসহ চরিত্রচিত্রণ করা হয়ে থাকে৷ পৌরাণিক বর্ণনা অনুসারে তাঁরতার তিনটি পা, একটি চোখ ও মাত্র আটটি দাঁত রয়েছে, এছাড়া তাঁরতার মূর্তিকে অলঙ্কারভূষিত হয়ে থাকতেই দেখা যায়৷ অনেকসময় কুবেরমূর্তিকে এক পুরুষের ওপর অধিরোহিত অবস্থায় দেখা যায়৷<ref name="knapp"/><ref name = "Britannica"/> কুবেরের বিবরণে প্রতিবন্ধীত্ব স্বরূপ কমসংখ্যক দাঁত, তিনটি পা, তিনটি মাথা ও চারটি হাতের উল্লেখ পুরাণ-পরবর্তী সময়ে পাওয়া যায়৷<ref name = "H147">{{harvnb|Hopkins|1915|p=147}}</ref> কুবেরের এক হাতে [[গদা]], অপর হাতে [[বেদানা]] বা মুদ্রার থলি থাকতে দেখা যায়৷<ref name="knapp"/> তাঁরতার মূর্তিতে একগুচ্ছ অলঙ্কার পরিহিত অবস্থায় দেখা যায় এবং সঙ্গী হিসাবে [[বেজি|নকুল]] থাকতে দেখা যায়৷ তিব্বতে গুপ্তধনের তত্ত্বাবধায়ক [[নাগ (হিন্দু ধর্ম)|নাগদের]] ওপর কুবেরের বিজয় হিসাবে বেজিকে চিহ্নিত করা হয়৷<ref name = "Thomas"/> একারণে তিব্বতি বৌদ্ধধর্মে কুবেরের মূর্তির সাথে বাহনহিসাবে বেজির বর্ণনা দেওয়া হয়৷<ref name = "Britannica"/>
 
[[File:British Museum Ganesha Matrikas Kubera.jpg|thumb|১০৪৩ খ্রিস্টাব্দের [[প্রথম মহীপাল]]-এর ৪৩তম রাজ্যশাসন বর্ষপূরণ উপলক্ষ্যে তৈরী বামে [[গণেশ]] ও ডানে '''কুবের''' পরিবেষ্ঠিতা [[মাতৃকা]]মূর্তি, যা বর্তমানে [[ব্রিটিশ মিউজিয়াম|ব্রিটিশ মিউজিয়ামে]] সংরক্ষিত]]
 
[[বিষ্ণুধর্মোত্তর পুরাণ|বিষ্ণুধর্মোত্তর পুরাণে]] কুবেরকে ঐশ্বর্য, ধনসম্পদ ও [[অর্থশাস্ত্র (গ্রন্থ)|অর্থশাস্ত্র]] উভয়ের প্রতিরূপ হিসাবে বিবরণ দেওয়া হয়, যা পরবর্তীকালে কুবেরের মূর্তিকল্পেও প্রভাব ফেলে৷ বর্ণনানুসারে কুবেরের গাত্রবর্ণ পদ্মপাতার মতো৷ তিনি এক পুরুষের ওপর অধিরোহিত যা ধনহানিকে চিহ্নিত করে আবার তিনি অলঙ্কার ও স্বর্ণবস্ত্র পরিহিত, যা তাঁরতার ঐশ্বর্যের প্রতীক৷ তাঁরতার বামচক্ষু পীত বা হরিদ্রাবর্ণ৷ তিঁনি গাত্রবর্ম পরিহিত এবং বৃৃহদোদর অবধি স্বর্ণালঙ্কার ভূষিত৷ বিষ্ণুধর্মোত্তর পুরাণ মতে কুবেরের মুখ সামান্য বামদিকে হেলানো এবং সুস্পষ্ট দাড়ি ও গোঁফযুক্ত৷ তাঁরতার সামনের দিকে এগোনো চোয়াল ও দুটি বহিঃগজদন্ত তাঁরতার দানশীলতা ও প্রয়োজনে শিক্ষাদানের গুণটিকে নির্দেশ করে৷ বাম জঙ্ঘায় অধিষ্ঠিত তাঁরতার স্ত্রী ঋদ্ধি জীবনযাত্রার পথের প্রতিনিধিত্ব করেন৷ মূর্তিকল্পে ঋদ্ধিদেবীর বামহাত কুবেরের পৃষ্ঠদেশে এবং ডানহাতটি একটি রত্নপাত্র ধারণ করা অবস্থায় থাকে৷ প্রথাগত কুবের চতুর্ভুজ, তাহ একহাতে [[গদা]] রয়েছে, যা দণ্ডনীতি, প্রশাসন এবং বিচারব্যবস্থার প্রতীক৷ তার সম্মুখ বামহাতে একটি সিংহচিহ্ন রয়েছে যা ধনৈশ্বর্যের প্রতীক আবার পশ্চাদ বামহাতে রয়েছে শিবিক বা কুবেরাস্ত্র৷ একারণে তার বামহস্তজোড়কে শক্তিধারণ বলা হয়৷ কুবের [[নিধি]] পরিবেষ্ঠিত, কুবেরমূর্তির দুপাশে মানবরূপে মহাপদ্ম এবং শঙ্খ রয়েছে এবং তাদের হাতে তাদের স্বরূপ তথা [[পদ্ম]] ও [[শঙ্খ]]ও শোভা পায়৷ <ref name="prakash">{{citeবই bookউদ্ধৃতি|lastশেষাংশ=Prakash|firstপ্রথমাংশ=Om|editorসম্পাদক=Nagendra Kumar Singh|titleশিরোনাম=Encyclopaedia of Hinduism |yearবছর=2000|publisherপ্রকাশক=Anmol Publications PVT. LTD|isbnআইএসবিএন=81-7488-168-9|pagesপাতাসমূহ=41–4|chapterঅধ্যায়=Artha and Arthasastra in the Puranic Iconography and their symbolic implications|urlইউআরএল = https://books.google.com/books?id=UG9-HZ5icQ4C&pg=PA43&dq=kubera&cd=15#v=onepage&q=kubera|volumeখণ্ড = 31–45}}</ref>
 
[[অগ্নি পুরাণ]] মতে কুবেরকে মন্দিরে স্থাপিত করতে হলে অবশ্য কুবেরমূর্তিটি [[ছাগল]] বাহনে অধিষ্ঠিত হতে হবে ও মূর্তির হাতে [[গদা]] থাকা বাঞ্চনীয়৷<ref name = "Mani"/> মূর্তিকল্পের বদলে চিত্রকল্প হলে অবশ্যই চিত্রে স্বর্ণবর্ণের ব্যবহার ও একাধিক উজ্জ্বল বর্ণের প্রয়োগ থাকতে হবে৷<ref name="Alain"/> কিছু উৎস, বিশেষত [[জৈনধর্ম|জৈনধর্ম]] মতে কুবেরকে মাদকাসক্ত হিসাবে ফুটিয়ে তোলানোর জন্য তাঁরতার একটি হাতে উল্লেখযোগ্যভাবে অমিয়বদনার উপস্থিতি বর্ণনা করা হয়৷<ref>{{Harvnb|Sutherland|1991|p=65}}</ref>
 
==তথ্যসূত্র==