মেডুলা অবলংগাটা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
টেমপ্লেট
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১২ নং লাইন:
| Vein =
}}
'''মেডুলা অবলংগাটা''' বা মেডুলা হচ্ছে কাণ্ড আকৃতির একটি কাঠামো যা মস্তিষ্কের [[ব্রেইনস্টেম|ব্রেইনস্টেমের]] একটি অংশ। এটির অবস্থান [[লঘুমস্তিষ্ক|লঘুমস্তিষ্কের]] বাইরে কিন্তু নিচের দিকে। এটি কোণাকৃতির [[স্নায়ুকোষ]] সম্বলিত একটি অংশ যা বমি করা থেকে হাঁচি দেওয়া পর্যন্ত শরীরের [[স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র|স্বয়ংক্রিয়]] কাজকর্মের জন্য নিযুক্ত। মেডুলা [[হৃৎপিণ্ড]], [[শ্বসন]], বমি ও [[ভেসোমোটর|ভেসোমোটর]] কার্যক্রমের কেন্দ্র বা মূল চালিকাশক্তি যার কারণে এটি শ্বাস-প্রশ্বাস, হৃদ স্পন্দন, এবং [[রক্তচাপ]], ঘুমচক্রের মতো শরীরের স্বয়ংক্রিয় কার্যক্রম নিয়ন্ত্রণের কাজ করে।
 
ভ্রূণের বিকাশের সময় [[মাইএলেনসেফ্যালন]] থেকে মেডুলা অবলংগাটার বিকাশ ঘটে। মাইএলেনসেফ্যালন হচ্ছে একটি সেকেন্ডারি ভেসিকল যা [[রম্বেনসেফ্যালন]] যখন পরিপক্কতা লাভ করে তখন সৃষ্টি হয়। এটিকে [[পশ্চাৎমস্তিষ্ক]] হিসেবেও অভিহিত করা হয়।
 
প্রাচীন পরিভাষায় মেডুলা অবলংগাটাকে বাল্ব হিসেবেও অভিহিত করা হয়। এজন্য আধুনিক চিকিৎসাবিজ্ঞানে বালবার হিসেবে মেডুলা অবলংগাটা সংশ্লিষ্ট বিভিন্ন পরিভাষায় এই শব্দের ব্যবহার রয়ে গেছে (যেমন [[বালবার প্লেসি]] ব্যাধি)। বিশেষ করে মেডুলা অবলংগাটা সংশ্লিষ্ট বিভিন্ন চিকিৎসীয় অবস্থা বা ব্যাধির ক্ষেত্রে বালবার শব্দটি ব্যবহৃত হয়। মেডুলা অবলংগাটার সাথে যুক্ত বিভিন্ন [[স্নায়ু]] ও [[স্নায়ু নালী|স্নায়ু নালীকে]] নির্দেশ করতেও এই পরিভাষা ব্যবহৃত হয় এবং সেই সাথে [[জিহ্বা]], [[গলবিল]] এবং [[ল্যারিক্স|ল্যারিক্সের]] মতো [[স্নায়ু|স্নায়ু]] [[পেশী|পেশীগুলির]] পারিভাষিক নামকরণেও এর ব্যবহার রয়েছে।
 
== তথ্যসূত্র ==