সনাতন গোস্বামী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪ নং লাইন:
 
==জন্ম ও শৈশবকাল==
১৪৮৮ সালের অধুনা [[বাংলাদেশ| বাংলাদেশের]] [[যশোর জেলা| যশোর জেলাতে]] জন্ম গ্রহনগ্রহণ করেন সনাতন গোস্বামী। তার পিতার নাম ছিল মুকুন্দ, তিনি ছিলেন বাংলার [[সুলতান জালালুদ্দিন ফতে শাহ]] (রাজত্বকাল-১৪৮১-১৪৮৭) এর ব্যক্তিগত সচিব। সনাতন গোস্বামী ছিলেন মুকুন্দের জ্যেষ্ঠ সন্তান, তার ছোট ভাইয়েরা হলেন যথাক্রমে শ্রী রূপ গোস্বামী এবং শ্রী বল্লভ (অনুপম) গোস্বামী। রূপ গোস্বামীর ভাইপো শ্রীজীব গোস্বামী তার লঘু তোষণী গ্রন্থে ব্যাখ্যা করেছেন যে রূপ গোস্বামীর পরবর্তীরা হলেন ভরদ্বাজ গোত্রীয় (রাজশাহী) কেদারনাথ থেকে এসে তারা যশোরে বসবাস শুরু করেন।
আবার পাশাপাশি শ্রীল শ্রী ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ বিরচিত শ্রী [[নবদ্বীপ ধাম]] পরিক্রমাতে আমরা দেখতে পাই যে শ্রী রূপ, শ্রী সনাতন এবং তাদের ছোট ভাই শ্রী বল্লভ (অনুপম) তারা ছিলেন যজুর্বেদীয় ভরদ্বাজ গোত্রীয় [[ব্রাহ্মণ]], যাদের পূর্বপুরুষদের মনে করা হয় [[দক্ষিণ ভারত|দক্ষিণ ভারতের]] [[কর্ণাটক]] থেকে এসেছিলেন। বলা হয় সনাতন গোস্বামীর পূর্বনাম ছিল অমর এবং শ্রী রূপ গোস্বামীর পূর্বনাম ছিল সন্তোষ। সনাতন ও তার ভাই দুজনেই ততকালীন প্রথিতযশা ন্যায়শাস্ত্রবিদ বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের কাছে ন্যায় ও বেদান্তের পাঠ গ্রহণ করেছিলেন। তারা সার্বভৌমের ভ্রাতা মধসূদন বিদ্যাবাচস্প্তির কাছেও শিক্ষা গ্রহণ করেছিলেন। এই মধসূদন বিদ্যাবাচস্প্তির কাছেই সনাতন গোস্বামী অতি শৈশবেই দীক্ষা গ্রহণ করেছিলেন।