উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৫ নং লাইন:
==সাম্রাজ্যের উত্থান (১২৯৯-১৪৫৩)==
{{মূল নিবন্ধ|উসমানীয় সাম্রাজ্যের উত্থান}}
[[সেলজুক]] [[রুম সালতানাত|রুম সালতানাতের]] পতনের পর [[আনাতোলিয়া]] বেশ কিছু স্বাধীন রাজ্যে বিভক্ত হয়ে পড়ে যাদেরকে [[আনাতোলীয় বেইলিক|গাজি আমিরাত]] বলা হত। ১৩০০ সাল নাগাদ দুর্বল [[বাইজেন্টাইন সাম্রাজ্য]] তুর্কি অধ্যুষিত এই অঞ্চলের অধিকাংশ এলাকা হারায়। কয়েকটি আমিরাতের মাঝে পশ্চিম [[আনাতোলিয়া]]র একটি আমিরাত ছিল [[আরতুগ্রুল|আরতুগ্রুল গাজীর]] পুত্র [[প্রথম উসমান|প্রথম উসমানের]]।<ref name="Osmanli700">{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=The Sultans: Osman Gazi |ইউআরএল=http://www.theottomans.org/english/family/osman.asp |প্রকাশক=TheOttomans.org |সংগ্রহের-তারিখ=13 December 2010}}</ref> তারা নামানুসারেই এই সাম্রাজ্যকে [[উসমানীয় সাম্রাজ্য]] বা [[অটোমান সাম্রাজ্য]] বলা হয়।"উসমানের স্বপ্ন" নামের একটি কিংবদন্তীর কথা বলা হয়ে থাকে যার মাধ্যমে তরুণ [[প্রথম উসমান|উসমান]] পরবর্তীতে একটি সাম্রাজ্য তৈরি করার জন্য অনুপ্রাণিত হয়েছিল<ref name=kin24>Lord Kinross, ''The Ottoman Centuries'' (Morrow Quill Publishers: New York, 1977) p. 24.</ref>(তার স্বপ্ন অনুসারে, সাম্রাজ্য ছিল একটি বড় গাছ যার শিকড় তিনটি মহাদেশের মধ্যে ছড়িয়ে পড়ে এবং যার শাখাগুলি আকাশকে আচ্ছাদিত করেছিল)। তাঁরতার স্বপ্নমতে, [[প্রথম উসমান|উসমানের]] সাম্রাজ্যটি ছিল সেই গাছ, যার শিকড় থেকে চারটি নদী-[[দজলা|টাইগ্রিস]], [[ফোরাত|ইউফ্রেটিস]], [[নীলনদ|নীল]] এবং [[দানিউব নদী|দানিউব]] জারি করেছিল।<ref name=kin24 /> উপরন্তু, গাছটি চারটি পর্বতশ্রেণী, [[ককেসাস]], [[তোরোস পর্বতমালা|তোরোস]], [[এটলাস পর্বতমালা|এটলাস]] এবং [[বলকান পর্বতমালা|বলকান]] রেঞ্জকে ছায়ায় আচ্ছাদিত করেছে।<ref name=kin24 /> সুলতান হিসাবে তাঁরতার রাজত্বকালে, [[প্রথম উসমান|উসমান]] [[বাইজেন্টাইন সাম্রাজ্য|বাইজেন্টাইন সাম্রাজ্যের]] প্রান্ত পর্যন্ত তুর্কি বসতির সীমানা বিস্তৃত করেন।
 
এই সময়ের মধ্যে, একটি আনুষ্ঠানিক [[উসমানীয় সাম্রাজ্যের রাজ্য সংগঠন|উসমানীয় সরকার]] তৈরি হয়েছিল যার প্রতিষ্ঠানগুলি সাম্রাজ্যের জীবনের উপর ব্যাপকভাবে পরিবর্তিত হবে।
 
[[প্রথম উসমান|উসমানের]] মৃত্যুর পরের শতাব্দীতে, [[অটোমান সাম্রাজ্য|অটোমান]] শাসন পূর্ব ভূমধ্যসাগর ও বলকান এলাকাগুলিতে বিস্তৃত হতে শুরু করে। [[প্রথম উসমান|উসমানের]] ছেলে [[প্রথম ওরহান|ওরহান]] ১৩২৬ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে [[বুরসা]] শহর দখল করেন এবং এটি [[অটোমান সাম্রাজ্য|অটোমান]] রাষ্ট্রের নতুন রাজধানী তৈরি করেন। [[বুরসা]]র পতনের অর্থ উত্তর-পশ্চিম [[আনাতোলিয়া]]য় [[বাইজেন্টাইন সাম্রাজ্য|বাইজেন্টাইন]] নিয়ন্ত্রণ হারায়।
 
১৩৮৭ সালে [[ভেনিস প্রজাতন্ত্র|ভেনিসিয়ানদের]] কাছ থেকে গুরুত্বপূর্ণ শহর [[সেলোনিকা]] জয় করে নেয়া হয়। ১৩৮৯ সালে [[কসোভোর যুদ্ধ|কসোভো জয়]] করার পর অত্র অঞ্চলে [[সার্বিয়ান সাম্রাজ্যের পতন|সার্বিয়ান শক্তির সমাপ্তি]] ঘটে ফলে ইউরোপের দিকে উসমানীয়দের অগ্রযাত্রা সহজ হয়।<ref>{{বই উদ্ধৃতি|লেখক=Robert Elsie|শিরোনাম=Historical Dictionary of Kosova|ইউআরএল=http://books.google.com/books?id=Fnbw1wsacSAC&pg=PA95|বছর=2004|প্রকাশক=Scarecrow Press|পাতাসমূহ=95–96|আইএসবিএন=9780810853096}}</ref> ১৩৯৬ সালে [[নিকোপোলিসের যুদ্ধ]]কে মধ্যযুগের শেষ ব্যাপকভিত্তিক [[ক্রুসেড]] হিসেবে দেখা হয়। এই যুদ্ধে উসমানীয়রা জয়ী হয়েছিল।<ref>{{বই উদ্ধৃতি|লেখক=David Nicolle|শিরোনাম=Nicopolis 1396: The Last Crusade|ইউআরএল=http://books.google.com/books?id=_hUst0z-oEQC|বছর=1999|প্রকাশক=Osprey Publishing|আইএসবিএন=9781855329188}}</ref> বলকানে তুর্কিদের অগ্রযাত্রার সাথে [[কনস্টান্টিনোপল অবরোধ|কনস্টান্টিনোপল জয়]] করা কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠে। [[কনস্টান্টিনোপল|কনস্টান্টিনোপলের]] চতুর্পাশ্বের সকল এলাকা এসময় উসমানীয়রা নিয়ন্ত্রণ করত, যেগুলো ছিল সাবেক [[বাইজেন্টাইন সাম্রাজ্য|বাইজেন্টাইন]] এলাকা। তুর্কি-মঙ্গোলিয়ান সুলতান [[তৈমুর]] আনাতোলিয়া আক্রমণ করলে বাইজেন্টাইনরা সাময়িকভাবে উসমানীয়দের হাত থেকে রেহাই পায়। ১৪০২ সালে [[আঙ্কারার যুদ্ধ|আঙ্কারার যুদ্ধে]] [[তৈমুর লং]] উসমানীয়দের পরাজিত করেন এবং সুলতান [[প্রথম বায়েজিদ|প্রথম বায়েজিদকে]] বন্দী করা হয়। ফলে সাম্রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। [[প্রথম বায়েজিদ|বায়েজিদের]] সন্তানরা উত্তরাধিকার দাবি করলে ফলশ্রুতিতে সৃষ্ট গৃহযুদ্ধ ১৪০২ থেকে ১৪১৩ সাল পর্যন্ত স্থায়ী হয়। শেষপর্যন্ত [[প্রথম মুহাম্মদ (উসমানীয় সুলতান)|প্রথম মুহাম্মদ]] সুলতান হন এবং [[উসমানীয় সাম্রাজ্য|উসমানীয়দের]] ক্ষমতা পুনপ্রতিষ্ঠিত করেন।<ref>{{বই উদ্ধৃতি|লেখক১=Gábor Ágoston|লেখক২=Bruce Alan Masters|শিরোনাম=Encyclopedia of the Ottoman Empire|ইউআরএল=http://books.google.com/books?id=QjzYdCxumFcC&pg=PA363|বছর=2009|প্রকাশক=Infobase Publishing|পাতা=363|আইএসবিএন=9781438110257}}</ref>
২২ নং লাইন:
১৪০২ সালে বলকানে কিছু এলাকা যেমন [[সেলোনিকা]], [[মেসিডোনিয়া]] ও [[কসোভো]] উসমানীয়দের হাতছাড়া হয়। তবে সুলতান [[দ্বিতীয় মুরাদ]] ১৪৩০ এর দশক থেকে ১৪৫০ এর দশকের মধ্যে তা পুনরুদ্ধার করেন। ১৪৪৪ সালের ১০ নভেম্বর তিনি [[পোল্যান্ড|পোল্যান্ডের]] তৃতীয় লাডিস্লো ও জন হানয়াডির অধীন [[হাঙ্গেরি|হাঙ্গেরিয়ান]], [[পোল্যান্ড|পোলিশ]] ও ওয়ালিচিয়ান বাহিনীকে [[ভারনার যুদ্ধ|ভারনার যুদ্ধে]] পরাজিত করেন। এটি [[ভারনার ক্রুসেড|ভারনার ক্রুসেডের]] শেষ যুদ্ধ। তবে আলবেনীয়রা স্কেনডারবার্গের অধীনে প্রতিরোধ অব্যাহত রাখে।<ref>Bodnar, Edward W. ''Ciriaco d'Ancona e la crociata di Varna, nuove prospettive''. ''Il Veltro'' 27, nos. 1–2 (1983): 235–51</ref><ref>Halecki, Oscar, ''The Crusade of Varna''. New York, 1943</ref> চার বছর পর, তুর্কিদের উপর আক্রমণ করার জন্য জন হানয়াডি হাঙ্গেরিয়ান ও ওয়ালাচিয়ানদের আরেকটি বাহিনী প্রস্তুত করেন তবে ১৪৪৮ সালে [[কসোভোর যুদ্ধ (১৪৪৮)|কসোভোর দ্বিতীয় যুদ্ধে]] তিনি পরাজিত হন।<ref>{{বই উদ্ধৃতি|লেখক১=Mesut Uyar|লেখক২=Edward J. Erickson|শিরোনাম=A Military History of the Ottomans: From Osman to Atatürk|ইউআরএল=http://books.google.com/books?id=JgfNBKHG7S8C&pg=PA29|বছর=2009|প্রকাশক=ABC-CLIO|পাতা=29|আইএসবিএন=9780275988760}}</ref>
 
[[দ্বিতীয় মুহাম্মদ (উসমানীয় সুলতান)|দ্বিতীয় মুহাম্মদ]], রাষ্ট্র ও সামরিক বাহিনী পুনর্গঠন করেন এবং মাত্র ২১ বছর বয়সে ১৪৫৩ সালের সালের ২৯শে মে [[কনস্টান্টিনোপল]] দখল করে তাঁরতার সামরিক দক্ষতা প্রদর্শন করেন।
 
==সাম্রাজ্যের বিস্তৃতি ও সর্বোচ্চ পর্যায় (১৫৫০-১৭০০)==
৩৪ নং লাইন:
[[Image:Zonaro GatesofConst.jpg|thumb|[[কনস্টান্টিনোপল বিজয়]] (১৪৫৩)]]
[[Image:Gentile Bellini 003.jpg|thumb|left|200px|[[দ্বিতীয় মুহাম্মদ (উসমানীয় সুলতান)|দ্বিতীয় মুহাম্মদ]] কর্তৃক [[কনস্টান্টিনোপল বিজয়]] (১৪৫৩) এবং [[বাইজেন্টাইন সাম্রাজ্য|বাইজেন্টাইন সাম্রাজ্যের]] পতন]]
১৪৫৩ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে [[দ্বিতীয় মুহাম্মদ (উসমানীয় সুলতান)|দ্বিতীয় মুহাম্মদ]] দ্বারা [[কনস্টান্টিনোপল|কনস্টান্টিনোপলে]] অটোমান বিজয়ের ফলে দক্ষিণ-পূর্ব ইউরোপ এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সর্বাধিক ক্ষমতা ছিল [[উসমানীয় সাম্রাজ্যের]]। [[কনস্টান্টিনোপল বিজয়|কনস্টান্টিনোপল বিজয়ের]] পর [[দ্বিতীয় মুহাম্মদ (উসমানীয় সুলতান)|মুহাম্মদ]] অর্থোডক্স চার্চ প্রধানের সাথে দেখা করে উসমানীয়দের প্রতি আনুগত্যের বিনিময়ে [[ইস্টার্ন অর্থোডক্স চার্চ|ইস্টার্ন অর্থোডক্স চার্চকে]] তার কার্যক্রম চালু রাখার অনুমতি দেয়া হয়।<ref name="books.google">{{বই উদ্ধৃতি|শেষাংশ=Stone|প্রথমাংশ=Norman|সম্পাদক=Mark Erickson, Ljubica Erickson|শিরোনাম=Russia War, Peace And Diplomacy: Essays in Honour of John Erickson|ইউআরএল=http://books.google.com/books?id=xM9wQgAACAAJ|সংগ্রহের-তারিখ=11 February 2013|বছর=2005|প্রকাশক=Weidenfeld & Nicolson|আইএসবিএন=978-0-297-84913-1|পাতা=94|অধ্যায়=Turkey in the Russian Mirror}}</ref> পশ্চিম ইউরোপের রাজ্যগুলোর সাথে [[বাইজেন্টাইন সাম্রাজ্য|বাইজেন্টাইনদের]] সম্পর্ক খারাপ ছিল বিধায় অধিকাংশ অর্থোডক্স জনগণ ভেনেসিয়ানদের পরিবর্তে উসমানীয়দের অধীনে থাকাকে সুবিধাজনক মনে করে।<ref name="books.google" />
 
১৪৫৩ সালে [[কনস্টান্টিনোপল]]কে উসমানীয় সাম্রাজ্যের রাজধানী বানিয়ে [[দ্বিতীয় মুহাম্মদ (উসমানীয় সুলতান)|দ্বিতীয় মুহাম্মদ]] সুলতান-ই-রুম(আক্ষরিক অর্থে রোমের সম্রাট) উপাধি ধারণ করেন। এই দাবিকে বাস্তবে রুপদানের জন্য সাবেক [[রোমান সাম্রাজ্য|রোমান সাম্রাজ্যের]] পশ্চিমের রাজধানী [[রোম]]কে বিজয় করার উদ্দেশ্যে প্রচারণা শুরু করেন। তার এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি অনেক বছর অতিবাহিত [[অ্যাড্রিয়াটিক সাগর]] এর সুরক্ষিত অবস্থানের উপর যেমন [[আলবেনীয় ভেনেটা]], এবং তারপর অব্যাহত রাখেন ২৮ জুলাই ১৪৮০ তে [[অটরান্টোতে অটোমান আক্রমণ]] এবং [[এপুলিয়া]]। তুর্কিরা প্রায় এক বছরের মত [[অটরান্টো]] ও এর আশেপাশের এলাকায় অবস্থান করে, কিন্তু ৩ মে ১৪৮১ তে [[দ্বিতীয় মুহাম্মদ (উসমানীয় সুলতান)|দ্বিতীয় মুহাম্মদ]] এর মৃত্যুর পর নতুন সৈন্যদল দ্বারা ইতালীয় উপদ্বীপে আরও ভেতরে আক্রমণ করার পরিকল্পনা বাতিল করা হয় এবং অবশিষ্ট অটোমান বাহিনী পূর্ব [[অ্যাড্রিয়াটিক সাগর]] এ ফিরে আসে।