বড়দিদি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎তথ্যসূত্র: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৭ নং লাইন:
== প্রকাশের ইতিহাস ==
{{উইকিসংকলন|বড়দিদি}}
কলেজ ত্যাগ করার পর [[শরৎচন্দ্র চট্টোপাধ্যায়]] [[ভাগলপুর]] শহরের খঞ্জরপুর পল্লীতে তাঁরতার প্রতিবেশী বিভূতিভূষণ ভট্টের বাড়িতে একটি সাহিত্যসভার আয়োজন করেছিলেন। এই সময় তিনি বেশ কিছু গল্প-উপন্যাস রচনা করেন, যেগুলি বিভূতিভূষণ ভট্টের বাড়িতে থাকত। [[শরৎচন্দ্র চট্টোপাধ্যায়|শরৎচন্দ্রের]] বাল্যবন্ধু সাহিত্যিক [[সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়]] [[ভাগলপুর]] থেকে [[কলকাতা]] ফিরে যাওয়ার সময় [[শরৎচন্দ্র চট্টোপাধ্যায়|শরৎচন্দ্রের]] অনুমতিতে সেই পাণ্ডুলিপিগুলি নিয়ে যান। পরে এই খাতাগুলি বিভূতিভূষণ ভট্টকে ফেরত পাঠিয়ে দেওয়ার সময় তিনি বড়দিদি উপন্যাসটি টুকে নিয়ে একটি কপি নিজের কাছে রাখেন। ১৩১৪ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে [[ভারতী]] পত্রিকার সম্পাদিকা [[সরলা দেবী]] [[লাহোর]] থেকে [[কলকাতা]] ফিরে পত্রিকার ভার [[সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়|সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের]] ওপর অর্পণ করেন। তাঁরতার আগ্রহে বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় সংখ্যায় তিন ভাগে বড়দিদি প্রকাশিত হয়। প্রথম দুই সংখ্যায় লেখক হিসেবে [[শরৎচন্দ্র চট্টোপাধ্যায়|শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের]] নাম ঊহ্য রাখা হলে এই লেখা [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথ ঠাকুরের]] কি না তা নিয়ে বিভ্রান্তি তৈরী হয়। আষাঢ় সংখ্যায় বড়দিদির লেখক হিসেবে [[শরৎচন্দ্র চট্টোপাধ্যায়|শরৎচন্দ্রের]] নাম প্রকাশ করা হয়। ১৯১৩ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে যমুনা পত্রিকার সম্পাদক ফণীন্দ্রনাথ পাল [[শরৎচন্দ্র চট্টোপাধ্যায়|শরৎচন্দ্রের]] নিষেধ সত্ত্বেও এই উপন্যাস পুস্তকাকারে প্রকাশ করেন। <ref>শরৎ রচনাবলী, জন্মশতবার্ষিকী সংস্করণ-প্রথম ভাগ, প্রথম প্রকাশ- ১২ ভাদ্র, ১৩৮২ বঙ্গাব্দ, পুনর্মুদ্রণ কার্তিক ১৪০০, প্রকাশক- নাথ পাবলিনশিং -কলিকাতা, সম্পাদক- শৈলেন্দ্রনাথ গুহ রায় পৃষ্ঠা-৫৮৪-৫৮৬।</ref>
 
==তথ্যসূত্র==