মঙ্গোলিয়া ও তিব্বত সরকারের মধ্যে মৈত্রী চুক্তি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩ নং লাইন:
 
== প্রেক্ষাপট==
১৯১১ খ্রিষ্টাব্দে [[চিং রাজবংশ|চিং সাম্রাজ্যের]] পতনের পরে [[তিব্বত]] ও [[মঙ্গোলিয়া]] ধর্মীয় রাষ্ট্রপ্রধানের শাসনাধীনে থেকে আনুষ্ঠানিকভাবে তাঁদেরতাদের স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু উভয় দেশই নবগঠিত চীন সরকারের নিকট হতে স্বীকৃতি পেতে ব্যর্থ হয়। ১৯১৩ খ্রিষ্টাব্দের ১১ই জানুয়ারি একটি চুক্তির মাধ্যমে [[তিব্বত]] ও [[মঙ্গোলিয়া]] পরস্পরকে স্বীকৃতি প্রদান করে এবং মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়। এই চুক্তির ফলে উভয় দেশ অভ্যন্তরীণ ও বৈদেশিক সত্রুর বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করা এবং পরস্পরের মধ্যে মুক্ত ব্যবসা বাণিজ্যের জন্য অঙ্গীকারবদ্ধ হয়।<ref name="tuva.asia">[http://www.tuva.asia/lib/books_regions/5155-kuzmin1.html Kuzmin, S.L. The Treaty of 1913 between Mongolia and Tibet: new data. - Oriens (Moscow, Russian Academy of Sciences), no 4, 2011, pp. 122—128]</ref> [[মঙ্গোলিয়া|মঙ্গোলিয়ার]] পক্ষ থেকে বৈদেশিক মন্ত্রী দা লামা রাব্দান এবং সেনাবাহিনীর প্রধান [[মনলইবাটর ডামডিনসূরেন]] এবং [[তিব্বত|তিব্বতের]] পক্ষ থেকে [[আগভান দোর্জিয়েভ]], ঙ্গাগ-দ্বাং-ছোস-দ্ব্যিংস ({{bo|w=ngag dbang chos dbings}}), য়ে-শেস-র্গ্যা-ম্ত্শো ({{bo|w=ye shes rgya mtsho}}) এবং দ্গে'-দুন-স্কাল-ব্জাং ({{bo|w=dge' dun skal bzang}}) এই চুক্তিতে স্বাক্ষর করেন।
 
==বৈধতা==
১৯১২ খ্রিষ্টাব্দে [[রাশিয়া]] ও [[মঙ্গোলিয়া|মঙ্গোলিয়ার]] মধ্যে একটি চুক্তিতে [[মঙ্গোলিয়া|মঙ্গোলিয়াকে]] স্বাধীন রাষ্ট্র রূপে স্বীকৃতি প্রদান করা হয়। ১৯১৩ খ্রিষ্টাব্দে [[আগভান দোর্জিয়েভ|দোর্জিয়েভ]] [[উলানবাটর|উর্গা]] শহরে উপস্থিত রুশ প্রতিনিধি ই. ইয়া. কোরোস্তোভেৎসের সঙ্গে সাক্ষাত করে জানান যে, তিব্বত সরকার [[মঙ্গোলিয়া]] ও রাশিয়ার সাথে চুক্তি সম্পাদনায় আগ্রহী। কোরোস্তোভেৎস তাঁকেতাকে জানান, সদ্য স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃত মঙ্গোলিয়ার সঙ্গে তিব্বতের চুক্তির ব্যাপারে রাশিয়ার কোন আপত্তি নেই, কিন্তু রাশিয়ার সঙ্গে চুক্তির ব্যাপারে তাঁরতার আপত্তি রয়েছে।<ref>Korostovets, I.Ya. Девять месяцев в Монголии. Дневник русского уполномоченного в Монголии. Август 1912 — май 1913 гг. (Nine months in Mongolia. A diary of Russian plenipotentiary in Mongolia. August 1912 - May 1913.) Ulaanbaatar, Admon publisher, 2011, p. 198 {{ru icon}}</ref>
 
[[আগভান দোর্জিয়েভ|আগভান দোর্জিয়েভকে]] এই ধরণেরধরনের গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষরের ব্যাপারে দায়িত্ব দেওয়ার কথা [[ত্রয়োদশ দলাই লামা]] অস্বীকার করলে এই চুক্তির বৈধতা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়,<ref name="bell">Bell, Charles, ''Tibet Past and Present'', 1924, pp 150f, 228f, 304f.</ref> যদিও পরবর্তীকালে [[চতুর্দশ দলাই লামা]] এই চুক্তি সম্বন্ধে তাঁরতার বইয়ে উল্লেখ করেন যে, চুক্তিটি [[ত্রয়োদশ দলাই লামা|ত্রয়োদশ দলাই লামার]] স্বীকৃতিতেই স্বাক্ষরিত হয়েছিল।<ref>Dalai Lama, ''My Land and My People'', New York, 1962</ref> একজন রুশ নাগরিক হওয়ার সুবাদে [[আগভান দোর্জিয়েভ|দোর্জিয়েভ]] তিব্বতের প্রতিনিধি হিসেবে এই ধরণেরধরনের চুক্তি করতে পারেন না বলে রুশ সরকার নিজেদের অবস্থান জানায়। যাই হোক, এই চুক্তির পরেও তিব্বত ও মঙ্গোলিয়ার স্বাধীনতা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি লাভ করতে অসমর্থ হয়। এই চুক্তির সংবাদ ছড়িয়ে পড়তে [[সিমলা চুক্তি, ১৯১৪|সিমলার সভায়]] উপস্থিত ব্রিটিশদের প্রতিনিধিদের মধ্যে সন্দেহের সৃষ্টি করে যে, রাশিয়া এই চুক্তির সুযোগ নিয়ে তিব্বতে নিজেদের প্রভাব বিস্তার করবে।<ref name="bell"/>
 
==তথ্যসূত্র ==