বৃষ (তারকামণ্ডল): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩৫ নং লাইন:
== গুরুত্বপূর্ণ গভীর আকাশের বস্তুসমূহ ==
=== তারাসমূহ ===
কালপুরুষের কোমর বন্ধনী উপররের দিকে বাড়িয়ে দিলে তা একটি বড় তারার পাশ দিয়ে যায়। এই তারাটি [[আর্দ্রা]] নামক তারার ৯° উত্তরে এবং ১৫° পশ্চিমে অবস্থিত। এটিই বৃষ রাশির প্রথম তারা যার নাম [[আলফা-টরি]]। এর বাংলা নাম [[রোহিণী]]। এই তারাটি নক্ষত্রের একটি [[যোগতারা]] তথা প্রধান তারা। এজন্যই এর এ ধরণেরধরনের নামকরণ করা হয়েছে। পাশ্চাত্য জগতে একে [[আলদিবরণ]] নামে ডাকা হয়। [[আরবি ভাষা|আরবি ভাষায়]] এর নাম ''আলদাবরান'' যার অর্থ ''যে তাড়া করে''। আলফা-টরি পশ্চিমে [[কৃত্তিকা নক্ষত্র]] অবস্থিত যার আরবি নাম ''সুরাইয়া''। সুরাইয়াকে তাড়া করে তথা এর পিছনে পিছনে যায় বলেই এর এই নাম রাখা হয়েছে।
 
আলফা-টরির পাশে ছোট ছোট কয়েকটি তারা মিলে একটি [[তারা স্তবক]] সৃষ্টি করেছে। এটি একটি [[মুক্ত স্তবক]]। একেই [[রোহিণী নক্ষত্র]] বলা হয়। পাশ্চাত্য জগতে এর নাম Hyades। এই নক্ষত্রের তারাগুলো এবং আলফা-টরি মিলে একটি V-আকৃতি গঠন করে যা দ্বারা বৃষ রাশির প্রতীকী [[ষাঁড়|ষাঁড়ের]] মুখ কল্পনা করা হয়। আলফা-টরি এই মুখের দক্ষিণ চোখ। এ হিসেবে বৃষের মুখ ও চোখ কিন্তু পৃথিবী থেকে সমান দূরে থাকার কথা। কিন্তু প্রকৃতপক্ষে মুখ গঠনকারী তারা স্তবকের ছোট ছোট তারাগুলো থেকে আলফা-টরি প্রায় ৩৭ [[আলোকবর্ষ]] দূরে অবস্থিত। অর্থাৎ রোহিণী নক্ষত্রের তারাগুলোর সাথে [[রোহিণী তারা|রোহিণী তারার]] (আলফা-টরির অপর নাম) কোন সম্পর্ক নেই। পৃথিবী থেকে কেবল এগুলোকে আমাদের একই দৃষ্টিরেখায় অবস্থিত বলে মনে হয়। এই আলফা-টরিকে বাদ দিলেও মুখের তারাগুলো প্রায় ৫৪ আলোকবর্ষ পরিমাণ স্থান অধিকার করে আছে। এই তারাগুলো সূর্য থেকে প্রতি সেকেন্ডে ২৮.৬ মাইল বেগে দূরে সরে যাচ্ছে। মুখে অবস্থিত তারাগুলোর এই গুচ্ছের কেন্দ্র আমাদের থেকে ১৩০ আলোকবর্ষ দূরে অবস্থিত। বৃষ রাশিচক্রের মধ্যে আলফা-টরি সবচেয়ে উজ্জ্বল তারা। এর ব্যাস সূর্যের ব্যাসের প্রায় ৪০ গুণ বেশী। এর কাছাকাছি আরও তিনটি তারা রয়েছে যেগুলো অন্য মণ্ডলে অবস্থিত। এগুলো হল [[মঘা]] (Regulus), [[জ্যেষ্ঠা]] (Antares) এবং [[মৎস্যমুখ]] (Fomalhaut)। এই তিনটি এবং আলফা-টরি তথা আলদিবরণ; এই চারটি তারাকে একসাথে [[রাজকীয় তারা]] (Royal stars) বলা হয়।