গোবিন্দচরণ কর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
'''গোবিন্দচরণ কর''' ({{lang-en|Govindacharan Kar}}) (বিংশ শতাব্দী) ছিলেন [[ভারতীয় উপমহাদেশ|ভারতীয় উপমহাদেশের]] [[ভারতের স্বাধীনতা আন্দোলন|ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের]] একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী। তিনি ছাত্রাবস্থায় বিপ্লবী দলে যোগ দেন। তাঁরতার জন্ম [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[ঢাকা|ঢাকায়]]। [[প্রথম বিশ্বযুদ্ধ|প্রথম বিশ্বযুদ্ধের]] সময় তিনি আত্মগোপন করেন।<ref name="সংসদ">সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, ''সংসদ বাঙালি চরিতাভিধান'', প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, দ্বিতীয় মুদ্রণ, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ২০১, {{আইএসবিএন|978-81-7955-135-6}}</ref>
 
==সিরাজগঞ্জ খণ্ডযুদ্ধ==
৫ নং লাইন:
 
==সিরাজগঞ্জ খণ্ডযুদ্ধের মামলায় সাজা ও মুক্তি==
সিরাজগঞ্জ খণ্ডযুদ্ধের মামলায় গোবিন্দচরণ করের ৮ বছর দ্বীপান্তর দণ্ড হয়। তাঁরতার বুকের ও হাতের মধ্যে প্রবিষ্ট গুলি বের না করেই তাঁকেতাকে [[আন্দামান দ্বীপপুঞ্জ|আন্দামান]] [[সেলুলার জেল|সেলুলার জেলে]] পাঠানো হয়। গুরুতর অসুস্থ অবস্থায় ১৯২০ সনে মুক্তি পান এবং পুনরায় বিপ্লবী কর্মে লিপ্ত হন। যোগেষ চ্যাটার্জি গ্রেপ্তার হবার পর ১৯২৫ সনে বাংলা ও [[উত্তরপ্রদেশ|উত্তরপ্রদেশে]] যোগাযোগ রাখার জন্য দলের নির্দেশে উত্তরপ্রদেশে আসেন। [[কাকোরি বিপ্লব|কাকোরি ষড়যন্ত্র মামলায়]] তিনি ধরা পড়েন এবং বিচারে ১০ বছরের দ্বীপান্তরিত কারাদণ্ডে দণ্ডিত হন। মুক্তিলাভের পর কলকাতায় বাস করছিলেন। এসময় ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গা আরম্ভ হলে বিমানযোগে ঢাকা যাত্রা করেন। বিমানটি সেখানে অবতরণমাত্র তিনি আক্রান্ত হন। মোট ২২টি ছুরিকাঘাত হলেও কোনোরকমে তখনকার মতো প্রাণে বেঁচে যান। কিন্তু সম্পূর্ণ সুস্থ হননি। কয়েক বছরের মধ্যেই তাঁরতার মৃত্যু হয়।<ref name="সংসদ"/>
 
==তথ্যসূত্র==