লিওন ত্রোত্‌স্কি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎জীবনী: তথ্যসূত্র
৪৭ নং লাইন:
ত্রোত্‌স্কির জন্ম ১৮৭৯ সালের ৭ নভেম্বর (মতান্তরে ২৬ অক্টোবর)। জন্মের সময় নাম ছিল '''লিয়েভ দাভিদেভিচ ব্রোনষ্টেইন'''। বাবার নাম দাভিদ ব্রোনষ্টাইন; মায়ের নাম আন্না ব্রোনষ্টাইন। ট্রটস্কির বাবা পোলটাভাতে (Poltava) বাস করতেন এবং পরে ইহুদি সম্প্রদায়ের লোকেরা হওয়ায় পরে বেরেসলাভকায় (Bereslavka) চলে যান।সেই অঞ্চলে বাস করত বিশাল ইহুদি সম্প্রদায়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://focus.ua/news/9045/|শিরোনাম=Наш Троцкий - ФОКУС|ওয়েবসাইট=ФОКУС|ভাষা=Ukrainian|সংগ্রহের-তারিখ=26 June 2017|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20170817203621/https://focus.ua/news/9045/|আর্কাইভের-তারিখ=17 August 2017|url-status=live|df=dmy-all}}</ref><ref name=":0">{{বই উদ্ধৃতি|শেষাংশ=Deutscher|প্রথমাংশ=Isaac|শিরোনাম=The Prophet Armed Trotsky: 1879–1921|বছর=1970|প্রকাশক=Oxford University Press|আইএসবিএন=978-0-19-281064-9|পাতাসমূহ=6–7|লেখক-সংযোগ=Isaac Deutscher|ইউআরএল=https://archive.org/details/prophetarmedtrot00deut}}</ref>
 
১৮৮৭ সালে ওডেসা হাই স্কুলে পড়েন। ১৮৯৬ সালে নিকোলায়েভের স্কুলে যান। এইসময় ১৮৯৭ সালে গ্রেফতার ও কারারুদ্ধ হন।<ref name=":4">chapter XVII of his autobiography, [http://www.marxists.org/archive/trotsky/works/1930-lif/ch07.htm ''My Life''] {{Webarchive|url=https://web.archive.org/web/20051119141154/http://www.marxists.org/archive/trotsky/works/1930-lif/ch07.htm |date=19 November 2005 }}, Marxist Internet Archive</ref> সাইবেরিয়ায় নির্বাসনে যাওয়ার পথে আলেক্সান্দ্রা সেকোল্ভস্কায়া নামে এক সহযাত্রী যুবতীকে। এই দম্পতির দুই কন্যাসন্তান হয়। দু বছর নির্বাসনে থাকার পর তিনি পালাতে সক্ষম হন এবং ১৯০২ সালে লন্ডন গমন করেন। এইসময় '''ত্রোত্‌স্কি''' নাম ধারণ করেন। রুশ মজুর গণতন্ত্রী দলের সদস্য হন। এই সময় লেনিনের সাথে পরিচিত হন। [[ইস্ক্রা|ইস্ক্রা পত্রিকা]] সম্পাদনা করেন। ১৯০৩ সালে নাতালিয়া সেডোভা নামে এক মহিলাকে বিয়ে করেন। এই দাম্পত্য জীবনে লেভ ও সেরগেই নামে দুই পুত্রসন্তানের জন্ম হয়। ১৯০৫ সালে আবার রাশিয়ায় ফিরে আসেন। ১৯০৫ সালের সশস্ত্র অভ্যুত্থানে অংশগ্রহণের অপরাধে পুনরায় গ্রেফতার ও কারাবাস। ১৯০৭ সালের বিচারে সাইবেরিয়ায় নির্বাসন দণ্ড। নির্বাসন থেকে পালিয়ে তিনি ভিয়েনায় গমন করেন। ১৯১২-১৩ সাল অবধি [[বল্কান যুদ্ধ|বল্কান যুদ্ধে]] সাংবাদিকতা করেন। ১৯১৭ সালে সাফল্য আসে রুশ বিপ্লবের মধ্য দিয়ে। কিন্তু গৃহযুদ্ধ শুরু হয়। জারমানীর সাথে বিশ্বযুদ্ধকালীন সন্ধি করেন। ১৯১৯ সালে পলিটব্যুরোর সদস্য হন। ১৯২০ সালে গৃহযুদ্ধ শেষ হলেও স্ট্যালিনের সাথে বিরোধ শুরু হয়। ১৯২১ সালে বিবাদ বেড়ে যায়। ১৯২২ সালে লেনিন অসুস্থ হলে ত্রোত্‌স্কি বিপাকে পড়েন। জিনোভিয়েভ ও লেভ কামিনেভ অন্যদিকে বিরোধিতা করেন। ১৯২৩ সালে লেনিন মারা যান। স্ট্যালিন বিদ্রোহের অভিযোগ আনেন। ১৯২৮ সালে সমস্ত ত্রোত্‌স্কিপন্থীরা বহিস্কৃত হন। ত্রোত্‌স্কিও তুরস্কে আশ্রয় নেন। ১৯৩৩ সালে ফ্রান্সে যান। ১৯৩৫ সালে নরওয়েতে যান কিন্তু প্রত্যাখ্যাত হন। এরপর মেক্সিকোতে আশ্রয় নেন। ত্রোত্‌স্কি ১৯৪০ সালের ২০ আগস্ট রামো্ন মারকাডার নামে এক আততায়ীর হাতে নিহত হন।<ref>''শত মনীষীর কথা'', ভবেশ দাস</ref>
 
== রাজনৈতিক কর্মকাণ্ড ==