সাইকেল চালনা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৫ নং লাইন:
[[File:Bicycling Tamil girl, Batticaloa.JPG|thumb|[[শ্রীলঙ্কা|শ্রীলঙ্কার]] গ্রামীণ পথে সাইক্লিং।]]
[[File:Cycling Amsterdan 04.jpg|thumb|[[আমস্টারডাম|আমস্টারডামে]] সাইকেল চালানোর জন্য ভারী যানবাহন মুক্ত একটি পৃথক রাস্তা।]]
সাইকেল চালানো হলো মূলত পরিবহণপরিবহন, বিনোদন, ব্যায়াম বা খেলাধুলার জন্য সাইকেলের ব্যবহার, যাকে বাইকিং বা বাইসাইক্লিংও বলা হয় । যারা সাইক্লিং করে থাকেন তাদেরকে সাইক্লিস্ট, বাইকারস বা মাঝে মাঝে বাইসাইক্লিস্টসও বলা হয় । শুধু মাত্র দুই চাকার সাইকেল ছাড়াও একচাকার সাইকেল, তিন চাকার সাইকেল, চার চাকার সাইকেল এমনকি একই ধরণেরধরনের মানুষ চালিত যেকোন যানবাহন চালানোও সাইক্লিং-এর অন্তর্ভূক্ত (এইচপিভি) ।
 
বাইসাইকেল ১৯ শতকে উদ্ভাবিত হয়েছিল এবং সারাবিশ্বে এখন প্রায় ১০০ কোটির মত বাইসাইকেল রয়েছে । বিশ্বের অনেক জায়গায় এটি এখন প্রধান পরিবহণেরপরিবহনের মাধ্যম ।
 
সংক্ষিপ্ত থেকে মাঝারি দূরত্বের ক্ষেত্রে সাইকেল চালানোকে খুবই ফলপ্রসূ এবং পরিবহণেরপরিবহনের কার্যকরী উপায় হিসেবে ধরা হয় । মোটর গাড়ির তুলনায় বাইসাইকেল অনেক বেশি সুবিধা দিয়ে থাকে, যেমন-  সাইক্লিং, সহজ পার্কিং, সহজেই নড়াচড়া করা ক্ষমতা বৃদ্ধি ইত্যাদির কারণে স্থায়ী শারীরিক ব্যায়াম করা যায় এবং এর দ্বারা রাস্তা, সাইকেলের পথ ও গ্রামীণ সড়কে সহজে প্রবেশ করা যায় । সীমিত জীবাশ্ম জ্বালানির ব্যবহার, স্বল্প বাতাস ও শব্দ দূষণ এবং খুবই অল্প পরিমাণে যানজট সৃষ্টির মত সুবিধাও সাইক্লিং দিয়ে থাকে । এটি ব্যবহারকারী তথা সমাজের আর্থিক খরচ বিশাল ভাবে কমিয়ে আনে (খুবই সামান্য রাস্তার ক্ষতি, অল্প পরিমাণ রাস্তার ব্যবহার) । বাসের সামনে বাই সাইকেল রাখার তাকের ব্যবস্থা করে পরিবহন এজেন্সিগুলো তাদের সেবা দেওয়ার পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে ।
 
সাইক্লিং এর অসুবিধার মধ্যে রয়েছেঃ সোজাভাবে থাকার জন্য চালককে বাইসাইকেল এর ভারসাম্য বজায় রাখা, মোটর গাড়ির তুলনায় সংঘর্ষে কম সুরক্ষা, প্রায়ই ভ্রমণের দীর্ঘসূত্রিতা, আবহাওয়ার অবস্থার উপর নাজুকতা, যাত্রী পরিবহনে অসুবিধা এবং মূল কথা হচ্ছে মাঝারি থেকে লম্বা দূরত্বের সাইক্লিং করার জন্য মৌলিক পর্যায়ের শারীরিক যোগ্যতা দরকার ।
৪১ নং লাইন:
যে সকল বিচার ব্যবস্থায় মোটর গাড়ি কে প্রাধান্য দেওয়া হয়েছে, সেখানে সাইক্লিং কিছুটা কমে গেছে । আর যেখানে সাইক্লিং করার অবকাঠামো তৈরি হয়েছে সেখানে সাইক্লিং করার হার মোটামুটি স্থির রয়েছে অথবা বেড়েছে [১৭]। মাঝে মাঝে সাইক্লিং এর বিরুদ্ধে কিছু চরম পদক্ষেপও নেওয়া হয়েছে । সাংহাইয়ে, ২০০৩ সালের ডিসেম্বরে শহরের কিছু সড়কে সাইকেল ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল, যেখানে একসময় সাইকেল ভ্রমণ ছিল সেকানকার পরিবহন ব্যবস্থায় প্রধান মাধ্যম । [১৮]
 
যে সকল জায়গা গুলোতে সাইক্লিং খুবই জনপ্রিয় এবং উৎসাহিত করা হয়, সে সকল এলাকায় সাইকেল চুরি কমাতে সাইকেল স্ট্যান্ড, তালাবদ্ধ করা যায় এমন ছোট গ্যারেজ এবং টহল দেওয়া হয় এমন সাইকেল পার্কের ব্যবস্থা রাখা হয় । স্থানীয় সরকার গণপরিবহনের বাইরে বিশেষ সংযুক্ত ব্যবস্থা দেওয়ার মাধ্যমে অথবা গণপরিবহনে বাইসাইকেল বহন করার অনুমতি দেওয়ার মাধ্যমে সাইক্লিংকে উৎসাহিত করতে পারে । বিপরীত ভাবে, যেসব শহরে সাইক্লিং করা তেমন উৎসাহিত করা হয় না সেখানে নিরাপদ সাইকেল পার্কিং এর সুবিধা অনুপস্থিত থাকা একটি নৈমিত্তিক অভিযোগ ।
 
কিছু শহরে ব্যাপক মাত্রায় সাইক্লিং এর অবকাঠামো পাওয়া যেতে পারে। কিছু শহরের  ডেডিকেটেড রাস্তা গুলো প্রায়ই স্কেটার, স্কুটার, স্কেটবোর্ডার এবং পথচারীদের জন্য মুক্ত করা থাকে । একটি সংঘর্ষে ব্যবহারকারীদের দায়বদ্ধতার প্রশ্ন সহ ডেডিকেটেড সাইক্লিংয়ের ক্ষেত্রে অবকাঠামোগুলো প্রত্যেক বিচারব্যবস্থার আইনে আলাদাভাবে বিচার করা হয় । বিভিন্ন ধরনের আলাদা আলাদা সুবিধার ক্ষেত্রে কিছু বিতর্কও রয়েছে ।