সার্বীয় উইকিপিডিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ferdous (আলোচনা | অবদান)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩৫ নং লাইন:
}}
|}
২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি [[সার্বো-ক্রোয়েশীয় উইকিপিডিয়া]]কে ভেঙে [[ক্রোয়েশীয় উইকিপিডিয়া]]র সঙ্গে সার্বীয় উইকিপিডিয়া তৈরি করা হয়। ২০০৩ সালের ২২ এপ্রিল প্রধান পাতাটি একজন অজানা ব্যবহারকারী আইপি ঠিকানা [[:sr:Корисник:80.131.158.32|80.131.158.32]] (সম্ভবত [[ফ্রেইবুরগ]], জার্মানী থেকে) দ্বারা ইংরেজি উইকি থেকে অনুবাদ করে তৈরি করেন। ব্যবহারকারী [[:sr:Корисник:Nikola Smolenski|নিকোলা স্মোলেন্সকি]] ২৪ মে অনুবাদ শেষ করেন।
 
২০০৩ সালের সেপ্টেম্বরে স্মোলেনস্কি প্রধান পাতার প্রস্তুত করেন এবং কিছু প্রয়োজনীয় নিবন্ধ অসম্পূর্ণভাবে (স্টাব) তৈরি করেন। অক্টোবর ২০০৩ এ সার্বীয় আইটি ম্যাগাজিন ''[[:en:Svet kompjutera]]'' তার আর্টিকেল এবং উইকিপিডিয়া সম্পর্কে তথ্য প্রকাশ করলে অনেক নতুন নিবন্ধিত ও অনিবন্ধিত ব্যবহারকারী তৈরি হয়।<ref name="SK">[http://www.sk.co.rs/2003/10/skin01.html Svet kompjutera: Potpuna sloboda] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20110926165036/http://www.sk.co.rs/2003/10/skin01.html |তারিখ=২৬ সেপ্টেম্বর ২০১১ }} {{sr icon}}</ref> একই সময়ে স্মোলেনস্কি ব্যবহারকারী ইন্টারফেস সার্বীয় ভাষায় অনুবাদ করেন।
৪৭ নং লাইন:
* <code>__NOTC__</code> or <code>__БЕЗКН__</code>, যা নিবন্ধের নাম অনুবাদে বাধা দেয়
 
সামান্য কিছু অপ্রধান প্রযুক্তিগত সমস্যা ব্যাতীত সিরিল্লিক লাতিন অনুবাদ সফলভাবে কাজ করে।
 
একাভিয়ান, ইজেকাভিয়ান রূপান্তর এখনো সম্পূর্ণ হয়নি কারণ এটা অনেক বেশী জটিল। নানাবিধ বাঁধা থাকা সত্ত্বেও চারটি সার্বীয় লেখ্যরূপ নিয়ে সমান্তরালে কাজ করার এটাই প্রথম সফল উদ্যোগ।
৫৪ নং লাইন:
২০০৫ সালের ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার এক পরিচয়মূলক জমায়েতের পর থেকে সার্বীয় উইকি সম্প্রদায় নিয়মিত জমায়েত হয়। ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত তারা ২৫৩ টি মিট আপের আয়োজন করে যার অধিকাংশ বেলগ্রেদে এবং ডজনখানেক নোভি সাদে আয়োজন করা হয়।
 
একে অন্যের বাসায়, বার, রেস্তোরাঁ, পার্কে মিলিত হতে থাকে তারা। ২০০৫ এর শেষের দিক হতে তারা বেলগ্রেদ যুব কেন্দ্রে মিলিত হতে থাকে। কেন্দ্রটি বিনামূল্যে তাদের জমায়েত হওয়ার সুযোগ দিয়ে থাকে। ২ ডিসেম্বর ২০০৫ সালে সম্প্রদায়ের সদস্যগণ [[উইকিমিডিয়া ফাউন্ডেশন]] এর আঞ্চলিক শাখা উইকিমিডিয়া সার্বিয়া ও মন্টেনেগ্রো (Викимедија Србије и Црне Горе) প্রতিষ্ঠা করে। সেসময়ে এটা ছিলো পঞ্চম স্থানীয় উইকিমিডিয়া ফাউন্ডেশন চ্যাপ্টার। .
 
২০০৬ সালে [[মন্টেনেগ্রো]]র স্বাধীনতার আন্দোলন শুরু হলে চ্যাপ্টারটি ভেঙে যায় এবং উইকিমিডিয়া সার্বিয়া (Викимедија Србије / ''Vikimedija Srbije'') নাম গ্রহণ করে। এটি বেসরকারি, অবিভক্ত, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত। একই বছরের ডিসেম্বরে সার্বিয়া চ্যাপ্টার দক্ষিণ পূর্ব ইউরোপের জন্যে প্রথম উইকিমিডিয়া আঞ্চলিক সম্মেলনের আয়োজন করে। পরবর্তী বছরগুলোতে চ্যাপ্টারটি আরো তিনটি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করে।