মহাবিষুব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪ নং লাইন:
[[পৃথিবীর বার্ষিক গতি|বার্ষিক গতির]] ফলে [[নিরক্ষরেখা|নিরক্ষরেখায়]] বা [[নিরক্ষরেখা|বিষুব রেখায়]] সূর্যের গমনকে [[বিষুব]] বলা হয়। সূর্য বছরে দুবার বিষুব রেখার উপর দিয়ে গমন করার ফলে প্রতিবছর দুটি বিষুব ঘটে, যথা: সূর্যের দক্ষিণায়নের সময় [[জলবিষুব]] এবং সূর্যের উত্তরায়ণের সময় '''মহাবিষুব'''।
 
[[সৌরপাদ বিন্দু]]টি দক্ষিণ গোলার্ধ ছেড়ে উত্তর গোলার্ধে প্রবেশ করার সময় যখন এটি [[নিরক্ষ রেখা]] অতিক্রম করে তখন মহাবিষুব বিষুব ঘটে যার অন্য নাম '''মার্চ বিষুব''' তথা '''উত্তরাভিমুখী বিষুব'''; এটি মার্চ মাসের ''১৯'' থেকে ''২১'' তারিখের মধ্যে যে কোন দিন ঘটে। সূর্যের উত্তরায়ণ কালে মার্চ মাসে এ বিষুব ঘটে বলে একে উত্তরাভিমুখী বিষুব এবং মার্চ বিষুব বলা হয়।<ref>{{citeসংবাদ newsউদ্ধৃতি |urlইউআরএল=http://individual.utoronto.ca/kalendis/mar21.htm |firstপ্রথমাংশ=Irv |lastশেষাংশ=Bromberg |titleশিরোনাম=Churches take March 21st as the Ecclesiastical Vernal Equinox in calculating the date of Easter. This page takes an astronomical look at the equinox and March 21st. |publisherপ্রকাশক=[[University of Toronto]] |dateতারিখ=18 May 2012}}</ref><ref>{{citeবই bookউদ্ধৃতি |titleশিরোনাম=Teaching Science |urlইউআরএল=https://books.google.com/books?id=oO0kAQAAIAAJ |yearবছর=2008 |publisherপ্রকাশক=Australian Science Teachers Association}}</ref> উত্তর গোলার্ধে মহাবিষুবের দিনকে [[বসন্ত|বসন্তের]] শুরু ধরা হয় বলে সেখানে এটি ''বসন্ত বিষুব'' এবং বিপরীতক্রমে দক্ষিণ গোলার্ধে তা ''শারদীয় বিষুব''।<ref name="Command1972">{{citeবই bookউদ্ধৃতি |authorলেখক=United States Naval Training Command |titleশিরোনাম=Navigation compendium |urlইউআরএল=https://books.google.com/books?id=nKrcr0hdC6oC |yearবছর=1972 |publisherপ্রকাশক=[[United States Government Publishing Office|U.S. Govt. Print. Off.]] |pageপাতা=88}}</ref><ref name="SerwayJewett2013">{{citeবই bookউদ্ধৃতি |first1প্রথমাংশ১=Raymond |last1শেষাংশ১=Serway |first2প্রথমাংশ২=John |last2শেষাংশ২=Jewett |titleশিরোনাম=Physics for Scientists and Engineers |urlইউআরএল=https://books.google.com/books?id=VZBuCgAAQBAJ&pg=PA409 |dateতারিখ=8 January 2013 |publisherপ্রকাশক=[[Cengage]] Learning |isbnআইএসবিএন=978-1-285-53187-8|pagesপাতাসমূহ=409}}</ref><ref name="Desonie2008">{{citeবই bookউদ্ধৃতি |firstপ্রথমাংশ=Dana |lastশেষাংশ=Desonie |titleশিরোনাম=Polar Regions: Human Impacts |urlইউআরএল=https://books.google.com/books?id=7dJ4eYkOWIoC&pg=PA6 |yearবছর=2008 |publisherপ্রকাশক=[[Infobase Publishing]] |isbnআইএসবিএন=978-1-4381-0569-7 |pageপাতা=6}}</ref> পক্ষান্তরে জলবিষুব ঘটে সেপ্টেম্বরের ''২১-২৪'' তারিখের মধ্যে যে কোন দিনে; একে উত্তর গোলার্ধে [[শরৎ]] এবং দক্ষিণ গোলার্ধে [[বসন্ত|বসন্তের]] শুরু হিসেবে ধরা হয়।
 
==সংঘটনের সময়==
১০ নং লাইন:
 
==তারামণ্ডল==
সূর্য উত্তরদিকে [[ভৌগোলিক নিরক্ষরেখা]]র যে বিন্দুটিকে অতিক্রম করে তাকে [[মেষ (তারকামণ্ডল)|মেষের]] প্রথম বিন্দু বলা হয়। সে যাই হোক, বিষুব সমূহের [[অক্ষীয় অয়নচলন|অক্ষীয় অয়নচলনের]] কারণে বিন্দুটি [[মেষ (তারকামণ্ডল)|মেষ তারামণ্ডলে]] না থকে বরং [[মীন (তারকামণ্ডল)| মীন তারামণ্ডলে]] গমন করে। ''২৬০০'' সালের মধ্যে এটি [[কুম্ভ (তারকামণ্ডল)|কুম্ভ তারমণ্ডলে]] গমন করবে। পৃথিবীর ঘূর্ণন অক্ষের কারণে মেষ তারামণ্ডলের প্রথম বিন্দুটি প্রতি ''৭২'' বছরে এক ডিগ্রি হারে পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়। [[ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন]] কর্তৃক স্বীকৃত তারামণ্ডলীর সীমানা মোতাবেক উত্তরাভিমুখী বিষুব ''১৮৬৫'' খ্রীস্টপূর্বাব্দে [[বৃষ (তারকামণ্ডল)|বৃষ]] থেকে [[মেষ (তারকামণ্ডল)|মেষের]] মধ্য দিয়ে, ''৬৮'' খ্রীস্টপূর্বাব্দে [[মীন (তারকামণ্ডল)| মীনের]] মধ্য দিয়ে অতিক্রম করছে। আগামী ''২৫৯৭'' খ্রীস্টাব্দে এটি [[কুম্ভ (তারকামণ্ডল)| কুম্ভ]] এবং ''৪৩১২'' খ্রীস্টাব্দে [[মকর (তারকামণ্ডল)|মকরের]] মধ্য দিয়ে গমন করবে। উত্তরাভিমুখী বিষুব ''১৪৮৯'' বছরে [[তিমিঙ্গিল|তিমিঙ্গিলের]] ''০.১০°'' কাছ দিয়ে গমন করে তবে এর মধ্য দিয়ে অতিক্রম করে না। তিমিঙ্গিল তারামণ্ডলটি [[রাশিচক্র|রাশিমণ্ডল]] ও [[সূর্যপথ|সূর্যপথের]] অন্তর্ভুক্ত নয়।
 
==দিগন্তের সাপেক্ষে সূর্যের আপাত গতি==
[[File:Sunrise-Sunset angle.svg|right|thumb|400px|সূর্যের [[সূর্যোদয়|উদয়]] ও [[সূর্যাস্ত|অস্ত]]কালীন সময়ে এর আপাত ও প্রকৃত অবস্থান। বায়ুমণ্ডলে সূর্যালোকের [[প্রতিসরণ|প্রতিসরণের]] ফলে সূর্য দিগন্ত রেখা স্পর্শ করার কয়েক মিনিট আগেই দৃষ্টিগোচর হয়।]]
 
মহাবিষুব ও জলবিষুব উভয় বিষুবীয় দিনেই, সূর্য একেবারে পূর্বদিকে উদিত হয়ে পশ্চিমদিকে অস্ত যায়। অর্থাৎ এই দিন [[নিরক্ষ রেখা]]য় অবস্থানকারী ব্যক্তি একেবারে পূর্ব [[দিগন্ত|দিগন্তে]] সূর্যোদয় ও পশ্চিম দিগন্তে সূর্যাস্ত দেখবেন। কিন্তু বিষুবীয় দিন ব্যতিত অন্যান্য সময়ে নিরক্ষ রেখা থেকে সূর্যের উদয় ও অস্ত কিছুটা উত্তরে অথবা দক্ষিণে পরিলক্ষিত হবে। বিষুবীয় দিনে পৃথিবীর অধিকাংশ [[অক্ষাংশ|অক্ষাংশে]] অর্থাৎ পৃথিবীর প্রায় সর্বত্র [[ঊষা]] ও [[গোধুলি]]র ব্যবধান প্রায় ''১২'' ঘণ্টা হয় অর্থাৎ দিন ও রাত প্রায় সমান হয়।
 
জ্যোতির্বৈজ্ঞানিক সংজ্ঞানুসারে যে মুহূর্তে সূর্যের উপরের অংশ পৃথিবীর দিগন্ত রেখাকে স্পর্শ করে সেই মুহূর্তে সূর্যোদয় বা সূর্যাস্ত ঘটে। পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যালোকের [[প্রতিসরণ|প্রতিসরণের]] দরুন সৌর চাকতিটি পৃথিবীর অভিক্ষেপের (দিগন্তের) নিচে থাকা সত্ত্বেও সূর্য দিগন্তের উপরে দৃশ্যমান হয়। বিশদভাবে বলা যায়, সৌর চাকতির জ্যামিতিক [[কেন্দ্র (জ্যামিতি)|কেন্দ্র]] পৃথিবীর পূর্ব দিগন্ত অতিক্রম করার কয়েক মিনিট আগেই পূর্ব দিকে উজ্জ্বল সৌর চাকতির আবির্ভাব তথা সূর্যোদয় ঘটে এবং অনুরূপভাবে সৌর চাকতির কেন্দ্র পৃথিবীর পশ্চিম দিগন্ত রেখা অতিক্রম করে নিচে গমন করলেও সূর্যাস্ত হয় কয়েক মিনিট পরে। এসব কারণে বিষুবীয় সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে দিন ও রাতের দৈর্ঘ্য একেবারে সমান না হয়ে এদের মধ্যে সামান্য পার্থক্য ঘটে। নিরক্ষ রেখা থেকে দূরবর্তী অক্ষাংশগুলোতে যেখানে সূর্য খাড়াভাবে অবস্থান না করে হেলে থাকে সেখানে এ পার্থক্য আরও বেশি হয়।