শেষ অঙ্ক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৪ নং লাইন:
'''শেষ অঙ্ক''' (Shesh Anko) একটি বাংলা রহস্য চলচ্চিত্র। এই ছবিটি হরিদাস ভট্টাচার্যের পরিচালনায় ১৯৬৩ সালে মুক্তি পায়। সংগীত পরিচালনা করেন পবিত্র মুখোপাধ্যায়। এই সিনেমার কণ্ঠশিল্পী ছিলেন [[হেমন্ত মুখোপাধ্যায়]] ও [[সন্ধ্যা মুখোপাধ্যায়।]]
== কাহিনী ==
ছবির শুরুতে দেখা যায় সুধাংশুর বাড়িতে গোপনে এক ব্যক্তি প্রবেশ করে আলমারির কিছু জিনিস বেছে বেছে হাতিয়ে নেয়। এই রহস্যময় ব্যক্তির করঞ্জাক্ষ সমাদ্দার। সুধাংশুর বিবাহ ঠিক হয়েছে তার বাকদত্তা সোমার সাথে। তারা দেখা করতে থাকে নিয়মিত। পূর্বের স্ত্রী কল্পনা আত্মহত্যা করে মারা যাওয়ার পরে বিখ্যাত সম্পত্তিশালী ব্যক্তি স্যার হরপ্রসাদের মেয়ের সাথে তার বিবাহ হবে। বিবাহ বাসরে সুরেন উকিল হঠাৎ একটি মেয়েকে সাথে করে এনে জানান প্রথম স্ত্রী কল্পনা বেঁচে থাকতে দ্বিতীয় বিবাহ আইনত অসিদ্ধ। যদিও সুধাংশু দৃঢ়ভাবে অস্বীকার করে ও জানায় নতুন মেয়েটি জাল কল্পনা। কিন্তু সুধাংশুর ঘর থেকে একদম প্রথমে চুরি হওয়া কিছু গয়না, কল্পনা বলে দাবী করা মেয়েটির কাছে পাওয়া যায়। আদালতে সাক্ষ্য ও জেরায় সুরেন উকিল প্রমানপ্রমাণ করতে সক্ষম হন যে কল্পনা মারা গেছে এমন কোনো সুনির্দিষ্ট প্রমানপ্রমাণ সুধাংশুর হাতে নেই। তার পক্ষের ব্যারিস্টারও কোর্টে সুরেন উকিলের হাতে নাজেহাল হন। এমতাবস্থায় সুধাংশু মানসিকভাবে ভেঙ্গে পড়ে ও বুঝতে পারে তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলছে। এমনকি মৃতা কল্পনার দাদা দেবেন সেনকেও তার করে ডেকে পাঠানো হয়। তার বাকদত্তা সোমাকে বিশ্বাস করাতে সে সবকিছু খুলে বলতে চায়। তার অতীতে লুকিয়ে থাকা গুপ্ত রহস্য।<ref name=":0">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://m.imdb.com/title/tt0363996/|শিরোনাম=Sesh Anka (1963)|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=imdb.com|প্রকাশক=|সংগ্রহের-তারিখ=২৬ মার্চ,২০১৭}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.gomolo.com/shesh-anko-movie/13874|শিরোনাম=Shesh Anko (1963 - Bengali)|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=gomolo.com|প্রকাশক=|সংগ্রহের-তারিখ=২৬ মার্চ ২০১৭|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20170427004854/http://www.gomolo.com/shesh-anko-movie/13874|আর্কাইভের-তারিখ=২৭ এপ্রিল ২০১৭|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref>
 
== অভিনয় ==