নওগাঁ কে.ডি. সরকারি উচ্চ বিদ্যালয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১১ নং লাইন:
|district =
|postcode = [[বাংলাদেশের পোস্টাল কোডসমূহের তালিকা|৬৫০০]]
|coordinates = {{Coordস্থানাঙ্ক|24|48|47|N|88|56|38|E|region:BD_type:edu|display=inline,title}}
|schooltype = [[সরকারি বিদ্যালয়]]
|fundingtype =
৬৫ নং লাইন:
|campuses = ১
|campus =
|campus size = {{convertরূপান্তর|4.94|acre|ha}}
|campus type = শহরাঞ্চলীয়
|colors = {{colorbox|White}} {{colorbox|#000080}}<br />সাদা এবং গাঢ় নীল
৯০ নং লাইন:
== ইতিহাস ==
 
উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ মহকুমা শহর [[নওগাঁ জেলা|নওগাঁ]]। কৃষি সম্পদে সমৃদ্ধ ছিল বলেই বোধ হয় এই শহর জমিদার প্রধান স্থান হিসেবে খ্যাতি অর্জন করে। এ মহকুমার লোকদের মোটা ভাত কাপড়ের বিশেষ অভাব ছিলনা বলেই তারা লেখাপড়া শেখার তেমন তাগিদ অনুভব করেনি। স্থানীয় জমিদাররা তাঁদেরতাদের সন্তানদের দেশে বিদেশে বড় বড় শহরে রেখে উচ্চ শিক্ষা লাভের ব্যবস্থা করেছিলেন। ফলে তাঁরাওতারাও জনসাধারনের মধ্যে শিক্ষা বিস্তারে উদাসীন ছিলেন। এমনই এক পরিস্থিতির মধ্যে [[নওগাঁ জেলা|নওগাঁ]] মহকুমা শহরে [[১৮৮৪]] খ্রীস্টাব্দে একটি উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। এটিই পরবর্তীকালে কে. ডি. উচ্চ বিদ্যালয় নামে পরিচিতি পায়। এটিই ছিল [[নওগাঁ জেলা|নওগাঁ]] মহকুমার প্রথম উচ্চ বিদ্যালয়।যদিও দুবলহাটিতে অবস্থিত [[রাজা হরনাথ রায়]] উচচ বিদ্যালয়টি ছিল নওগাঁয় প্রতিষ্ঠিত প্রথম বিদ্যালয়।
 
== প্রতিষ্ঠা ==
 
[[নওগাঁ জেলা|নওগাঁয়]] এই বিদ্যালয় স্থাপনের প্রথম উদ্যোগ গ্রহণ করেন [[নওগাঁ জেলা|নওগাঁর]] তদানীন্তন ডেপুটি কালেক্টর ও গাঁজা সোসাইটির সুপার ভাইজার বাবু কৃষ্ণধন বাগচী। তাঁরতার প্রচেষ্টায় সহযোগিতা করেন মহকুমার জমিদার, বিত্তশালী লোক ও কৃষকগন। সেসময় যাঁরা ১০০.০০ টাকা পর্যন্ত দান করেছেন তাঁদেরতাদের নাম বিদ্যালয়ের মূল অফিস গৃহের দেয়ালে স্থাপিত পাথরের ফলকে লেখা রয়েছে। বিদ্যালয় প্রতিষ্ঠার পর এর নামকরণ নিয়ে বিতন্ডা দেখা দেয়। তবে এর নামকরণ করা হয় বাবু কৃষ্ণধন বাগচীর নামেই (K = Krishna & D = Dhwan)। পরবর্তিতে এই নামের কোন পরিবর্তন সাধন করা সম্ভব হয়নি।
১৯৬০ সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে বিদ্যালয়টিকে একটি মালটি-লেটার্যাল স্কুল হিসেবে গড়ে তোলার জন্য সরকার ১২২০০০.০০ টাকা মঞ্জুর করে। ফলে নতুন ব্যবস্থানুযায়ী বিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক এবং কৃষি বিভাগের পড়াশোনা চালু হয়। ১৯৭০ খ্রীষ্টাব্দের ১ ফেব্রুয়ারি তারিখ থেকে কে. ডি. স্কুল সরকারি প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে।