১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0 |
|||
৪৩ নং লাইন:
'''বার্সেলোনা''' (Barcelona [[কাতালান ভাষা|কাতালান]]: ''বার্সালোনা'' [bəɾsəˈlonə], [[স্পেনীয় ভাষা|স্পেনীয়]]: ''বার্থ়েলোনা'' [baɾθeˈlona] বা ''বার্সেলোনা'' [baɾseˈlona]) দক্ষিণ-পশ্চিম ইউরোপের রাষ্ট্র স্পেনের উত্তর-পূর্ব অংশে অবস্থিত কাতালুনিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ও ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত স্পেনের বৃহত্তম বন্দর নগরী। জনসংখ্যার বিচারে এটি স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি দেশটির শিল্প ও বাণিজ্যের প্রধানতম কেন্দ্র। এছাড়া এটি স্পেনের সংস্কৃতি ও শিক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।
মূল বার্সেলোনা শহরের জনসংখ্যা ১৬ লক্ষ, যা স্পেনের ২য় সর্বোচ্চ (রাজধানী [[মাদ্রিদ|মাদ্রিদের]] পরেই)।<ref name="ine.es">[http://www.ine.es/jaxiT3/Datos.htm?t=2861 Barcelona: Población por municipios y sexo] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20160806203350/http://www.ine.es/jaxiT3/Datos.htm?t=2861 |তারিখ=
অনুমান করা হয় যে কার্থেজীয় বা ফিনিসীয় জাতির লোকেরা খ্রিস্টপূর্ব ৩য় শতকে এখানে একটি লোকালয় প্রতিষ্ঠা করে। পরবর্তীতে রোমানরা ও রোমানদের পতনের পর ভিসিগথ জাতির লোকেরা এটিকে শাসন করে। ৭১৫ খ্রিষ্টাব্দে বার্বার ও স্পেনীয়দের মিশ্র মুসলমান জাতি মুর জাতির লোকেরা এটিকে দখল করে নেয়। কিন্তু রাজা শারল্যমাইনের নেতৃত্বে ফ্রাংক জাতির লোকেরা এটিকে পুনর্দখল করে নেয় এবং তারা মুসলমান শাসিত স্পেন (আল আন্দালুস) ও কারোলিঙ্গীয় রাজবংশ শাসিত ফ্রাংকরাজ্যের সীমানাতে একটি সীমান্ত অঞ্চল প্রতিষ্ঠা করে (যার নাম ছিল মার্কা হিস্পানিওলা) বার্সেলোনাকে সেই অঞ্চলের রাজধানী বানায়। মার্কা হিস্পানিওলা অঞ্চলটিই পরে বড় হয়ে কাতালুনিয়াতে পরিণত হয়।
|