ডাইনোসরের বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩ নং লাইন:
 
==আর্কোসর থেকে ডাইনোসর==
[[ডাইনোসরোমর্ফা]] এবং প্রথম [[ডাইনোসর|ডাইনোসরদের]] বিবর্তনের পদ্ধতিটি লক্ষ করা যায় ক্রমান্বয়ে কিছু বিশেষ [[জীবাশ্ম|জীবাশ্মের]] ধরণধারণধরনধারণ পর্যালোচনা করে, যথা- ২৫ কোটি বছরের পুরোনো আদিম [[আর্কোসর]] ''[[প্রোটেরোসুকিডি]]'', ''[[এরিথ্রোসুকিডি]]'' ও ''[[ইউপারকেরিয়া]]''; তারপর ''[[টিসিনোসুকাস]]'' প্রভৃতি ২৩ কোটি ২০ লক্ষ থেকে ২৩ কোটি ৬০ লক্ষ বছর পুরোনো [[মধ্য ট্রায়াসিক]] আর্কোসর<ref>Glut, Donald F. (1997). Dinosaurs: The Encyclopedia. Jefferson, North Carolina: McFarland & Co. p. 40. {{আইএসবিএন|0-89950-917-7}}</ref>। এই প্রসঙ্গে উল্লেখ্য যে, [[কুমির|কুমিরেরাও]] মধ্য-ট্রায়াসিক আর্কোসরদের থেকে বিবর্তিত হয়েছে<ref name="Dinosauria" />।
 
''[[পাখি]] ([[সরিস্কিয়া]]) এবং [[ট্রাইসেরাটপ্‌স|ট্রাইসেরাটপ্‌সের]] ([[অর্নিথিস্কিয়া]]) '''সাম্প্রতিকতম সাধারণ পূর্বপুরুষ''' এবং তাদের সমস্ত বংশধর'' হিসেবে ডাইনোসরদের বর্ণনা দেওয়া যেতে পারে। এই সংজ্ঞা অনুযায়ী [[টেরোসর]] এবং আরও অনেক আর্কোসর প্রজাতি অল্পের জন্য ডাইনোসর পরিসীমার বাইরে থেকে যায়। টেরোসরেরা [[মধ্যজীব মহাযুগ|মেসোজোয়িক মহাযুগের]] প্রধান উড়ন্ত প্রাণী ও পৃথিবীর ইতিহাসে বৃহত্তম উড়ন্ত প্রাণী হিসেবে বিখ্যাত<ref>Rey LV, Holtz, Jr TR (2007). Dinosaurs: the most complete, up-to-date encyclopedia for dinosaur lovers of all ages. New York: Random House. {{আইএসবিএন|0-375-82419-7}}.</ref>। ''[[স্ক্লেরোমোক্লাস]]'' (২২ কোটি-২২ কোটি ৫০ লক্ষ বছর), ''[[ল্যাগারপেটন]]'' (২৩ কোটি-২৩ কোটি ২০ লক্ষ বছর) ও ''[[মারাসুকাস]]'' (২৩ কোটি-২৩ কোটি ২০ লক্ষ বছর) হল আর্কোসরদের আরও কয়েকটি [[গণ (জীববিদ্যা)|গণ]] যাদের ডাইনোসর বলা যায় না<ref>Sereno, Paul C. and Arcucci, Andrea B. (1994). "Dinosaurian precursors from the Middle Triassic of Argentina: Marasuchus lilloensis gen. nov." Journal of Vertebrate Paleontology 14: 53-73 Chicago, IL Abstract</ref>।
১১৯ নং লাইন:
অধিকাংশ ডাইনোসর জীবাশ্ম পাওয়া গেছে [[নরিয়ান]]-[[সিনেমুরিয়ান]], [[কিমেরিজিয়ান]]-[[টিথোনিয়ান]] এবং [[কাম্পানিয়ান]]-[[মাস্ট্রিক্টিয়ান]] অধোযুগ থেকে। যদিও অন্তর্বর্তী ব্যবধানের সময় থেকেও যথেষ্ট সংখ্যক নমুনা পাওয়া যায়। এ' থেকে বোঝা যায় ঐ ব্যবধানগুলোয় ডাইনোসরেদের প্রকরণ ও বিবর্তনের ধারা অব্যাহত ছিল।
 
জীবাশ্ম স্তরসমূহের মধ্যবর্তী উল্লিখিত ব্যবধানগুলি অনেক জাতের ডাইনোসরের বিবর্তনের পূর্ণাঙ্গ ইতিহাস নির্ধারণে বাধার সৃষ্টি করে। ১৯৯৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত নথিভুক্ত ডাইনোসরদের বিভিন্ন শাখার জীবাশ্মে<ref name="Sereno"/> এই ধরণেরধরনের ব্যবধানের ব্যাপ্তি আড়াই কোটি বছর (''[[লেসোথোসরাস]]'', [[জেনাসরিয়া]], [[হ্যাড্রোসরয়ডিয়া]], [[সরোপোডা]], [[নিওসেরাটোপসিয়া]], [[সিলুরোসরিয়া]]) থেকে সাড়ে আট কোটি বছর ([[কার্কারোডন্টোসরিডি]])। ডাইনোসরদের বিবর্তন প্রথমে ছোট আকারের প্রজাতি থেকে শুরু হয়েছিল। ছোট প্রাণীদের দেহাবশেষের জীবাশ্মীভবন অপেক্ষাকৃত বিরল বলে অনেক জাতের প্রাথমিক ইতিহাসের প্রত্যক্ষ প্রমাণ লোপ পেয়েছে বলে ধারণা করা হয়। অবশ্য [[কার্কারোডন্টোসরিডি]] এবং [[অ্যাবেলিসরিডি]] প্রভৃতি কোনো কোনো শাখায় যথেষ্ট নিদর্শনের অভাব অন্য ব্যাখ্যা দাবি করে, কারণ এদের জীবাশ্মের বিভিন্ন স্তরের ব্যবধান এমন কিছু সময়কালের মধ্য দিয়ে বিস্তৃত যখন অন্যান্য জাতের অনেক নমুনার জীবাশ্মীভবন ঘটেছে।
 
==বিবর্তনীয় বৈশিষ্ট্য==
===দেহের আয়তন===
বিবর্তনের ক্ষেত্রে দেহের আয়তন গুরুত্বপূর্ণ কারণ এর সাথে প্রাণীর [[বিপাক]], খাদ্যাভ্যাস, জীবনযাত্রার ধরণধরন, ভৌগোলিক বিস্তার ও প্রজাতি বিলুপ্তির হার প্রভৃতি বিষয়গুলো জড়িত থাকে<ref name="Sereno"/>। মোটামুটিভাবে ডাইনোসরদের ভর বাসস্থান নির্বিশেষে সমগ্র মধ্যজীব মহাযুগ ধরে ১ থেকে ১০ টনের মধ্যে ছিল। তবে বেশ কিছু ক্লেডের সদস্যদের ক্রমবর্ধমান আয়তনের প্রতি বিবর্তনীয় ঝোঁক দেখা যায়, যেমন- থাইরিওফোরা, অর্নিথোপোডা, প্যাকেসেফালোসরিয়া, সেরাটোপসিয়া, সরোপডোমর্ফা এবং প্রাথমিক থেরোপোডা। কোনো কোনো ধারায় আয়তনের উল্লেখযোগ্য হ্রাসও লক্ষ্য করা যায়, তবে এই প্রবণতা অপেক্ষাকৃত বিরল। আয়তন হ্রাসের সবচেয়ে চিত্তাকর্ষক উদাহরণ হল ম্যানির‍্যাপ্টোরা বর্গ থেকে পাখিদের উদ্ভব; ''[[আর্কিওপ্টেরিক্স|আর্কিওপ্টেরিক্সের]]'' ভর ছিল ১০ কিগ্রা-এর কম, আর ''[[কনফুশিয়াসর্নিস]]'' ও ''[[সিনর্নিস]]'' প্রভৃতি পরবর্তী পাখিরা ছিল শালিক থেকে পায়রার আয়তনবিশিষ্ট। ওড়ার ক্ষেত্রে সুবিধে পাওয়ার জন্য আয়তনের এই হ্রাসের প্রয়োজন হয়।
 
===অঙ্গ সঞ্চালন===