বিশ্ব পর্যটন সংস্থা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
০টি উৎস উদ্ধার করা হল ও ২টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩৬ নং লাইন:
বিশ্ব পর্যটন সংস্থার [[সদর দফতর]] [[স্পেন|স্পেনের]] [[মাদ্রিদ|মাদ্রিদে]] অবস্থিত। সংস্থায় দাপ্তরিক কাজের সুবিধার্থে [[আরবী]], [[ইংরেজি]], [[ফরাসি]], [[রুশ]] এবং [[স্প্যানিশ]] [[ভাষা]] ব্যবহৃত হয়ে থাকে। বিশ্ব পর্যটন সংস্থায় ১৫৫টি দেশ, ৭টি অঙ্গরাজ্য এবং চার শতাধিক সহযোগী সদস্য রয়েছে। সহযোগী সদস্যদের মধ্যে রয়েছে - বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন সংস্থা এবং স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ।
 
[[সচিবালয়|সচিবালয়ের]] নেতৃত্বে রয়েছেন একজন মহাসচিব। [[জর্দান|জর্দানের]] [[নাগরিক]] [[তালেব রিফাই]] ২০১০ সাল থেকে বর্তমান মহাসচিবের দায়িত্ব পালন করছেন। তাঁকেতাকে সহযোগিতা করছেন ১১০ জন পূর্ণকালীন কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও, তাঁরতার অধীনস্থ হিসেবে রয়েছেন একজন উপ-মহাসচিব। কর্মকর্তাগণ সংস্থা সদস্যভূক্ত দেশগুলোর চাহিদা মোতাবেক পর্যটনবিষয়ক রূপরেখা ও কার্যপদ্ধতি প্রণয়ন করে থাকেন। সহযোগী সদস্যগণ মাদ্রিদভিত্তিক সংস্থাটির পূর্ণকালীন নির্বাহী পরিচালকদের সহায়তা লাভ করেন। সচিবালয় থেকে [[জাপান]] সরকারের অর্থায়ণে [[ওসাকা|ওসাকায়]] অবস্থিত আঞ্চলিক সহায়তা কেন্দ্র সরাসরি নিয়ন্ত্রিত হয়।<ref>[http://www.unwto.org/aboutwto/how/en/how.php?op=4 UNWTO.org]{{অকার্যকর সংযোগ|তারিখ=আগস্ট ২০১৯ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }}</ref>
 
== মহাসচিব ==
প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ৫ জন [[মহাসচিব]] বিশ্ব পর্যটন সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।<ref>[http://www.unwto.org/aboutwto/his/en/his.php?op=5 UNWTO.org]{{অকার্যকর সংযোগ|তারিখ=আগস্ট ২০১৯ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }}</ref> তাঁরাতারা হলেন -
{|class="wikitable" width=100%
|+বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব