প্রেরিত শিষ্য যোহনের নিকট প্রকাশিত বাক্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৫ নং লাইন:
'''প্রকাশিত বাক্য''' (''রহস্যোদ্ঘাটনের পুস্তক''; ''যোহনের নিকট রহস্যোদ্ঘাটন''; ''যোহনের ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ পুস্তক'') হল [[নূতন নিয়ম|নূতন নিয়মের]] একটি পুস্তক। এই পুস্তকটি [[খ্রিস্টীয় পুনরুত্থানবাদ|খ্রিস্টীয় পুনরুত্থানবাদে]] একটি কেন্দ্রীয় স্থান অধিকার করে রয়েছে। [[কোইন গ্রিক|কোইন গ্রিকে]] লিখিত এই পুস্তকের [[অথারম্ভ|প্রথম শব্দ]] ''apokalypsis'' (অর্থাৎ,"উন্মোচন" বা "রহস্যোদ্ঘাটন") থেকে এই পুস্তকটির নামকরণ করা হয়েছে। ''প্রকাশিত বাক্য'' নূতন নিয়ম [[প্রামাণ্য বাইবেল|অপ্রক্ষিপ্তাংশে]] ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ একমাত্র পুস্তক (যদিও নূতন নিয়মের [[সুসমাচার]] ও [[পত্র (নূতন নিয়ম)|পত্রাবলি]] অংশে ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ কিছু সংক্ষিপ্ত পংক্তি রয়েছে)।{{Efn |[[আদি খ্রিস্টীয়]] যুগে জনপ্রিয়তা অর্জনকারী অন্যান্য ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ পুস্তকগুলি প্রামাণ্য শাস্ত্রের স্বীকৃতি পায়নি। কেবলমাত্র ''[[২ এসড্রাস]]'' পুস্তকটি (যা ''এজরার ভবিষৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ পুস্তক'' নামেও পরিচিত) [[ইথিওপিয়ান অর্থোডক্স]] চার্চে প্রামাণ্য শাস্ত্র হিসেবে স্বীকৃত হয়।}}
 
''প্রকাশিত বাক্য'' পুস্তকের গ্রন্থকার নিজের নাম "যোহন" বলে উল্লেখ করেছেন। তবে তাঁরতার সঠিক পরিচয় গবেষকদের মধ্যে একটি বিতর্কের বিষয় হয়ে রয়ে গিয়েছে। [[জাস্টিন মারট্যার]], [[আইরেনিয়াস]], সার্ডিসের বিশপ [[মেলিটো]], [[আলেকজান্দ্রিয়ার ক্লিমেন্ট]] এবং [[মিউর্যােটরিয়ান পুথি|মিউর্যাপটরিয়ান পুথির]] রচয়িতা ''প্রকাশিত বাক্য'' পুস্তকের "যোহন"কে [[প্রেরিত যোহন]] বলে চিহ্নিত করেন।<ref>{{বই উদ্ধৃতি|শেষাংশ১=Carson|প্রথমাংশ১=Don|শিরোনাম=An Introduction to the New Testament|তারিখ=2005|প্রকাশক=Zondervan|অবস্থান=Grand Rapids, Michigan|আইএসবিএন=0-310-51940-3|পাতা=465ff|সংস্করণ=2nd}}</ref> আধুনিক গবেষকেরা সাধারণভাবে ভিন্নমত পোষণ করেন।{{sfn|Collins|1984|p=28}} অনেকেই মনে করেন, এই পুস্তকের রচয়িতা একজন [[খ্রিস্টান]] নবি (ভবিষ্যদ্বক্তা){{sfn|Bauckham|1992|p=2}} কোনও কোনও আধুনিক গবেষক এই পুস্তকের রচয়িতাকে এক অনুমিত চরিত্র মনে করেন। তাঁরা এই চরিত্রটির নাম দিয়েছেন "[[প্যাটমোসের জন]]"। একাধিক প্রথাগত সূত্র থেকে জানা যায়, সম্রাট [[ডোমিশিয়ান|ডোমিশিয়ানের]] রাজত্বকালে (৮১-৯৬ খ্রিস্টাব্দ) এই গ্রন্থটি রচিত হয়েছিল। এই ধারণার সপক্ষে যথেষ্ট প্রমাণও পাওয়া গিয়েছে।{{sfn|Stuckenbruck|2003|p=1535-1536}}
 
''প্রকাশিত বাক্য'' পুস্তকটি তিনটি সাহিত্য বর্গের অন্তর্গত: [[চিঠি|পত্রমূলক]], [[রহস্যোদ্ঘাটনমূলক সাহিত্য|রহস্যোদ্ঘাটনমূলক]] ও [[ভবিষ্যদ্বাণীমূলক]]।{{sfn|Stuckenbruck|2003|p=1536}} এই পুস্তকের শুরুতে দেখা যায় [[এজিয়ান সাগর|এজিয়ানের]] [[প্যাটমোস]] দ্বীপ থেকে যোহন "[[এশিয়া (রোমান প্রদেশ)|এশিয়ার]] [[এশিয়ার সপ্ত মণ্ডলী|সপ্ত মণ্ডলী"র]] উদ্দেশ্যে একটি পত্র রচনা করছেন। এরপর তিনি [[দৃষ্টি (আধ্যাত্মিকতা)|ভাবদৃষ্টিতে]] দেখা একাধিক ঘটনার বিবরণ দিয়েছেন। এই বিবরণের মধ্যে রয়েছে [[ব্যাবিলনের মহাগণিকা]] ও [[পশু (প্রকাশিত বাক্য)|পশু]] এবং পরিশেষে [[যিশু|যিশুর]] [[দ্বিতীয় আগমন]]।