দ্য স্যাটানিক ভার্সেস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎top: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৩ নং লাইন:
| followed_by = হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিস
}}
'''দ্য স্যাটানিক ভার্সেস''' (ইংরেজি ভাষায়: The Satanic Verses) [[সালমান রুশদি|সালমান রুশদির]] চতুর্থ উপন্যাস যা ১৯৮৮ সালে প্রথম প্রকাশিত হয়। এর কিছুটা [[ইসলাম]] ধর্মের প্রবর্তক [[মুহাম্মাদ]] এর জীবনী থেকে অনুপ্রাণিত। তার পূর্বের বইয়ের মত এতেও রুশদি [[জাদু বাস্তবতাবাদ]] ব্যবহার করেছেন এবং সমসাময়িক ঘটনা ও মানুষের সাহায্যে তার চরিত্রগুলো তৈরি করেছেন। বইয়ের নামটি তথাকথিত ''স্যাটানিক ভার্স'' বা ''শয়তানের বাণী''-কে নির্দেশ করে। কারও কারও দাবী মতে কুরআনের কিছু আয়াত শয়তান কর্তৃক অনুপ্রাণিত হওয়ায় দৈনিক প্রার্থনার সময় তৎকালীন মক্কার [[পেগান]] দেবতা, [[লাত]], [[উজ্জা]] এবং [[মানাত|মানাতের]] পূজা হয়ে গিয়েছিল। এই আয়াতগুলোকেই [[শয়তান|শয়তানের]] বাণী বলা হয়।<ref name="Erickson">{{বই উদ্ধৃতি|titleশিরোনাম=Islam and Postcolonial Narrative|authorলেখক=John D. Erickson|publisherপ্রকাশক=Cambridge University Press|locationঅবস্থান=Cambridge, UK|yearবছর=1998}}</ref> উপন্যাসটির যে অংশে শয়তানের বাণী সম্পর্কিত বিষয় আছে সে অংশটুকু প্রথম সহস্রাব্দের ইসলামী পণ্ডিত [[আল-ওয়াকিদি]] এবং [[আল-তাবরিরি]]-র সূত্র অনুসরণ করে লেখা হয়েছে।<ref name="Erickson"/>
 
[[যুক্তরাজ্য|যুক্তরাজ্যে]] বইটি প্রশংসা কুড়িয়েছে। ১৯৮৮ সালে এটি [[বুকার পুরস্কার]] এর চূড়ান্ত তালিকায় ছিল যদিও পিটার ক্যারির ''অস্কার অ্যান্ড লুসিন্ডা''র কাছে হেরে যায়। একই বছর উপন্যাসটি ''হুইটব্রেড অ্যাওয়ার্ড'' লাভ করে।<ref name="Netton">{{বই উদ্ধৃতি|titleশিরোনাম=Text and Trauma: An East-West Primer |authorলেখক=Ian Richard Netton|yearবছর=1996|publisherপ্রকাশক=Routledge Curzon|locationঅবস্থান=Richmond, UK}}</ref> দ্য স্যাটানিক ভার্সেস একটি বিশাল বিতর্কের জন্ম দিয়েছিল যখন রক্ষণশীল মুসলিমরা বইটিকে ব্লাসফেমি এবং তাদের বিশ্বাসের প্রতি ব্যঙ্গাত্মক হিসেবে আখ্যায়িত করে। কিছু মুসলিমের প্রতিক্রিয়ার সূত্র ধরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা [[রুহুল্লাহ্‌ খামেনেই|আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী]] ১৯৮৯ সালের ১৪ই ফেব্রুয়ারি সালমান রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেছিলেন।
 
== তথ্যসূত্র ==