গুসকরা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩২ নং লাইন:
<small>'''রায়বাহাদুর রসময় মিত্র''' :</small> (১৮৫৯-১০.০৪-১৯৩১)
 
গুসকরার সন্নিকট গুসকরা - কাশেমনগর রাস্তার মধ্যস্থলে চানক গ্রামে জন্ম। পিতা- নবদ্বীপচন্দ্র। অত্যন্ত দরিদ্র ছিলেন সিউড়ি সরকারী বিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম হয়ে ১৫ টাকা বৃত্তি পান। মহসীন কলেজে ২০ টাকা বৃত্তি নিয়ে এফ.এ. পাশ করেন। ইংরেজিতে এম.এ. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেদিনীপুরের এক স্কুলের প্রধান শিক্ষক পদে নিযুক্ত হন। পরে হেয়ার স্কুলের প্রধান শিক্ষক হন। ৫ বছরে হেয়ার স্কুলে প্রভূত উন্নতি করেন। এরপর সরকার তাঁকেতাকে হিন্দু স্কুলের দায়িত্ব দেন। তাঁরতার কর্মনিষ্ঠায় হিন্দু স্কুলের যেন নতুন জাগরণ ঘটে। এই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সরকার তাঁকেতাকে রায়বাহাদুর উপাধি দিয়ে সম্মানিত করেন। সুমধুর কণ্ঠের অধিকারী রসময়বাবুর কীর্তন গানে লোকে মুগ্ধ হয়ে যেত। 'কৃপাদৃষ্টি', 'রাস-রস- কণিকা' প্রভৃতি গ্রন্থের রচয়িতা।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=বর্ধমান জেলার ইতিহাস ও লোকসংস্কৃতি (দ্বিতীয় খন্ড)|শেষাংশ=|প্রথমাংশ=|বছর=অক্টোবর,২০০১|প্রকাশক=অরুণ কুমার দে|অবস্থান=|পাতাসমূহ=৬৩৮|আইএসবিএন=৮১-৮৫৪৫৯-৩৭-১}}</ref><references group="https://www.census2011.co.in/data/town/801677-guskara-west-bengal.html" />
 
== তথ্যসূত্র ==