গণমাধ্যম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta15)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
'''গণমাধ্যম''' হচ্ছে সংগৃহীত সকল ধরণেরধরনের মাধ্যম, যা প্রযুক্তিগতভাবে গণযোগাযোগ কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে। সম্প্রচার মাধ্যম যা ইলেক্ট্রনিক মিডিয়া নামে পরিচিত, বৈদ্যুতিক যন্ত্রপাতির সাহায্যে তাদের তথ্যাবলী প্রেরণ করে। টেলিভিশন, চলচ্চিত্র, রেডিও বা বেতার, সিডি, ডিভিডি এবং অন্যান্য সুবিধাজনক ছোট ও সহায়ক যন্ত্রপাতি যেমনঃ ক্যামেরা বা ভিডিওচিত্রের সাহায্যে ধারণ করা হয়।
পাশাপাশি মুদ্রিত মাধ্যম হিসেবে সংবাদপত্র, সাময়িকী, ব্রোশিওর, নিউজলেটার, বই, লিফলেট, পাম্পলেটে বাহ্য বিষয়বস্তু তুলে ধরা হয়। এতে ফটোগ্রাফী বা স্থিরচিত্রও দৃশ্যমান উপস্থাপনায় সহায়ক ভূমিকা পালন করে।<ref name="buzzle">{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল=http://www.buzzle.com/articles/different-types-of-mass-media.html | শিরোনাম=Different Types of Mass Media | প্রকাশক=Buzzle.com | সংগ্রহের-তারিখ=November 26, 2011 | লেখক=Manohar, Uttara | ভাষা=en | আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20111114011523/http://www.buzzle.com/articles/different-types-of-mass-media.html | আর্কাইভের-তারিখ=নভেম্বর ১৪, ২০১১ | অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref><ref name="wisegeek">{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল=http://www.wisegeek.com/what-is-mass-media.htm | শিরোনাম=What is Mass Media? | প্রকাশক=Conjecture Corporation | তারিখ=4 October 2011 | সংগ্রহের-তারিখ=November 26, 2011 | লেখক=Smith, S.E.|ভাষা=en}}</ref> টেলিভিশন কেন্দ্রে অথবা পাবলিশিং কোম্পানী গণমাধ্যম হিসেবে চিহ্নিত হয়ে সংগঠনরূপে আধুনিক প্রযুক্তিকে নিয়ন্ত্রণ ও ব্যবহার করে থাকে।<ref name="dictionary">"Mass media", Oxford English Dictionary, online version November 2010 {{page needed|date=November 2011|ভাষা=en}}</ref><ref name="Arguing for a general framework for mass media scholarship">{{বই উদ্ধৃতি|লেখক=Potter, W. James|শিরোনাম=Arguing for a general framework for mass media scholarship|প্রকাশক=SAGE|বছর=2008|আইএসবিএন=9781412964715|পাতা=32|ইউআরএল=http://books.google.com/books?id=H9u9E2wsVjAC&pg=PA32|ভাষা=en}}</ref>
মোবাইল বা সেল ফোন, কম্পিউটার এবং ইন্টারনেটকেও অনেক সময় ''নতুন-যুগের গণমাধ্যম'' হিসেবে আখ্যায়িত করা হয়। ইন্টারনেট স্বীয় ক্ষমতাবলে ইতোমধ্যেই অন্যতম গণমাধ্যম হিসেবে ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। এ মাধ্যমে অনেক প্রকার সেবা - বিশেষ করে ই-মেইল, ওয়েব সাইট, ব্লগিং, ইন্টারনেট এবং টেলিভিশনের প্রচারকার্য পরিচালনা করছে।
এ কারণে অনেক গণমাধ্যমের পদচারণা ওয়েব সাইটে দেখা যায়। টেলিভিশন বিজ্ঞাপনচিত্রকে ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে কিংবা খেলাধূলাভিত্তিক প্রতিষ্ঠানগুলো ক্রীড়াপ্রেমী দর্শকদেরকে তাদের ওয়েবসাইট দেখতে উদ্বুদ্ধকরণে ঠিকানা প্রকাশ করে।
বাইরের মাধ্যম হিসেবে বিলবোর্ড, সাইন, প্লাকার্ডকে বিভিন্ন বাণিজ্যিক ভবনের ভিতরে ও বাইরে যেখানে অধিক দোকান-পাট/বাসের ব্যস্তমূখর পরিবেশে উপস্থাপন করা হয়।<ref name="Mass Media">{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল=http://www.enotes.com/mass-media-reference/mass-media | শিরোনাম=Mass Media | সংগ্রহের-তারিখ=November 28, 2011|ভাষা=en}}</ref> জনসভা এবং বিশেষ ঘটনায় সমবেত ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানও গণমাধ্যমের একটি ধরণ।ধরন।<ref name="buzzle" />
 
== সংজ্ঞার্থ নিরূপণ ==