ডিকশনারি অফ গ্রিক অ্যান্ড রোমান বায়োগ্রাফি অ্যান্ড মিথোলজি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৫ নং লাইন:
==লেখকবর্গ ও ক্ষেত্র==
[[File:Philolaus-and-Philomelus-Pythagorean-Book.jpg|thumb|[[ফিলোলাস]] পিথাগোরাস বই থেকে নির্বাচিত অংশ, (চার্লস পিটার ম্যাসন, ১৮৭০)]]
সম্পাদক ছাড়াও এই বইটিতে ৩৫ জন লেখকের একটি তালিকা দেওয়া হয়েছে। সম্পাদক নিজেও কয়েকটি সংজ্ঞা ও নিবন্ধ রচনা করেছেন। লেখকেরা [[ক্ল্যাসিকস|ক্ল্যাসিকাল]] বিশেষজ্ঞ। তাঁরাতারা প্রধানত [[অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়|অক্সফোর্ড]], [[কেমব্রিজ বিশ্ববিদ্যালয়|কেমব্রিজ]], [[রাগবি স্কুল]] ও [[বন বিশ্ববিদ্যালয়|বন বিশ্ববিদ্যালয়ের]] সঙ্গে যুক্ত। তবে কয়েকজন লেখক অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। এই গ্রন্থে জার্মান বিশেষজ্ঞ [[লিওনহার্ড স্মিৎজ]] পুরাণ সংক্রান্ত একাধিক নিবন্ধ রচনা করেছেন। উল্লেখ্য, স্মিৎজ ব্রিটেনে জার্মান ক্ল্যাসিকাল গবেষণা জনপ্রিয় করে তুলতে বিশেষ সাহায্য করেছিলেন।<ref name=lowe>{{সংবাদ উদ্ধৃতি |লেখক=[[Nick Lowe (classicist)|Nick Lowe]] |শিরোনাম=Killing the Graves myth |কর্ম=[[The Times|Times Online]] |অবস্থান=London |তারিখ=20 December 2005 |ইউআরএল=http://www.thetimes.co.uk/tto/others/article1888498.ece |সংগ্রহের-তারিখ=2016-02-26}}</ref>
 
জীবনী-সংক্রান্ত নিবন্ধগুলির ক্ষেত্রে স্মিথ পূর্ণাঙ্গ ও বিস্তারিত বিবরণ প্রদানের পক্ষপাতী ছিলেন। মুখবন্ধে তিনি লেখেন:<blockquote>এই গ্রন্থে জীবনী-সংক্রান্ত নিবন্ধগুলির মধ্যে রয়েছে সুপ্রাচীন কাল থেকে শুরু করে ৪৭৬ খ্রিস্টাব্দে পশ্চিম সাম্রাজ্যের পতন এবং ১৪৫৩ খ্রিস্টাব্দে তুর্কিদের কনস্ট্যান্টিনোপল দখলের মাধ্যমে পূর্ব সাম্রাজ্যের পতন পর্যন্ত যে কোনও গুরুত্বের সকল গ্রিক ও রোমান লেখকদের জীবনী।</blockquote> [[স্যামুয়েল শার্প (গবেষক)|স্যামুয়েল শার্ক]] মনে করেন [[এডওয়ার্ড বানবেরি]] এই গ্রন্থে কুম্ভিলকবৃত্তি অবলম্বন করেছিলেন। ১৮৫০ সালের ৩ সেপ্টেম্বর তিনি নিজের ডায়েরিতে লেখেন:<blockquote>ড. স্মিথের "ডিকশনারি অফ ক্ল্যাসিকাল বায়োগ্রাফি" গ্রন্থে টলেমিদের নিয়ে লেখা নিবন্ধগুলি পড়তে পড়তে আমি সত্যিই লজ্জিত হলাম। আমার "হিস্ট্রি অফ ইজিপ্ট" বইটির সাহায্যে নিবন্ধগুলি লিখেছেন ই. এইচ. বানবেরি। যদিও তিনি আমার ভাই [[ড্যানিয়েল শার্প|ড্যানের]] থেকে এই উদ্দেশ্যে বইটি ধার করেছিলেন, তবুও কোনওরকম ঋণস্বীকার করেননি।