উইকিপিডিয়া:দ্রুত অপসারণের জন্য বিচারধারা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
RockyMasum (আলোচনা | অবদান)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৩ নং লাইন:
== বিচারধারা নিয়ে ভূমিকা ==
 
এই মানদণ্ড উল্লেখ করার জন্য সংক্ষেপন (স১২, নি৩ ...) প্রায়ই ব্যবহৃত হয় এবং প্রতিটি অনুচ্ছেদে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, "CSD স১২" সাধারণের অধীনে মানদণ্ড ১২ নং ([[উইকিপিডিয়া:দ্রুত অপসারণের জন্য বিচারধারা#স১২|কপিরাইট লঙ্ঘন]]) নির্দেশ করে এবং "CSD ব্য১" ব্যবহারকারীর অধীনে মানদণ্ড ১ নং ([[উইকিপিডিয়া:দ্রুত অপসারণের জন্য বিচারধারা#ব্য১|ব্যবহারকারীর অনুরোধ]]) নির্দেশ করে। নতুন সম্পাদকদের জন্য বা অন্য যে কেউ যিনি এই পৃষ্ঠার সাথে অপরিচিত, তাঁরতার/তাঁদেরতাদের জন্য {{Strong|এই সংক্ষেপগুলি বিভ্রান্তিকর হতে পারে}}।
 
{{Anchor|d|D|dt|DT|delt|DELT|deltem|DELTEM|deltemp|DELTEMP}}{{Anchor|deletion template|Deletion template|DELETIONTEMPLATE}}
৯০ নং লাইন:
* খালি তারিখযুক্ত রক্ষণাবেক্ষণ বিষয়শ্রেণীগুলি মুছে ফেলা।
* একটি দ্ব্যর্থতা নিরসনের পাতা মুছে ফেলা যা কিনা হয়: একটিমাত্র উইকিপিডিয়া নিবন্ধের দ্ব্যর্থতা নিরসন করে ও যার শিরোনাম "(দ্ব্যর্থতা নিরসন)" দিয়ে শেষ হয়েছে; অথবা কোন উইকিপিডিয়া নিবন্ধের দ্ব্যর্থতা নিরসন করে না।<ref>যদি এটি শুধুমাত্র একটি নিবন্ধে সংযোগ করে ও যার নামের সাথে "দ্ব্যর্থতা নিরসন" লেখা যুক্ত নেই, সেক্ষেত্রে এটিকে একটি পুনঃনির্দেশ হিসেবে পরিবর্তন করুন।</ref>
* পাতা স্থানান্তরে প্রতিবন্ধকতাকারী পুনর্নির্দেশনাগুলি বা অন্য পৃষ্ঠাগুলি মুছে ফেলা। প্রশাসকের সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতন হওয়া উচিত যেখানে একটি পাতা স্থানান্তরে করার পথে প্রতিবন্ধকতাকারী পুনর্নির্দেশ/পৃষ্ঠাটির যথাযথ ইতিহাস রয়েছে। একজন প্রশাসক যিনি স্থানান্তরে প্রতিবন্ধকতাকারী একটি পাতা অপসারণ করছেন তাঁরতার এটি নিশ্চিত করা উচিত যে এটি অপসারণের পর স্থানান্তরের কর্মটি সম্পন্ন করা হয়েছে।
* দ্ব্যর্থহীনভাবে ভুলে বা ভুল নামস্থানে সৃষ্ট পাতাগুলি মুছে ফেলা।
* [[WP:TfD]]-এ ঐক্যমতের ফলাফল হিসেবে অনাথ টেমপ্লেটগুলি মুছে ফেল।
২৯৭ নং লাইন:
==== চ৩. অসম্পুর্ন লাইসেন্স ====
{{Shortcut|WP:চ৩}}
এই নির্ণায়কের আলোকে <span class=plainlinks>মিডিয়া লাইসেন্সকে চিহ্নিত করা হয় "[[WP:NONCOM|শুধুমাত্র অ-বানিজ্যিক ব্যবহারে জন্যে]]" (অ-বানিজ্যিকবাণিজ্যিক [[ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স]] সহ), "no derivative use", "শুধুমাত্র উইকিপিডিয়ায় ব্যবহারের জন্যে" অথবা "অনুমোদন সাপেক্ষে ব্যবহার্য"। সেগুলি [[উইকিপিডিয়া:মুক্ত নয় এমন উপাদান|মুক্ত নয় এমন উপাদান]] হিসাবে ব্যবহৃত হবার সীমিত মানদণ্ডে উত্তির্ন হতে না পারলে, অপসারণ করা যেতে পারে। [[গনু ফ্রি ডকুমেন্টেশান লাইসেন্স]] ১.৩ (২০০৮) এর আগের সংস্করণের অন্তর্গত লাইসেন্সের ফাইলসমূহ যা পরবর্তী সংস্করণে বা অপর কোন লাইসেন্স দ্বারা অনুমোদিত হয়নি, অপসারণ করা যেতে পারে।
* {{Tl|Db-f3}}, {{Tl|Db-noncom}}
 
৪৯১ নং লাইন:
# '''JPEG ছবি দ্বারা PNG/GIF ছবি প্রতিস্থাপিত হলে।''' JPEG এনকোডিং প্রয়োজনীয় তথ্য, যা পরে দরকার হতে পারে, তা সংরক্ষণ করে না। তাই মূল PNG/GIF নথি আপসারণ করা যাবে না।
# '''প্রশ্নবিদ্ধ উপাদান ধ্বংসপ্রবণতা নয়।''' সরল বিশ্বাসে মনে করতে হবে আন্তরিক ইচ্ছা কখনোই ধ্বংসপ্রবণতা নয়, তাই যুক্তিসংগতভাবে নিশ্চিত না হয়ে ধ্বংসপ্রবণতা হিসেবে আপসারণ করা যাবে না।
# '''ব্যবহারকারী ও ব্যবহারকারীর আলাপ পাতার আইপি ঠিকানা।''' যদিও ব্যবহারকারীদের উইকিপিডিয়া একাউন্ট খোলার জন্য উৎসাহিত করা হয়, তবুও অনিবন্ধিত ব্যবহারকারীগণ এখনও উইকিপিডিয়া সম্পাদনা করতে করতে পারবেন এবং তাঁদেরতাদের আইপি ঠিকানা দ্বারা শনাক্ত হবেন। যদি কোনো অনিবন্ধিত ব্যবহারকারীর স্থিতিশীল (static) আইপি ঠিকানা থাকে তবে তার ব্যবহারকারী পাতা এবং/অথবা ব্যবহারকারী আলাপ পাতা থাকতে পারে; এমনকি পরিবর্তনশীল (non-static) আইপি ঠিকানার জন্য, ইতিহাস পাতা স্বার্থ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা বা তথ্য ধারণ করতে পারে।
# '''প্রবন্ধগুলি উপর ভিত্তি করে কারণ'''। দ্রুত অপসারণের জন্য [[Wikipedia:Listcruft]], [[Wikipedia:Obscure topics]], [[Wikipedia:Deny recognition]] ইত্যাদি বৈধ কারণ নয়।
# '''শব্দ, ভিডিও বা ছবি নয় এমন নথি।''' [[Wikipedia:Criteria for speedy deletion#F10|চ১০]] বিচারধারার ভিত্তিতে আপসারণ করার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে যে, নথিটির কোনো সম্ভাব্য উপযোগিতা নেই এবং তা কোনো নিবন্ধে ব্যবহার হচ্ছে না। ব্যবহার হচ্ছে বা যথাযথ ব্যবহার হতে পারে এমন নথি তা শব্দ, ভিডিও বা ছবি না হলেও বিস্তারিত আলোচনা ব্যতীত আপসারণ করা উচিত হবে না।
# '''অন্য ভাষায় বা লিপিতে রচিত নিবন্ধ।''' ইংরেজী ভাষায় রচিত নয় বলে কোনো নিবন্ধ দ্রুত আপসারণ করা যাবে না। তার পরিবর্তে এটাকে{{Tl|Not English}} মর্মে ট্যাগ করতে হবে এবং তা [[Wikipedia:Pages needing translation into English]] পাতায় তালিকাভুক্ত করতে হবে। অনুবাদের পর নিবন্ধটি আপসারণ করা, বজায় রাখা বা উপযুক্ত ট্যাগ ব্যবহার করে উন্নয়নের ব্যাপারে পুনর্বিবেচনা করা যেতে পারে। তবে, যদি নিবন্ধটি অন্য কোনো উইকিমিডিয়া প্রজেক্টে ইতোমধ্যে বিদ্যমান থাকে তবে তা [[Wikipedia:Criteria for speedy deletion#A2|নি২]] বিচারধারার আওতায় দ্রুত অপসারণযোগ্য হবে।
# '''প্রসঙ্গ কর্তৃক অনুরোধ।''' কখন কখন কেউ নিজেকে জীবনী নিবন্ধের বিষয়বস্তু হিসেবে দাবি করে তা অপসারণের জন্য অনুরোধ করে বা নিবন্ধ ফাঁকা করেও দেয়। নিবন্ধ-প্রসঙ্গের তাঁদেরতাদের সম্বন্ধে রচিত নিবন্ধ আপসারণের কোনো স্বতঃস্ফূর্ত অধিকার নেই। এরূপ অনুরোধ [[Wikipedia:Deletion policy#Deletion of biographies and BLPs|অপসারণ নীতিমালা]] অনুসারে প্রতিটি স্বতন্ত্র্যভাবে বিবেচনা করতে হবে।
 
{{Anchor|proc|PROC|pa|PA|pfa|PFA|admin|ADMIN|প্রশাসক}}{{Anchor|sysop|SYSOP|procedure|Procedure|PROCEDURE|administrator|Administrator|ADMINISTRATOR|administrators|Administrators}}{{Anchor|ADMINISTRATORS}}