বরাহমিহির: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৩ নং লাইন:
লী এবং সংহিতা বা সাধারণ জ্যোতিষবিদ্যা।<ref>Panchasiddhantika of Varahamihir, T.S. Kuppanna Sastry, 1993, Introduction, XXIX</ref>
বরাহমিহির তিনটি প্রধান গ্রন্থ রচনা করেন: ''পঞ্চসিদ্ধান্তিকা'', ''বৃহৎসংহিতা'' ও ''বৃহজ্জাতক''।
* ''[[পঞ্চসিদ্ধান্তিকা]]'': [[৫৫০]] খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে রচিত হয়। পাঁচটি খণ্ড নিয়ে গঠিত এই বইটিকে জ্যোতির্বিজ্ঞান এবং [[জ্যোতিষশাস্ত্র|জ্যোতিষশাস্ত্রের]] সংক্ষিপ্তসার বলে চিহ্নিত করা যেতে পারে। পাঁচটি খণ্ড হচ্ছ: সূর্যসিদ্ধান্ত, রোমকসিদ্ধান্ত, পৌলিশসিদ্ধান্ত, পৈতামহসিদ্ধান্ত এবং বাশিষ্ঠসিদ্ধান্ত। আরব দার্শনিক [[আল খোয়ারিজমি]] সূর্যসিদ্ধান্ত দ্বারা অনুপ্রাণিত হয়ে ''আল জাবর ওয় আল মুকাবলা'' রচনা করেন বলে মনে করা হয়।
* ''[[বৃহৎসংহিতা]]'': একটি প্রসিদ্ধ জ্যোতিষ গ্রন্থ যা পদ্য আকারে লিখা। এতে তিনি জ্যোতিষী দৃষ্টিকোণ থেকে বহু পাথরের বিবরণ এবং পাক-ভারতের ভৌগোলিক তথ্য সন্নিবেশিত করেন। এছাড়াও এতে [[সূর্য]] ও [[চন্দ্র|চন্দ্রের]] গতি ও প্রভাব, আবহবিদ্যা, [[স্থাপত্য]] এবং পূর্তবিদ্যার নানা বিষয় প্রসঙ্গে জ্যোতির্বিজ্ঞানের প্রয়োজনীয়তার কথা আলোচিত হয়েছে। এই বইয়েই তিনি [[ব্রজলেপ]] নামে একটি বস্তুর প্রস্তুতপ্রণালী ব্যাখ্যা করেছেন যা আধুনিককালের [[সিমেন্ট|সিমেন্টের]] সমগোত্রীয় ছিল। সে সময় ভারতে বরাহমিহির উদ্ভাবিত এই ব্রজলেপ দিয়েই বড় বড় দালান কোঠার ইটের গাঁথুনি তৈরীতে ব্যবহৃত হতো।
* ''[[বৃহজ্জাতক]]'': জ্যোতিষবিদ্যার উপর একটি গ্রন্থ।