লালবাগের কেল্লা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৭ নং লাইন:
| url =
}}
'''লালবাগের কেল্লা''' (কিলা আওরঙ্গবাদ) [[ঢাকা|ঢাকার]] দক্ষিণ-পশ্চিমাঞ্চলে [[বুড়িগঙ্গা নদী|বুড়িগঙ্গা নদীর]] তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ।<ref name="bpedia">{{বই উদ্ধৃতি|lastশেষাংশ=Rahman|firstপ্রথমাংশ=Habibur|yearবছর=2012|chapterঅধ্যায়=Lalbagh Fort|chapterঅধ্যায়ের-urlইউআরএল=http://en.banglapedia.org/index.php?title=Lalbagh_Fort|editor1সম্পাদক১-lastশেষাংশ=Islam|editor1সম্পাদক১-firstপ্রথমাংশ=Sirajul|editor1সম্পাদক১-linkসংযোগ=Sirajul Islam|editor2সম্পাদক২-lastশেষাংশ=Jamal|editor2সম্পাদক২-firstপ্রথমাংশ=Ahmed A.|titleশিরোনাম=Banglapedia: National Encyclopedia of Bangladesh|editionসংস্করণ=Second|publisherপ্রকাশক=[[Asiatic Society of Bangladesh]]}}</ref> এটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে, মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। তার উত্তরসুরী, মুঘল সুবাদার [[শায়েস্তা খাঁ]] ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি।
 
== ইতিহাস==
সম্রাট আওরঙ্গজেবের ৩য় পুত্র, মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবাদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণকাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণকাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে [[দিল্লি]] ডেকে পাঠান। এসময় একটি [[মসজিদ]] ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবাদার [[শায়েস্তা খাঁ]] ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবাদার হিসেবে [[ঢাকা]]য় এসে দুর্গের নির্মাণকাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখত রাহমাত বানুর (পরী বিবি) মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এ দুর্গটিকে অপয়া মনে করেন এবং ১৬৮৪ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণকাজ বন্ধ করে দেন।<ref>{{বই উদ্ধৃতি|titleশিরোনাম=Extracts from the Notes on the Antiquities of Dacca|yearবছর=1903|authorলেখক=Sayid Aulad Hasan|publisherপ্রকাশক=Published by the author|pageপাতা=5}}</ref> লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরী বিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল; এটিই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি "আওরঙ্গবাদ" নাম বদলে "লালবাগ" নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে ।<ref>{{বই উদ্ধৃতি|titleশিরোনাম=The Archaeological Heritage of Bangladesh|dateতারিখ=Nov 2011|publisherপ্রকাশক=Asiatic Society of Bangladesh|pagesপাতাসমূহ=586}}</ref>
[[চিত্র:Exhibit at Lalbagh Fort, Dhaka.jpg|right|thumb|200px|লালবাগ কেল্লার দরবার হলের মধ্যকার জাদুঘরের প্রদর্শিত শিলালিপি।]]
 
৫২ নং লাইন:
 
=== পরি বিবির সমাধি ===
লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি। এখানে পরি বিবি সমাহিত আছেন। শায়েস্তা খাঁ তাঁরতার কন্যার স্মরণে এই মনমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্যে উন্মুক্ত মাত্র একটি দরজা। এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরি বিবির সমাধি। আসলে "লালবাগ কেল্লা" বলতে যেই ছবিটি বেশী পরিচিত সেটি মূলত পরি বিবির সমাধির ছবি। পরি বিবি যার অন্য নাম ইরান দুখত রাহমাত বানু ছিলেন বাংলার মুঘল শায়েস্তা খাঁর কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম এর সাথে ১৬৬৮ সালের ৩ মে পরি বিবির বিয়ে হয়। ১৬৮৪ সালে পরী বিবির অকালমৃত্যুর পর তাঁকেতাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তাঁরতার সমাধীস্থলকে চিহ্নিত করে পরী বিবির মাজার নির্মিত হয়। পরি বিবির মাজার এর স্থাপনাটি চতুষ্কোণ। মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রং এর ফুল-পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলংকৃত করা হয়েছে। মাঝের একটি ঘরে পরি বিবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে আটটি ঘর আছে। স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কষ্টি পাথরে তৈরি এবং চারকোণে চারটি অষ্টকোণ মিনার ও মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরের এই গম্বুজটি একসময়ে স্বর্ণখচিত ছিল, পরবর্তীতে পিতলের/তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। স্থাপনাটির অভ্যন্তর ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত।<ref>{{ওয়েব উদ্ধৃতি|urlইউআরএল=http://en.banglapedia.org/index.php?title=Bibi_Pari|titleশিরোনাম=বাংলাপিডিয়া|workকর্ম=}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|urlইউআরএল=http://www.daily-sun.com/post/140008/Seven-places-in-old-Dhaka-mesmeriging-tourists|titleশিরোনাম=The Daily Sun|workকর্ম=}}</ref> ২০.২ মিটার বর্গাকৃতির এই সমাধিটি ১৬৮৮ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের পুর্বে নির্মিত। তবে এখানে পরি বিবির মরদেহ বর্তমানে নেই বলে বিশেষজ্ঞদের অভিমত।
 
=== তিন গম্বুজওয়ালা&nbsp;দুর্গ মসজিদ (শাহী মসজিদ) ===
৯১ নং লাইন:
Image:Dhaka Lalbagh Fort 6.JPG|লালবাগের কেল্লা
Image:Dhaka Lalbagh Fort 7.JPG|লালবাগের কেল্লা
Image:Lalbagh Fort Rezowan1.jpg|লালবাগ দূর্গদুর্গ
Image:Lalbag Fort Pari Bibi Rezowan4.jpg| পরী বিবির মাজার
File:লালবাগ দুর্গের সুউচ্চ দেয়াল.jpg|লালবাগ দুর্গের সুউচ্চ দেয়াল