প্রাচীন গ্রিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
[[চিত্র:Parthenon from west.jpg|thumb|300px|[[Parthenon|পার্থেনন]], [[আথেনা|আথেনাকে]] উৎসর্গীকৃত একটি মন্দির। এটি [[অ্যাথেন্স|অ্যাথেন্সের]] [[Acropolis|আক্রোপলিসে]] অবস্থিত। এটি প্রাচীন গ্রিক সংস্কৃতির সবচেয়ে প্রতিনিধিত্বমূলক এবং কুতর্ক চিহ্নসমূহের একটি।]]
'''প্রাচীন গ্রিস''' হল [[গ্রিসের ইতিহাস|গ্রিস ইতিহাসের]] অন্তর্গত [[প্রাচীন ইতিহাস|প্রাচীন]] [[সভ্যতা]] যা [[Archaic Greece|প্রাচীন যুগ]] খ্রিস্টপূর্ব ৮ম-৬ষ্ঠ শতাব্দীতে শুরু হয় এবং [[ধ্রুপদি সভ্যতা]] (আনুমানিক ৬০০ খ্রিস্টাব্দখ্রিষ্টাব্দ) পর্যন্ত বিরাজ করেছিল। এরপর পরই কালটি হচ্ছে [[প্রারম্ভিক মধ্যযুগ]] এবং [[বাইজেন্টাইন সাম্রাজ্য|বাইজেন্টাইন]] যুগ।<ref name="Thomas1988">{{বই উদ্ধৃতি|লেখক=Carol G. Thomas|শিরোনাম=Paths from ancient Greece|ইউআরএল=http://books.google.com/books?id=NAwVAAAAIAAJ&pg=PA27|সংগ্রহের-তারিখ=12 June 2011|বছর=1988|প্রকাশক=BRILL|আইএসবিএন=978-90-04-08846-7|পাতাসমূহ=27–50}}</ref> প্রাচীন গ্রিসের মধ্যে অন্তর্ভুক্ত হল [[Classical Greece|ধ্রুপদি গ্রিস]] যুগ, যা খ্রিস্টপূর্ব ৪র্থ থেকে ৫ম শতাব্দীতে সমৃদ্ধিলাভ করে। ধ্রুপদি গ্রিস শুরু হয় যখন একজন [[ধ্রুপদি অ্যাথেন্স|অ্যাথেনীয়]] নেতৃত্বে [[গ্রিকও-ফার্সি যুদ্ধ|পারস্যদের উপদ্রব]] দমন করা হয়। [[মহামতি আলেকজান্ডার|মহামতি আলেকজান্ডারের]] বিজয়ের কারণে, [[Hellenistic period|হেলেনিস্টিক সভ্যতা]] [[মধ্য এশিয়া]] থেকে [[ভূমধ্যসাগর|ভূমধ্যসাগরের]] শেষ পশ্চিম পর্যন্ত সমৃদ্ধিলাভ করে।
 
ধ্রুপদি [[গ্রিসের সংস্কৃতি|গ্রিস সংস্কৃতি]], বিশেষ করে দর্শন, [[রোমান সাম্রাজ্য]] উপর একটি শক্তিশালী প্রভাব বিস্তার করেছিল, যা [[ভূমধ্য অঞ্চল]] এবং [[ইউরোপ|ইউরোপে]] বিভিন্ন অংশে এর একটি সংস্করণের প্রভাব দেখা যায়। যার কারণে ধ্রুপদি গ্রিসেকে সাধারণত আধুনিক [[পাশ্চাত্য সংস্কৃতি|পাশ্চাত্য সংস্কৃতির]] ভিত্তি প্রদান যা দিগন্তকারী সংস্কৃতি বলে মনে করা হয়।<ref>[[Bruce Thornton]], ''Greek Ways: How the Greeks Created Western Civilization'', Encounter Books, 2002</ref><ref>Richard Tarnas, ''[http://books.google.com/books?id=0n2C299jeOMC&lpg=PA25&pg=PP1#v=onepage&f=false The Passion of the Western Mind]'' (New York: Ballantine Books, 1991).</ref><ref>Colin Hynson, ''[http://books.google.com/books?id=hmweq2TyxvsC&lpg=PT5&pg=PT5#v=onepage&f=false Ancient Greece]'' (Milwaukee: World Almanac Library, 2006), 4.</ref><ref>Carol G. Thomas, ''[http://books.google.com/books?id=NAwVAAAAIAAJ&lpg=PA1&pg=PA1#v=onepage&f=false Paths from Ancient Greece]'' (Leiden, Netherlands: E. J. Brill, 1988).</ref>
৬৫ নং লাইন:
* ধ্রুপদি যুগ (খ্রিস্টপূর্ব সি. ৫০০ - সি. ৩২৩) একটি ধরন দ্বারা চিহ্নিত করা হয়েছে যা পরে পর্যবেক্ষক দ্বারা আদর্শ অর্থাৎ "ধ্রুপদি" হিসাবে [[Parthenon|পার্থেনন]] উদাহরণস্বরূপ গণ্য করা হয়েছে। রাজনৈতিকভাবে, ধ্রুপদি যুগ ৫ম শতাব্দীতে [[ধ্রুপদি অ্যাথেন্স|অ্যাথেন্স]] এবং [[Delian League|ডিলিয়ান লীগের]] আধিপত্য ছিল, কিন্তু [[ম্যাসেডোনিয়া (প্রাচীন রাজত্ব)|ম্যাসেডোনিয়ার]] নেতৃত্বাধীন [[Thebes, Greece|থিবিস]], [[বিওশিয়া]] এবং পরিশেষে [[League of Corinth|ক্রনথ লীগে]] ক্ষমতা স্থানান্তরনের পূর্বে খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে [[Spartan hegemony|স্পার্টান নেতৃত্বে]] দ্বারা বাস্তুচ্যুত করা হয়।
* হেলেনিস্টিক যুগে (খ্রিস্টপূর্ব ৩২৩-১৪৬) গ্রিক সংস্কৃতি ও ক্ষমতা [[Near East|কাছাকাছি]] এবং [[মধ্যপ্রাচ্য|মধ্যপ্রাচ্যর]] মধ্যে প্রসারিত হয়েছিল। এই যুগ শুরু আলেকজান্ডারের মৃত্যু দিয়ে এবং শেষ হয় রোমান বিজয় দ্বারা।
* [[রোমান গ্রিস]], (খ্রিস্টপূর্ব ১৪৬- ৩৩০ খ্রিস্টাব্দখ্রিষ্টাব্দ), এই যুগ শুরু হয় খ্রিস্টপূর্ব ১৪৬-অব্দে [[Corinth|করিন্থিয়ান্সে]] সংগঠিত [[Battle of Corinth (146 BC)|করিন্থের যুদ্ধে]] রোমানদের বিজয়ের মাধ্যমে এবং শেষ হয় খ্রিস্টাব্দখ্রিষ্টাব্দ ৩৩০ সালে যখন [[মহান কন্সট্যান্টাইন|কন্সট্যান্টাইন]] [[Byzantium|বাইজেন্টাউমে]] [[রোমান সাম্রাজ্য|রোমান সাম্রাজ্যের]] রাজধানী প্রতিষ্ঠা করেন।
* [[Late Antiquity|প্রাচীনকালে চূড়ান্ত পর্যায়]] হল খ্রিস্টানকরণের যুগ যা শুরু হয় ৪র্থ শতাব্দীর শেষ দিক থেকে ৬ষ্ঠ শতাব্দীর প্রথম দিক পর্যন্ত। [[জাস্টিনিয়ান (প্রথম)|জাস্টিনিয়ান I]] ৫২৯ সালে কখনো কখনো [[প্লেটোর একাডেমী|অ্যাথেন্স একাডেমি]] বন্ধের সম্পূর্ণ করতে নিয়ে যাওয়া হতো।<ref>{{বই উদ্ধৃতি |শিরোনাম=A History of Greek Literature |শেষাংশ=Hadas |প্রথমাংশ=Moses |বছর=1950 |প্রকাশক=Columbia University Press |আইএসবিএন=0-231-01767-7 |পাতা=273 |পাতা=327 |ইউআরএল=http://books.google.com/books?id=dOht3609JOMC&pg=PA273&dq=%22end+of+antiquity%22+%2B+%22529%22#v=onepage&q=%22end%20of%20antiquity%22%20%2B%20%22529%22&f=false}}</ref>