হগওয়ার্টস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
7টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৮ নং লাইন:
== স্কুলের অবস্থান ও তথ্য ==
[[চিত্র:হগওয়ার্টস ম্যাপ.jpg|250px|thumb|[[জে. কে. রাউলিং]] এর আঁকা হগওয়ার্টসের একটি মানচিত্র]]
[[জে. কে. রাউলিং]] বলেছেন যে, তিনি সবসময় হগওয়ার্টসকে একটি বিশাল, সুউচ্চ এবং ভয়ঙ্কর-দর্শন দুর্গ হিসেবে কল্পনা করেন।<ref name=scholastic-chat-1>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www.quick-quote-quill.org/articles/2000/0200-scholastic-chat.htm|শিরোনাম=Online chat transcript|প্রকাশক=[[Scholastic Press|Scholastic]]|তারিখ=2000-02-03|সংগ্রহের-তারিখ=২০১০-০৪-২২|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20090620011836/http://www.quick-quote-quill.org/articles/2000/0200-scholastic-chat.htm|আর্কাইভের-তারিখ=২০০৯-০৬-২০|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref> যেখানে সুউচ্চ টাওয়ারের পাশাপাশি বিশাল খোলা মাঠও রয়েছে। মাগলরা কখনোই এই ধরণেরধরনের স্থাপনা তৈরি করতে সক্ষম হবে না। কেননা এটি জাদুর দ্বারা নির্মিত হয়েছে।
 
বইগুলোতে বলা হয়েছে যে, হগওয়ার্টস [[স্কটল্যান্ড]] এ অবস্থিত।<ref name=fraser-scotland>''"Hogwarts ... Logically it had to be set in a secluded place, and pretty soon I settled on Scotland in my mind."'' Fraser, L., ''An interview with J.K.Rowling'', Mammoth, London, 2000. {{আইএসবিএন|0-7497-4394-8}}. pp 20–21.</ref><ref name=johnstone-herald>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www.accio-quote.org/articles/1997/0697-herald-johnstone.html|শিরোনাম=Happy ending, and that's for beginners|তারিখ=1997-06-24|সংগ্রহের-তারিখ=2007-10-05|প্রকাশক=The Herald via AccioQuote!}}</ref> স্কুলটির চারপাশে অসংখ্য জাদুমন্ত্র স্থাপন করে রাখা হয়েছে, ফলে মাগলদের (জাদু জানে না এমন ব্যক্তি) পক্ষে স্কুলটির অবস্থান নির্ণয় করা বা খুঁজে পাওয়া অসম্ভব। এমনকি তারা স্কুলটিকে দেখতেও পায় না। শুধু কিছু ধ্বংসাবশেষ ও বিপদের সতর্কবার্তা দেখতে পায়। দুর্গটির মাঠে অসংখ্য লন, রাস্তা, ফুল ও শাকসবজির বাগান রয়েছে। দুর্গটির পাশে একটি লেক (বা হ্রদ), একটি বিশাল ও গভীর বন (নিষিদ্ধ বন নামে পরিচিত), বেশ কয়েকটি গ্রীনহাউজ (বা কাচের ঘর) ও বহিঃস্থাপনা এবং একটি পূর্ণ সাইজের কুইডিচ মাঠ রয়েছে। এছাড়া এখানে একটি আউলারি রয়েছে, যেখানে স্কুলের ও ছাত্রছাত্রীদের পেঁচাগুলো রাখা হয়। স্কুলটির বেশ কয়েকটি কক্ষ এবং গ্র্যান্ড স্টেয়ারকেসের সিড়িগুলো নিজেদের স্থান পরিবর্তন করে।<ref>[http://www.jkrowling.com/textonly/en/faq_view.cfm?id=108 How do you remember everything from different books when you are still writing the HP series?] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20120205111505/http://www.jkrowling.com/textonly/en/faq_view.cfm?id=108 |তারিখ=৫ ফেব্রুয়ারি ২০১২ }} from JKRowling.com.</ref> সাধারণত জাদুকররা হগওয়ার্টসের মাঠে অ্যাপারেট বা ডিসঅ্যাপারেট করতে পারে না। তবে হেডমাস্টার ইচ্ছা করলে এই জাদুগুলো অপসারণের মাধ্যমে মাঠকে অ্যাপারেট ও ডিসঅ্যাপারেট উপযোগী করতে পারেন। বিদ্যুৎ বা বৈদ্যুতিক সামগ্রী হগওয়ার্টসে অনুপস্থিত। ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার]]'' এ, হারমায়োনির মাধ্যমে এটা প্রকাশিত হয় যে, মাগলরা জাদুর পরিবর্তে যা ব্যবহার করে যেমন- কম্পিউটার, রাডার ও বিদ্যুৎ, সেগুলো জাদুর বলয়ের কারণে হগওয়ার্টসে কাজ করে না। তবে এক্ষেত্রে ব্যতিক্রম হল রেডিও। অবশ্য রাউলিং বলেছেন যে, জাদুকরদের রেডিও বিদ্যুতের মাধ্যমে নয়, বরং জাদুর সাহায্যে চলে।
১০৮ নং লাইন:
 
=== চার্মস ===
'''চার্মস''' ('''Charms''') ক্লাসে জাদুমন্ত্রের বিভিন্ন ধরণেরধরনের ব্যবহার এবং এর পরিবর্তন ও পরিবর্ধন শেখানো হয়। রাউলিং বলেছেন যে, চার্মস হল বিশেষ ধরণেরধরনের জাদুমন্ত্র যা দ্বারা কোন বস্তুকে নতুন ও অপ্রত্যাশিত রূপ দেওয়া যায়।<ref name="TransCharms"/> চার্মস ক্লাসগুলো প্রধানত ব্যবহারিক হওয়ায়, ক্লাসগুলো বেশ কোলাহলপূর্ণ। প্রফেসর [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র|ফিলিয়াস ফ্লিটউইক]] এই বিষয়ের শিক্ষক।
 
=== পোশনস ===