আলবার্ট আইনস্টাইন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
উজ্জ্বল ইসলাম-এর সম্পাদিত সংস্করণ হতে NahidSultanBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৭৭ নং লাইন:
সাধারণ বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদরা মনে করেন পেটেন্ট অফিসের দিনগুলিতে আইনস্টাইনের মেধার অপচয় হয়েছে। কারণ পদার্থবিজ্ঞান বিষয়ে তার আগ্রহের সাথে এই চাকরির কোন সংযোগ ছিলনা এবং ‌এ সময়ে তিনি অনেক এগিয়ে যেতে পারতেন।<ref>E.g. {{Citation | last = Pais | first = Abraham | author-link = Abraham Pais | year = 1982 | title = Subtle is the Lord. The Science and the Life of Albert Einstein | publisher = Oxford University Press | page = 17 | id = {{আইএসবিএন|0-19-520438-7}} }}</ref> কিন্তু বিজ্ঞান ইতিহাসবিদ [[পিটার গ্যালিসন]] এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। তার মতে, সেখানে অবস্থানকালীন কাজকর্মের সাথে আইনস্টাইনের পরবর্তী জীবনের আগ্রহের বিষয়গুলোর যোগসূত্র রয়েছে। যেমন, পেটেন্ট অফিসে কর্মরত থাকাকালীন সময়ে তিনি বৈদ্যুতিক সংকেতের সঞ্চালন এবং সময়ের বৈদ্যুতিক-যান্ত্রিক সামঞ্জস্য বিধান বিষয়ে কিছু গবেষণা করেছিলেন। তখন সঙ্কালিক সময় বিষয়ক চিন্তাধারায় দুটি প্রধান কৌশলগত সমস্যা ছিল। এই সমস্যাগুলো নিয়ে চিন্তা করতে গিয়েই সে সময়ে তিনি আলোর প্রকৃতি এবং স্থান ও কালের মধ্যে মৌলিক যোগসূত্র বুঝতে পেরেছিলেন।<ref name="GalisonClocks"/><ref name="GalisonClocksMaps"/>
 
আইনস্টাইন [[১৯০৩|১৯০৩ সালের]] [[৬ জানুয়ারি]] মিলেভা মেরিককে বিয়ে করেন। তাদের সম্পর্কটি শুধুমাত্র আবেগকেন্দ্রিক ছিলনা, তাতে যথেষ্ট পরিমাণ বুদ্ধিবৃত্তিক অংশীদারিত্বেরঅংশীদারত্বের উপাদান মিশে ছিল। তাই পরবর্তীকালে তিনি মিলেভা সম্বন্ধে বলেছলেন, "মিলেভা এমন এক সৃষ্টি যে আমার সমান এবং আমার মতই শক্তিশালী ও স্বাধীন"। এরিক তার গবেষণাকর্মে কি ভূমিকা রেখেছিলেন তা নিয়ে বিতর্ক রয়েছে। অবশ্য অধিকাংশ ইতিহাসবিদই মনে করেন আইনস্টাইনের গবেষণাকর্মে মেরিকের বড় কোন ভূমিকা ছিলনা।<ref>{{ওয়েব উদ্ধৃতি | শিরোনাম= Arguing about Einstein's wife (April 2004) - Physics World - PhysicsWeb (See above) | ইউআরএল= http://physicsweb.org/articles/world/17/4/2 | accessmonthday=21 November | accessyear=2005 |লেখক=Alberto A Martínez }}</ref> [[১৯০৪|১৯০৪ সালের]] [[১৪ মে]] আলবার্ট এবং মিলেভার প্রথম পুত্রসন্তান [[হ্যান্স আলবার্ট আইনস্টাইন|হ্যান্স আলবার্ট আইনস্টাইনের]] জন্ম হয়। তাদের দ্বিতীয় পুত্র [[এডওয়ার্ড আইনস্টাইন|এদুয়ার্দ আইনস্টাইনের]] জন্ম হয় [[১৯১০|১৯১০ সালের]] [[২৮ জুলাই]]।
 
=== অ্যানাস মিরাবিলিস গবেষণাপত্র ===