১,৯৬,০১৪টি
সম্পাদনা
(1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)) |
|||
'''লে কাত্র্ সঁ কু''' ({{lang-fr|Les Quatre Cents Coups; [[ইংরেজি ভাষা|ইংরেজি শিরোনাম]]: The 400 Blows}}) [[১৯৫৯]] সালে মুক্তিপ্রাপ্ত ফরাসি চলচ্চিত্র। [[ফ্রঁসোয়া ত্রুফো]] পরিচালিত এই চলচ্চিত্রটি [[নুভেল ভাগ]] তথা ফরাসি চলচ্চিত্রের নবকল্লোল আন্দোলনের সংজ্ঞা নির্ধারণকারী হিসেবে পরিচিত। এই আন্দোলনের বৈশিষ্ট্যময় অনেক কিছুই এতে পাওয়া যায়। ''অঁতোয়ান দোয়ানেল'' নামের প্যারিসের এক কিশোরকে কেন্দ্র করে এর কাহিনী আবর্তিত হয়েছে। অঁতোয়ানের শিক্ষক ও অভিভাবক তাকে ঝামেলা সৃষ্টিকারক বলে মনে করে। ফ্রঁসোয়া ত্রুফোর নিজের জীবনের অনুকরণে এটি নির্মিত হয়েছে যদিও জীবনীর সাথে কিছু কাল্পনিক উপাদানও ছিল। উল্লেখ্য, এটি ত্রুফোর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
ত্রুফো ও
চরিত্র নিয়ে নিবিড় অধ্যয়নের পাশাপাশি এতে ফ্রান্সে কিশোরদের প্রতি অবিচারের চিত্রটিও ফুটে উঠেছে। এর অনেকটা জুড়ে আছে কিশোর অপরাধীদের বিচার।
|