১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
→‎পরিসংখ্যান: + সংশোধিত রূপ!
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪৮৮ নং লাইন:
চূড়ান্ত খেলায় টসে হেরে ভারত ব্যাটিংয়ে নামে। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বসেরা বোলিং আক্রমণের মুখে পড়ে দলটি মাত্র ১৮৩ রানে অল-আউট হয়ে যায়। [[কৃষ্ণমাচারী শ্রীকান্ত]], মহিন্দর অমরনাথ কিছুটা [[অ্যান্ডি রবার্টস]], [[ম্যালকম মার্শাল]], [[জোয়েল গার্নার]] এবং [[মাইকেল হোল্ডিং|মাইকেল হোল্ডিংয়ের]] বোলিং আক্রমণ আটকাতে পেরেছিলেন। নীচের সারির ব্যাটসম্যানের অংশগ্রহণে ৫৮.৪ ওভার পর্যন্ত খেলতে পেরেছিল ভারত। ভারতীয় ইনিংসে শ্রীকান্ত, [[সন্দ্বীপ পাতিল]] এবং [[মদন লাল]] একটি করে ছক্কা হাকান।
 
পরবর্তীতে অনুকূল [[আবহাওয়া]] এবং পীচের সুবিধা নিয়ে সঠিকমানের বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বখ্যাত ব্যাটিং লাইন-আপ ভেঙ্গে পড়ে। গত দুইবারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দল মাত্র ১৪০ রানে অল-আউট হয়ে যায়। ফলে, ভারত ৪৩ রানে বিজয়ী হয় এবং ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন ঘটায়। অমরনাথ এবং মদন লাল - উভয়েই ৩টি করে উইকেট নেন। এছাড়াও, ভারতের অধিনায়ক কপিল দেব প্রায় ২০ গজ দূর থেকে দৌঁড়িয়ে এসে [[ভিভ রিচার্ডস|ভিভ রিচার্ডসের]] ক্যাচ লুফে নেয়া ছিল উল্লেখযোগ্য ঘটনা। [[মহিন্দর অমরনাথ]] সুনিয়ন্ত্রিত বোলিং করে ৭ ওভারে মাত্র ১২ রান দেন। তাঁরতার অল-রাউন্ড নৈপুণ্যে বিচারকদের বিবেচনায় তাঁকেতাকে [[ম্যান অব দ্য ম্যাচ|ম্যান অব দ্য ম্যাচের]] [[পুরস্কার]] প্রদান করা হয়।<ref>[http://uk.cricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WC83/IND_WI_WC83_ODI-FINAL_25JUN1983.html FINAL: India v West Indies at Lord's, 25 Jun 1983]</ref>
 
{{Single-innings cricket match