জর্জ ওয়াশিংটন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৬৪ নং লাইন:
 
===জন্ম ও শিক্ষা (১৭৩২–১৭৫৩)===
জর্জ ওয়াশিংটন [[জর্জ ওয়াশিংটনের জন্মস্থানে জাতীয় স্মৃতিস্তম্ভ|পোপ্‌স ক্রিক এস্টেট]] [[ওয়েস্টমোরল্যান্ড কাউন্টি, ভার্জিনিয়া|ওয়েস্টমোরল্যান্ড]], [[ভার্জিনিয়া উপনিবেশ|ভার্জিনিয়া]], [[ব্রিটিশ আমেরিকা]]য় (বর্তমান [[মার্কিন যুক্তরাষ্ট্র]]) জন্মগ্রহণ করেন। তিনি [[অগাস্টিন ওয়াশিংটন]] (১৬৯৪-১৭৪৩) ও তার দ্বিতীয় স্ত্রী [[ম্যারি বল ওয়াশিংটন]]-এর প্রথম সন্তান। [[জুলীয় বর্ষপঞ্জী]] অনুসারে তার জন্ম তারিখ ১১ ফেব্রুয়ারি, ১৭৩১ খ্রিস্টাব্দখ্রিষ্টাব্দ এবং [[গ্রেগরীয় বর্ষপঞ্জী]] অনুসারে ২২ ফেব্রুয়ারি, ১৭৩২ খ্রিস্টাব্দ।খ্রিষ্টাব্দ।<ref>{{harvnb|University of Virginia|2008}}</ref>
 
ওয়াশিংটন মূলত ইংরেজ [[ভদ্র সম্প্রদায়]] বংশোদ্ভূত। তার পূর্বপুরুষগণ ইংল্যান্ডের [[সালগ্রেভ]] থেকে আমেরিকায় যান। তার প্র-পিতামহ [[জন ওয়াশিংটন]] ১৬৫৬ সালে ভার্জিনিয়া গমন করেন এবং জমি ও ক্রীতদাসদের একত্রিত করেন। একই কাজ করেন তার পুত্র লরেন্স ওয়াশিংটন এবং তার নাতী, জর্জের পিতা অগাস্টিন ওয়াশিংটন। অগাস্টিন ছিলেন একজন তামাক চাষী এবং তিনি তার জমিতে লোহা উৎপাদনে বিনিয়োগ করেন।<ref>{{harvnb|Alden|1993|pp=3–4}}</ref> জর্জের বাল্যকালে অগাস্টিন ভার্জিনিয়ার ভদ্র সম্প্রদায়ের মধ্যবিত্ত সদস্য ছিলেন।<ref>Dorothy Twohig in {{harvnb|Hofstra|1998}}</ref>
৭৯ নং লাইন:
==ফরাসি ও ভারতীয় যুদ্ধ==
[[চিত্র:Washington Pennsylvania Mapb.jpg|thumb|upright|ওয়াশিংটনের মানচিত্র, তার ''ওহাইওর দিনলিপি'' (১৭৫৩–১৭৫৪) থেকে।]]
ওয়াশিংটন ফরাসি ও ভারতীয় যুদ্ধে{{efn|[[সাত বছরের যুদ্ধ]] নামেও পরিচিত}} ভার্জিনিয়ার ব্রিটিশ উপনিবেশের মিলিশিয়ার মেজর হিসেবে সেনাবাহিনীতে তার কর্মজীবন শুরু করেন। ১৭৫৩ সালে তাকে ব্রিটিশ রাজের দূত হিসেবে দুর-উত্তরে বর্তমান পেনসিলভানিয়ার এরিতে ফরাসি ও ভারতীয় অফিসালদের নিকট পাঠানো হয়। ওহাইও কোম্পানি ছিল ওহাইও উপত্যকায় ব্যবসায় সম্প্রসারণের জন্য ব্রিটিশ বিনিয়োগকারীদের অন্যতম মাধ্যম, যার মাধ্যমে ভারতীয় বানিজ্যেবাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হয়।<ref name="Freeman">{{harvnb|Freeman|1948|pp=1:274–327}}.</ref> ১৭৫৩ সালে ফরাসিরা ওহাইও কাউন্টিতে তাদের সেনা মোতায়ন নিয়ন্ত্রণে নিয়ে যায়। ভার্জিনিয়া ও পেনসিলভানিয়ার ব্রিটিশ উপনিবেশ ওহাইওকে তাদের নিজেদের অঞ্চল হিসেবে দাবী করে। এ থেকে দুই অঞ্চলের মধ্যে যুদ্ধ শুরু হয়, যা পরে [[ফরাসি ও ভারতীয় যুদ্ধ]] (১৭৫৪-১৭৬২) নামে পরিচিতি লাভ করে এবং এ থেকেই বিশ্বব্যাপী [[সাত বছরের যুদ্ধ]] (১৭৫৬-৬৩) শুরু হয়। ওয়াশিংটন শুরু থেকেই এই যুদ্ধে জড়িত হয়ে পড়েন।
 
===যুদ্ধের শুরু===
১১৬ নং লাইন:
১৭৫৪ সালে [[রবার্ট ডিনউইডি]] প্রতিজ্ঞা করেন, যে সকল সেনা এবং কর্মকর্তা [[ফরাসি ও ভারতীয় যুদ্ধ|ফরাসি ও ভারতীয় যুদ্ধে]] অংশগ্রহণ করবে তাদের জমি দান করা হবে।<ref name="Rasmussen-Page 100">{{harvnb|Rasmussen|Tilton|1999|p=100}}</ref> ওয়াশিংটন নতুন গভর্নর লর্ড বোটেটোর্টের কাছ থেকে জমি দখল করে নেন এবং ১৭৬৯-৭০ সালে ডিনউইডির প্রতিজ্ঞা পূরণ করেন।<ref name="Rasmussen-Page 100"/><ref>{{harvnb|Chernow|2010|p=184}}</ref> পাশাপাশি ওয়াশিংটন বর্তমান ওয়েস্ট ভার্জিনিয়ার পশ্চিমাঞ্চলে {{রূপান্তর|23200|acre|km2}} জমির মালিকানা লাভ করেন, যে স্থানে কানাওহা নদী প্রবাহিত হয়ে [[ওহাইও নদী]]তে পতিত হয়েছে।<ref>{{harvnb|Grizzard|2002|pp=135–37}}</ref> পরে তিনি তার নিজের নামে আরও জমি ক্রয় করেছিলেন। ১৭৭৫ সাল নাগাদ ওয়াশিংটন মাউন্ট ভারননের সীমানা দ্বিগুণ করে {{রূপান্তর|6500|acre|km2|0}} পর্যন্ত নিয়ে যান, এবং এর ক্রীতদাসের পরিমাণ বৃদ্ধি করে ১০০ জনের অধিকে নিয়ে যান।<ref name="Ellis 2004 41–42, 48">{{harvnb|Ellis|2004|pp=41–42, 48}}</ref>
 
সম্মানিত সামরিক বীর ও বৃহৎ জমিদার হিসেবে তিনি স্থানীয় অফিস স্থাপন করেন এবং ভার্জিনিয়ার প্রাদেশিক আইন পরিষদে নির্বাচিত হন। তিনি ১৭৫৮ সাল থেকে শুরু ক্রএ সাত বছর হাউজ অব বুরগেসের পক্ষে ফ্রেডেরিক কাউন্টির প্রতিনিধিত্ব করেন।<ref name="Ellis 2004 41–42, 48"/> ১৭৫৮ সালের নির্বাচনে তিনি ভোটারদের ১৭০ গ্যালন চালের গুঁড়ো, বিয়ার, মদ, হার্ড সিডার এবং ব্র্যান্ডি নিয়ে যান, যদিও ফোর্বস অভিযানে তিনি বেশিরভাগ সময় অনুপস্থিত ছিলেন।<ref>{{harvnb|Alden|1993|p=71}}</ref> বেশ কয়েকজন স্থানীয় অভিজাতদের সহায়তায় ওয়াশিংটন আসনটিতে প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে বাকি তিনজন প্রার্থীকে পরাজিত করে নির্বাচনে জয়লাভ করেন।<ref>{{harvnb|Ferling|2009|pp=49–51}}</ref> আইন পরিষদে তার কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে ওয়াশিংটন খুব কম কথা বলতেন, কিন্তু ১৭৬০-এর দশকে তিনি ব্রিটেনের কর ও বানিজ্যবাণিজ্য নীতির উল্লেখযোগ্য সমালোচক হয়ে ওঠেন।<ref>{{harvnb|Ferling|2009|pp=51–54, 68}}</ref>
 
==মার্কিন বিপ্লব (১৯৭৫-৮৩)==