হেনরি মোসলে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:পদার্থবিজ্ঞানী অপসারণ
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৭ নং লাইন:
}}
 
হেনরি গইন জেফ্রিস মোসলে ([[ইংরেজী]]: Henry Gwyn Jeffreys Moseley) জন্ম ২৩ নম্ভেম্বর, মৃত্যু ১০ আগস্ট ১৯১৫খ্রিস্টাব্দ১৯১৫খ্রিষ্টাব্দ, একজন ইংরেজ [[পদার্থবিদ]]। তিনি আণবিক সংখ্যার পূর্ববর্তী তত্ত্বীয় এবং রাসায়নিক ধারণার উন্নতি সাধনে ব্যাপক অবদান রেখেছেন। এরই হাত ধরে এক্সরে বর্ণালীতে মোসলে সূত্রের আবির্ভাব ঘটে। মোসলে সূত্রানুসারে পর্যায় সারণীর অনেক মৌলকে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
 
পূর্ব ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের উৎপাত শুরু হলে মোসলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলে ব্রিটিশ সেনাবাহিনীর রাজকীয় প্রকৌশলীদের সাহায্য করতে ছুটে যান। মোসলে ব্রিটিশ সৈন্যদের সাথে ''টেলিকমিউনিকেশান'' কর্মকর্তা হিসেবে ১৯১৫ সালের এপ্রিল মাসে তুরষ্কের গাল্লিপলিতে যান। ১৯১৫ সালের ১০ আগস্ট গাল্লিপলির যুদ্ধে মোসলে নিহত হন। তখন তার বয়স ছিলো সাতাশ বছর। কয়েকজন লেখকের লেখনী থেকে জানা যায় যুদ্ধে শহীদ না হলে ১৯১৬ সালে মোসলে পদার্থ বিজ্ঞানে [[নোবেল পুরস্কার]]<ref>Ernest Rutherford, "Moseley, Henry Gwyn Jeffreys", in ''Oxford Dictionary of National Biography'', http://www.oxforddnb.com/article/35125 {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20140429041532/http://www.oxforddnb.com/article/35125 |তারিখ=২৯ এপ্রিল ২০১৪ }} .</ref><ref>Isaac Asimov (1972), ''Asimov's Biographical Encyclopedia of Science and technology'', New York: Doubleday, p. 921. {{আইএসবিএন|0-385-17771-2}}.</ref> অর্জন করতেন।