জ্যাক লন্ডন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩২ নং লাইন:
 
== রাজনৈতিক দর্শন ==
এপ্রিল, ১৯৮৬ সালে [[সোশ্যালিস্ট লেবার পার্টি|সোশ্যালিস্ট লেবার পার্টিতে]] যোগদান করেন জ্যাক লন্ডন। একই বছর ২২ বছর বয়সী লন্ডনের ওকল্যান্ডেরওকল্যাণ্ডের সিটি হল পার্কে রাতের বেলায় জনসংযোগের বক্তৃতামালাও ''স্যান ফ্রান্সিস্কো ক্রনিকলে'' গল্পাকারে প্রকাশিত হয়। এর এক বছর পর [[রাজনীতি|রাজনৈতিক]] আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে তাকে [[গ্রেফতার]] করা হয়। ১৯০১ সালে তিনি সোশ্যালিস্ট লেবার পার্টি ত্যাগ করেন। নতুন প্রতিষ্ঠিত [[সোশ্যালিস্ট পার্টি অব আমেরিকা|সোশ্যালিস্ট পার্টি অব আমেরিকায়]] যোগ দেন তিনি। ১৯০১ ও ১৯০৫ সালে ওকল্যান্ডেরওকল্যাণ্ডের [[মেয়র]] পদে নির্বাচন করেন। কিন্তু [[নির্বাচন|নির্বাচনী]] ফলাফল তেমন সুখকর হয়নি।
 
১৯০৬ সালে [[সমাজতন্ত্র|সমাজতন্ত্রের]] বিষয়ে দেশব্যাপী বক্তৃতা-বিবৃতি দেন। সমাজতন্ত্র সম্পর্কে তার এ বক্তৃতামালা সঙ্কলন আকারে ''দি ওয়্যার অব দ্য ক্লাসেস''; ''রিভল্যুশন, অ্যান্ড আদার এসেজ'' নামীয় গ্রন্থে প্রকাশ করা হয়। এগুলোতে তিনি ব্যাখ্যা করেছেন যে, "কিভাবে আমি সাম্যবাদী হলাম"। তার এ [[দর্শন|দর্শনে]] সমাজের নিম্নশ্রেণীর লোকদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের প্রভাবে প্রভাবান্বিত হয়েছিল। প্রয়োজনের তুলনায় বেশী কাজ করার পক্ষপাতি নন বলে জানান। তিনি লিখেছেন যে এর ফলে ব্যক্তিস্বাতন্ত্র্যতাবোধ থেকে তাকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে এবং রাজনৈতিকভাবে তার পুণরুজ্জীবন ঘটেছে। প্রায়শঃই তিনি তার "ইউরস ফর দ্য রিভ্যুলুশন" পত্রাবলীর দিকে অঙ্গুলী নির্দেশ করেছেন।<ref>See Labor (1994) p. 546 for one example, a letter from London to William E. Walling dated November 30, 1909.</ref>