জন টানিক্লিফ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৪ নং লাইন:
| heightinch =
| heightm =
| family =
 
| batting = ডানহাতি
| bowling = ডানহাতি স্লো
| role =
 
| club1 = [[ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|ইয়র্কশায়ার]]
৫৬ নং লাইন:
সমগ্র খেলোয়াড়ী জীবনে ৪৭২টি প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণের সুযোগ হয় জন টানিক্লিফের। দীর্ঘদেহের অধিকারী জন টানিক্লিফ মারকুটে ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। পরিসংখ্যানগত দিক দিয়ে দেখা যায় যে, সর্বকালের অন্যতম সেরা স্লিপ ফিল্ডার ছিলেন তিনি। বেশ বয়স নিয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেন। ১৮৯৩ সাল থেকে ইয়র্কশায়ার দলে নিয়মিতভাবে খেলতে থাকেন। এ দলটিতে ১৯০৭ সাল পর্যন্ত খেলেন।
 
১৯০৩ সাল বাদে প্রত্যেক মৌসুমেই সহস্রাধিক রান তুলেছিলেন। তন্মধ্যে, ১৮৯৮ সালে স্বর্ণালী সময় অতিবাহিত হয় তার। ইনিংস প্রতি ৪১.০০ গড়ে ১,৮০৪ রান তুলেন। ঐ মৌসুমে নিজস্ব ব্যক্তিগত সর্বোচ্চ ২৪৩ রানের ইনিংস খেলেন। চেস্টারফিল্ডের কুইন্স পার্কে [[ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|ডার্বিশায়ারের]] বিপক্ষে অনুষ্ঠিত ঐ খেলায় [[জ্যাক ব্রাউন|জ্যাক ব্রাউনের]] সাথে ৫৫৪ রান তুলে তৎকালীন যে-কোন উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন। তাঁদেরতাদের এ সংগ্রহটি অদ্যাবধি প্রথম উইকেটে তৃতীয় সর্বোচ্চ ও বৈশ্বিকভাবে যে-কোন উইকেটে ষষ্ঠ সর্বোচ্চ রানের জুটিরূপে স্বীকৃতি পাচ্ছে।
 
== খেলার ধরন ==
৬৫ নং লাইন:
খেলায় তার ক্যাচ নেয়ার অনুপাত ১.৩৯৩ : ১ যা কেবলমাত্র ওয়ালি হ্যামন্ডের ১.২৯১ : ১ ও [[জন ল্যাংগ্রিজ|জন ল্যাংগ্রিজের]] ১.৩৬৫ : ১-এর চেয়ে পিছিয়ে রয়েছে। জন টানিক্লিফ ২৭.০০ গড়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২০,৩১০ রান তুলেছিলেন। এছাড়াও মাঝে-মধ্যে বল হাতে নিয়ে ৫৭.৮৫ গড়ে সাত উইকেট পেয়েছেন।
 
ঘরোয়া ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯০১ সালে উইজডেন কর্তৃক অন্যতম [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটারের]] সম্মাননায় অভিষিক্ত হন জন টানিক্লিফ।<ref name="wisden">{{citeওয়েব webউদ্ধৃতি |urlইউআরএল=http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/209422.html |titleশিরোনাম=Wisden's Five Cricketers of the Year |websiteওয়েবসাইট=[[ESPNcricinfo]] |publisherপ্রকাশক=[[ESPN]] |accessdateসংগ্রহের-তারিখ=21 September 2019|archiveurlআর্কাইভের-ইউআরএল=https://www.webcitation.org/6Y4blUcbj?url=http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/209422.html |archivedateআর্কাইভের-তারিখ=26 April 2015 |deadurlঅকার্যকর-ইউআরএল=no |df= }}</ref>
 
== অবসর ==