ফ্রান্সিসকো ফেরার ই গার্দিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৮ নং লাইন:
তিনি [[বার্সেলোনা]]র নিকটবর্তী একটি ছোট শহর [[আলেল্লা]]য় জন্মগ্রহণ করেন। তার পিতামাতা উভয়েই [[রোমান ক্যাথলিক]] ছিলেন। তিনি ১৫ বছর বয়সে বার্সেলোনার একটি ফার্মে চাকরি করা শুরু করেন। ফার্মটির মালিক ছিলেন একজন যাজক-বিরোধী ছিলেন এবং তিনি ফেরেরের উপর বিরাট প্রভাব ফেলেন। স্প্যানিশ প্রজাতন্ত্রী নেতা [[ম্যানিয়েল রুইজ জোরিল্লা]]র একজন সমর্থক ছিলেন তিনি। ১৮৮৫ সালে ফেরের তার স্ত্রী ও সন্তান নিয়ে [[প্যারিস]] যান। ১৮৯৯ সালে বিবাহ-বিচ্ছেদের পর তিনি আবারও [[প্যারিসীয়]] এক সচ্ছল শিক্ষিকাকে বিয়ে করেন। তিনি দ্বিতীয় বিয়েটি প্রথম বিয়ে ভাঙার অল্প কিছুদিনের মধ্যেই করেন।
 
১৯০১ সালে তিনি [[স্পেন|স্পেনে]] ফিরে ''আধুনিক বিদ্যালয়'' (''এসকুয়েলা মডার্না'') খোলেন। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল মধ্যবিত্ত শিশুকে শিক্ষাদান করা এবং তাঁদেরতাদের মাঝে ভিত্তিগত সামাজিক মূল্যবোধ সৃষ্টি করা। ১৯০৬ সালে [[মাতেউ মোরাল|মাতেউ মোরালের]] সাথে রাজা [[ত্রয়োদশ আলফোনসো]]র উপর আক্রমণের অভিযোগে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয় এবং এক বছর পর মুক্তি দেয়া হয়। তিনি কারারুদ্ধ থাকায় তার বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়।
 
১৯০৮ সালের গ্রীষ্মের প্রথম দিকে কারাগার থেকে মুক্তি পাবার পর তিনি আধুনিক বিদ্যালয়ের গল্প লেখেন। তার এই কাজের নাম ছিল ''আধুনিক বিদ্যালয়ের সৃষ্টি ও আদর্শ'' এবং বইটি [[জোসেফ ম্যাককাবে]] [[ইংরেজি]]তে অনুবাদ করেন। [[নিকারবকার প্রেস]] বইটি প্রকাশ করে ১৯১৩ সালে।
 
১৯০৯ সালে [[শোকাবহ সপ্তাহ (কাতালোনিয়া)|শোকাবহ সপ্তাহের]] সময় ঘোষনাকৃতঘোষণাকৃত মার্শাল আইনের সময় তিনি গ্রেপ্তার হন এবং দীর্ঘ বিচারের পর তিনি দোষী সাব্যাস্ত হন। [[বার্সেলোনা]]য় ১৩ই অক্টোবর [[মন্টজুইক|মন্টিজুইক দুর্গে]] বন্দুকবাজ দল শাস্তি হিসেবে তাকে গুলির মাধ্যমে মেরে ফেলে।
 
তার মৃত্যুর কিছু পরে ফেরেরের বেশকিছু সমর্থক তার চিন্তার ওপর [[আমেরিকা]]তে [[আধুনিক বিদ্যালয় (আমেরিকা)|আধুনিক বিদ্যালয়]] প্রতিষ্ঠা করেন। এর নাম ছিল ফেরের বিদ্যালয় বা লাঁ এসকুয়েলা মডার্না। ১৯১১ সালে প্রথম এবং উল্লেখযোগ্য আধুনিক বিদ্যালয় স্থাপিত হয় [[নিউ ইয়র্ক|নিউ ইয়র্কে]]। এরপর এই বিদ্যালয় নিয়ে একটি সংঘই গড়ে ওঠে, যার নাম [[ফেরের কলোনি ও আধুনিক বিদ্যালয়]]।