সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৩ নং লাইন:
==প্রথম জীবন ==
{{উইকিসংকলন|সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী}}
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৪ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ ভারতের]] [[বেঙ্গল প্রেসিডেন্সি|বেঙ্গল প্রেসিডেন্সির]] অন্তর্গত [[উত্তর চব্বিশ পরগণা জেলা|উত্তর চব্বিশ পরগণা জেলার]] [[নৈহাটি]] শহরের নিকটস্থ কাঁটালপাড়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ডেপুটি কালেক্টর যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় পুত্র ছিলেন সঞ্জীবচন্দ্র।
 
শৈশবে গ্রাম্য পাঠ্যশালায় শিক্ষালাভ করে সঞ্জীবচন্দ্র [[মেদিনীপুর|মেদিনীপুরে]] স্কুলে ভর্তি হন। পিতার কর্মসূত্রের বদলির কারণে সঞ্জীবচন্দ্রকে দুই বার হুগলী কলেজ ও মেদিনীপুরের স্কুলে ভর্তি হতে হয়। এরপর তিনি [[ব্যারাকপুর|ব্যারাকপুরের]] সরকারী জেলা কলেজে জুনিয়ার স্কলারশিপ পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি হলেন, কিন্তু অসুস্থতার জন্য পরীক্ষায় বসতে অক্ষম হলে কলেজ ত্যাগ করেন।<ref name=":0">সঞ্জীব রচনাবলী, প্রথম প্রকাশ- ২ জানুয়ারি, ১৮৯৯, প্রকাশক- রিফ্লেক্ট পাব্লিকেশন; ৩০, মহাত্মা গান্ধী রোড, কলকাতা; {{আইএসবিএন|81-7352-054-2}}, পৃষ্ঠা ৪-৯</ref>
 
== কর্ম জীবন ==
কলেজ ত্যাগ করার পর যাদবচন্দ্র [[বর্ধমান]] কমিশনারের অফিসে অল্প-মাইনের কেরানির চাকরির ব্যবস্থা করে দেন। এরপর তিনি চাকরি ছেড়ে অনুজ [[বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়|বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের]] পরামর্শে [[প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়|প্রেসিডেন্সি কলেজে]] আইনবিভাগে ভর্তি হন, কিন্তু পরীক্ষায় অনুত্তীর্ণ হন। কিছুদিন পরে যাদবচন্দ্র মাসে তার জন্য আড়াইশো টাকা মাইনের [[হুগলী জেলা|হুগলী জেলার]] আয়কর বিভাগের পর্যবেক্ষকের চাকরির ব্যবস্থা করে দেন, কিন্তু কয়েক বছর পর পদটি বিলুপ্ত হয়ে যায়। ১৮৬৪ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে সঞ্জীবচন্দ্র ''[[S:en:Bengal Ryots: Their Rights and Liabilities|বেঙ্গল রায়টস:দেয়ার রাইটস অ্যান্ড লায়াবিলিটিজ]]'' নামক একটি ইংরেজি প্রবন্ধ রচনা করেন। বইটি ইংরেজ শাসকমহলে এতটাই প্রভাব বিস্তার করল যে, সঞ্জীবচন্দ্রকে [[কৃষ্ণনগর|কৃষ্ণনগরের]] ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদ দেওয়া হল। এরপর তিনি [[পালামৌ জেলা|পালামৌ]], [[যশোর জেলা|যশোর]], [[আলিপুর]] হয়ে [[পাবনা|পাবনায়]] বদলি হন। সেখানে পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারণে তার ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি যায়। কিন্তু সরকার তাকে স্পেশাল সাব রেজিস্ট্রারের পদে নিযুক্ত করলে [[বারাসত]], [[হুগলী জেলা|হুগলী]], [[বর্ধমান]] ও [[যশোর জেলা|যশোরে]] তার বদলি হয়। [[যশোর জেলা|যশোরের]] ম্যাজিস্ট্রেট বার্টনের সঙ্গে মনোমালিন্যের কারণে সঞ্জীবচন্দ্র চাকরিতে ইস্তফা দেন।<ref name=":0" />
 
== সাহিত্য কর্ম ==
{{উইকিসংকলন|লেখক:সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়}}১৮৭৫ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে তার প্রথম বাংলা প্রবন্ধ [[যাত্রা (প্রবন্ধ)|যাত্রা]] প্রকাশিত হয়। [[ভ্রমর (পত্রিকা)|ভ্রমর]] নামক মাসিক পত্রিকায় [[রামেশ্বরের অদৃষ্ট]] নামক তার প্রথম গল্প প্রকাশিত হয়, যা ১৮৭৭ খ্রিস্তাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। ১৮৭৭ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে তার প্রথম উপন্যাস [[কণ্ঠমালা]] গ্রন্থাকারে প্রকাশিত হয়। ১৮৮৩ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে [[জালপ্রতাপ চাঁদ]] ও ১৮৮৫ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে [[মাধবীলতা (উপন্যাস)|মাধবীলতা]] নামক উপন্যাস পুস্তকাকারে প্রকাশিত হয়। ১২৮১ বঙ্গাব্দে [[ভ্রমর (পত্রিকা)|ভ্রমর]] নামক মাসিক পত্রিকার জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত [[দামিনী]] নামক গল্পটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়। ১২৮৭ বঙ্গাব্দ থেকে ১২৮৯ বঙ্গাব্দের মধ্যে ছয়টি পর্বে [[বঙ্গদর্শন]] পত্রিকায় তার ভ্রমণকাহিনী [[পালামৌ (ভ্রমণকাহিনী)|পালামৌ]] প্রকাশিত হয়।<ref name=":0" />
; উপন্যাস
* [[কণ্ঠমালা]] (১৮৭৭)