আর্ক দুর্গ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৩ নং লাইন:
==ইতিহাস==
 
[[Image:Bokhara1909.jpg|thumb|right|200px|১৯০৭ সালের ছবিতে আর্ক দুর্গের প্রধান গেট।]]
[[Image:La citadelle (Boukhara, Ouzbékistan) (5650459657).jpg|thumb|right|200px|দরবার হল]]
আর্ক দুর্গটি একটি পুরাতন কাঠামোর উপরে নির্মিত হয়েছিলো। বর্তমান স্তর থেকে প্রায় ২০ মিটার নিচে একটি ভিত্তি স্তর পাওয়া যায় যা থেকে ধারনা করা হয় এর পূর্বেও এখানে এ ধরনের একটি স্থাপনা বর্তমান ছিলো যা কালের বিবর্তনে ধ্বংসপ্রাপ্ত হয়েছিলো।
 
[[Image:Bokhara1909.jpg|thumb|right|200px|১৯০৭ সালের ছবিতে আর্ক দুর্গের প্রধান গেট।]][[নরশাখী]]র (আবু বকর মোহাম্মদ ইবনে জাফর, ৮৯৯-৯৬০) ইতিহাস গ্রন্থ ''হিস্ট্রি অব বুখারা'' তে প্রথম আর্ক দুর্গের ইতিহাস পাওয়া যায়। আবুবকর লিখেছিলেন বুখারার শাসক বিন্দু এই দুর্গ নির্মান করেন।
কিন্তু অচিরেই এটা ধ্বংসপ্রাপ্ত হয়। একাধিক বার এটা পুননির্মান করা হয়েছিলো এবং প্রতিবারই আবার হারিয়ে যাচ্ছিল। সর্বশেষ শাসক নির্মান করার সময় বিদগ্ধ ব্যক্তিরা তাকে একটি বিশেষ কৌশল অবলম্বনের পরামর্শ দেন। সম্পূর্ণ দুর্গের পরিসীমা ধরে সপ্তর্ষিমন্ডলের অনুসরনে সাতটি বিন্দু নির্দিস্ট করে নিয়ে তারপর এক বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত দেয়াল করা হয় এবং সাতটি বিন্দুতে বিশেষভাবে শক্তিশালী করা হয়। এরপর থেকে দুর্গটি আর ধ্বংসপ্রাপ্ত হয়নি।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.visituzbekistan.travel/sightseeing/bukhara/ark/|সংগ্রহের-তারিখ=2015-07-16|শিরোনাম=সংরক্ষণাগারভুক্ত অনুলিপি|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20171201032200/http://www.visituzbekistan.travel/sightseeing/bukhara/ark/|আর্কাইভের-তারিখ=২০১৭-১২-০১|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref>