সেপ ব্লাটার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৭ নং লাইন:
সেপ ব্ল্যাটার ফিফা'র ৮ম [[ফিফা সভাপতিদের তালিকা|সভাপতি]] হিসেবে দায়িত্ব পালন করেন। ৮ জুন, ১৯৯৮ সালে তিনি [[ফিফা|ফিফা'র]] সভাপতি হিসেবে নির্বাচিত হন ও [[জোয়াও হ্যাভেল্যাঞ্জ|জোয়াও হ্যাভেল্যাঞ্জের]] স্থলাভিষিক্ত হন। পরবর্তীতে ২০০২ পুণরায় নির্বাচিত হন তিনি। পুণরায় চার বছর মেয়াদে ৩১ মে, ২০০৭ সালে ফিফা সদস্যভূ্ক্ত ২০৭ দেশের মধ্যে মাত্র ৬৬ সদস্য তাকে মনোনীত করে।<ref>{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=http://news.bbc.co.uk/sport2/hi/football/6518647.stm |শিরোনাম=Blatter set for third FIFA term |সংগ্রহের-তারিখ=2007-04-03 |তারিখ=2007-04-02 |প্রকাশক=BBC Online }}</ref> ২০১১ সালে আবারো তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন।
 
কিন্তু, ৮ অক্টোবর, ২০১৫ তারিখে তাকে ফিফা থেকে বহিষ্কার করা হয় ও ২১ ডিসেম্বর, ২০১৫ তারিখে ফুটবল-সম্পর্কীয় সকল ধরণেরধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়েও নিষেধাজ্ঞা প্রদান করা হয়।<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www.bbc.co.uk/sport/0/football/34476779|শিরোনাম=Issa Hayatou takes temporary charge of Fifa|কর্ম= [[BBC Sport]]|তারিখ = 8 October 2015|সংগ্রহের-তারিখ = 8 October 2015}}</ref><ref name="FIFA">[http://www.bbc.com/news/world-europe-32985553 Sepp Blatter: End of era for Fifa boss]</ref> তার পরিবর্তে ক্যামেরুনের [[Issa Hayatou|ইসা হায়াতু]] ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
 
== বিতর্ক ==