চার্লস কোরিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
6টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৩ নং লাইন:
|awards=[[পদ্মশ্রী]], [[পদ্মবিভূষণ]]
}}
'''চার্লস কোরিয়া''' একজন [[ভারতীয় স্থপতিসমূহের তালিকা|ভারতীয় স্থপতি]] ও নগর পরিকল্পনাবিদ। তিনি একবিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী স্থপতি। স্বাধীনতা পরবর্তি সময়ে ভারতে আধুনিক স্থাপত্য প্রবর্তনের জন্য তিনি স্বীকৃত। শহুরে দরিদ্র জনগোষ্ঠীর স্থাপত্য নির্মাণে সংবেদনশীলতার জন্য চার্লস কোরিয়া খ্যাত, এছাড়া স্থাপত্যে দেশীয় ও প্রথাগত পদ্ধতি-উপকরণ ব্যবহারের ক্ষেত্রে তাঁরতার ভূমিকা অগ্রগণ্য।
 
১৯৭২ সালে চার্লস কোরিয়া [[পদ্মশ্রী]] পদক লাভ করেন। [[ভারত]] সরকার ২০০৬ সালে চার্লস কোরিয়াকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক [[পদ্মবিভূষণ]] প্রদান করে। [[রয়াল ইন্সটিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস]] তাকে ১৯৮৪ সালে রয়্যাল গোল্ড মেডেল ফর আর্কিটেকচার পুরস্কার প্রদান করে।
 
==প্রাথমিক জীবন ও শিক্ষা==
চার্লস কোরিয়া ১৯৩০ সালের ১ সেপ্টেম্বরে ভারতের তেলাঙ্গানা রাজ্যের সিকান্দারাবাদ শহরে জন্মগ্রহণ করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Charles Correa|ইউআরএল=http://www.britannica.com/EBchecked/topic/138593/Charles-Correa|প্রকাশক=[[Encyclopædia Britannica]]|সংগ্রহের-তারিখ=5 March 2014|লেখক=|তারিখ=}}</ref><ref>{{citation|title=An Architecture of Independence: The Making of Modern South Asia |author= Kazi Khaleed Ashraf, James Belluardo|year=1998|publisher=Architectural League of New York|id={{আইএসবিএন|9780966385601}}|url= http://books.google.co.in/books?id=jwxQAAAAMAAJ&q=charles+correa+biography&dq=charles+correa+biography&hl=en&sa=X&ei=xAoXU42HN4aPrgf2wIHYDA&ved=0CD8Q6AEwBDgK|isbn=09663-8560-8|page=33}}</ref> মুম্বাই-এর সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি তাঁরতার উচ্চশিক্ষা অর্জন শুরু করেন। এরপর তিনি বোম্বে বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অফ মিশিগানে পড়ালেখা করেন। [[ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি]] থেকে তিনি স্নাতোকোত্তর অর্জন করেন। ১৯৫৮ সালে মুম্বাইতে তিনি তাঁরতার স্থাপত্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।<ref name="Britannica">{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.britannica.com/EBchecked/topic/138593/Charles-Correa |শিরোনাম=Charles Correa, Britannica }}</ref>
 
==স্থাপত্য ও কর্ম==
২৪ নং লাইন:
[[File:The Jeevan Bharati building at Connaught Place, New Delhi.jpg|right|thumb|দিল্লীতে ১৯৮৬ সালে চার্লস কোরিয়ার নকশায় নির্মিত ভারতীয় জীবন বীমা ভবন]]
[[Image:Jawahar Kala Kendra, Jaipur, Rajasthan.jpg|thumb|জওহর কালা কেন্দ্র, জয়পুর]]
একবিংশ শতাব্দীর সমকালীন স্থাপত্যে চার্লস কোরিয়া অন্যতম প্রভাবশালী স্থপতি। ভারতে স্বাধীনতা পরবর্তি সময়ে স্থাপত্য চর্চায় তিনি অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। তাঁরতার বিখ্যাত স্থাপত্যের মধ্যে রয়েছে আহমেদাবাদের সাবারমতি আশ্রমে মহাত্মা গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম, মুম্বাই-এর কাঞ্ছনজঙ্ঘা অ্যাপার্টমেন্ট, জয়পুরের জওহর কালা কেন্দ্র, নাওয়ি মুম্বাই পরিকল্পনা, ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজির ব্রেইন এন্ড কগনিটিভ সাইন্সেস সেন্টার, কেরালার পারুমালা চার্চ এবং সাম্প্রতিক পর্তুগালের লিসবনে চ্যাম্পালিমাড সেন্টার ফর দ্য আননোওন। চার্লস কোরিয়ার স্থাপত্যে স্থানীয় উপকরণ ও প্রথার সঙ্গতিপূর্ণ ব্যবহার লক্ষ্য করা যায়। স্থানীয় জলবায়ু এবং পরিবেশগত উপাদান তাঁরতার স্থাপত্য নির্মানে গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে কাজ করে।
 
তাঁরতার প্রথম গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল মহাত্মা গান্ধী সংগ্রহালয়।<ref name=bbc>{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=Charles Correa – India's greatest architect? |ইউআরএল=http://www.bbc.co.uk/news/magazine-22463774 |তারিখ=13 May 2013 |প্রকাশক=BBC News |সংগ্রহের-তারিখ=2 July 2013}}</ref> এটি [[গুজরাট]] রাজ্যের [[আহমেদাবাদ]] শরের সাবারমতি আশ্রমে। এরপরে ১৯৬৭ সালে তিনি [[মধ্যপ্রদেশ]] বিধানসবা ভবনের নকশা করেন।<ref name=agha>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Vidhan Bhavan, (ArchNet) |ইউআরএল=http://archnet.org/library/sites/one-site.tcl?site_id=1759 |সংগ্রহের-তারিখ=১৮ জুন ২০১৫ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20060208103213/http://archnet.org/library/sites/one-site.tcl?site_id=1759 |আর্কাইভের-তারিখ=৮ ফেব্রুয়ারি ২০০৬ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> ১৯৭৫-১৯৯০ সালের মধ্যে তিনি [[নয়া দিল্লী|নয়া দিল্লীতে]] ন্যাশনাল ক্র্যাফটস মিউজিয়াম, ১৯৮২ সালে [[ভোপাল|ভোপালে]] ভারত ভবন, ১৯৮৬-১৯৯২ সালে [[জয়পুর|জয়পুরে]] জওহর কালা কেন্দ্র, ১৯৮৭-৯২ সালে নয়া দিল্লীতে ব্রিটিশ কাউন্সিল, ২০০০-২০০৫ সালে [[বোস্টন|বোস্টনে]] এমআইটির ম্যাকগভার্ন ইন্সটিটিউট ফর ব্রেইন রিসার্চ, ২০০৪ সালে [[কলকাতা|কলকাতার]] [[সল্ট লেক সিটি|সল্ট লেক সিটিতে]] সিটি সেন্টার এবং ২০০৭-২০১০ সালে পর্তুগালের [[লিসবন|লিসবনে]] চ্যাম্পালিমাড সেন্টার ফর দ্য আননোওন-এর নকশা করেন।<ref name=bbc/>
 
কোরিয়া ভারতের চেন্নাইতে মাহিন্দ্র এন্ড মাহিন্দ্র লিমিটেডের গবেষণা ও উন্নয়ন কেন্দ্রও নকশা করেছেন। ১৯৭০-৭৫ পর্যন্ত তিনি [[নাওয়ি মুম্বাই]] বা নিউ বোম্বে-এর উন্নয়ন পরিকল্পনায় প্রধান স্থপতি হিসেবে নিযুক্ত ছিলেন। নাওয়ি মুম্বাই বর্তমান মুম্বাই এর নিকটবর্তি একটি নতুন পরিকল্পিত নগর যেখানে প্রায় ২০ লক্ষ মানুষের আবাস ও কর্মক্ষেত্রের ব্যবস্থা করা হয়েছে। ১৯৮৫ সালে প্রধানমন্ত্রী [[রাজীব গান্ধী]] চার্লস কোরিয়াকে জাতীয় নগরায়ন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করেন।
৪০ নং লাইন:
* ৭ম আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার (১৯৯৮)
* অস্ট্রিয়ান ডেকোরেশন ফর সাইন্স এন্ড আর্ট<ref>{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল = http://www.parlament.gv.at/PAKT/VHG/XXIV/AB/AB_10542/imfname_251156.pdf | শিরোনাম = Reply to a parliamentary question | ভাষা = German | পাতা=1714 | trans_title = | বিন্যাস = pdf | সংগ্রহের-তারিখ = 1 March 2013 }}</ref>
* তাঁরতার ম্যাকগভার্ন ইন্সটিটিউট ফর ব্রেইন রিসার্চ সম্প্রতি দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ আর্কিটেক্টস গোল্ড মেডেল অর্জন করে।
 
== তথ্যসূত্র ==