উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১১৫ নং লাইন:
 
: {{Ping|Al Riaz Uddin Ripon|Ahmad Kanik}} আইআরসি-এর ব্যাপারটি অল্প কথায় একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি যদি ইতোমধ্যেই জেনে থাকেন তবে আবার জানানোর জন্য ক্ষমা প্রার্থনা করছি। কোনো প্রশাসক সক্রিয় না থাকলে এটি তুলনামূলকভাবে যথেষ্ট দ্রুত একটি সমাধান এবং এটি বাংলা অন্যান্য প্রকল্পের জন্যও প্রযোজ্য। প্রথমে ক্লায়েন্ট ব্যবহার না করলে ব্রাইজার থেকেই [https://webchat.freenode.net <code>https://webchat.freenode.net</code>] পাতায় যান, যদি রেজিস্টার্ড না থাকেন তবে পছন্দমতো একটি নিক দিতে পারেন, আর রেজিস্টার্ড না হয়ে থাকলে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই। চ্যানেলে নাম দিন <code>#wikimedia-stewards</code>। তারপর স্টার্ট-এ ক্লিক করলেই ঐ চ্যানেলে প্রবেশ করবেন। দেখবেন প্রথমেই আপনাকে চ্যানেল হেডিংয়ে লেখা থাকবে জরুরী ভিত্তিতে স্টুয়ার্ডদের কীভাবে বার্তা দিতে হবে। !steward Please globally lock User:XXX for long-term abuse. Vandalizing persistently on bn.wikipedia.org. No local administrator available at the moment. টাইপের কিছু লিখে দিলে স্টুয়ার্ডরা পিং পাবেন। স্টুয়ার্ড টিম যথেষ্ট বড়ো এবং পৃথিবীর বিভিন্ন টাইম জোনে বিভক্ত। কেউ না কেউ সক্রিয় থাকেন-ই। আপনি মেসেজ দিলে সাধারণত কয়েক মিনিটের মধ্যেই কেউ না কেউ অ্যাকশন নেবেন। আইআরসি সম্পর্কে বিস্তারিত জানতে [[:m:IRC]] দেখতে পারেন। &mdash; [[User:Wikitanvir|তানভির]] &bull; ১৮:৩২, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
::এখন আমি আরআইসিতেআইআরসিতে জানাতে পারব। তবে বাংলা উইকির আইআরসি চ্যালেনে কোনো প্রশাসক সক্রিয় থাকলে তাদেরকে প্রথমে জানাবো — [[user:Ahmad Kanik|<span style="color:green">Ahmad</span>]] ০২:৫৯, ১৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
 
== বটের মাধ্যমে বানান সংশোধনের ক্ষেত্রে বারবার একই ভুল ==